ফেইসবুক এসইও গ্রুপ (ইংলিশ) লিস্ট

  • Save

যেহেতু আমাদের কাজটাই অনলাইন ভিত্তিক তাই অনলাইন এ বেশিরভাগ সময় থাকার কারণে কিন্তু আমরা মাঝে মধ্যেই ফেসবুকের নোটিফিকেশন গুলা চেক করি। বিশেষকরে, যারা এসইও বা অন্য কোনো ফ্রীল্যানসিং সেক্টরে আছেন তাদের তো বিভিন্ন গ্রুপের প্রশ্ন উত্তর থেকে অনেক কিছু শিখার ও জানার আছে। 
তাই আজ আমি দেশের বাহিরের এসইও কিছু পপুলার ফেইসবুক গ্রুপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। চলুন তাহলে ডিটেলস এ যাওয়া যাক; 

পপুলার ফেইসবুক এসইও গ্রুপ লিস্ট

১) Local SEO and Google My Business tips and strategies
এই গ্রুপের বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 14.5K আপনি এই গ্রুপে লোকাল এসইও নিয়ে সকাল ধরণের প্রশ্ন করতে পারবেন। লোকাল এসইও’র বেস্ট প্রাকটিস, বিভিন্ন টিপস, স্ট্রেটেজি ও গুগল মাই বিসনেস (GMB) নিয়ে বিভিন্ন প্রশ্ন ও উত্তর পাবেন। গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/GoogleMyBusinessTips/discussion/preview         
২) SEO Signals Lab
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায়  64.2K আপনি এই গ্রুপে এসইও বিভিন্ন এক্সপেরিমেন্ট রেজাল্টস; স্ট্রেটেজি ও বিভিন্ন টিপস নিয়ে জানতে পারবেন। গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/SEOSignalsLab/
৩) Superstar SEO
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 68.5K আপনি এই গ্রুপে ফ্রীতে অনেক রিসোর্স পাবেন বিশেষ করে তাদের কোর্স আপনি ফ্রীতে এনরোল করতে পারবেন। এসইও অনেক স্ট্রেটেজি আপনি এই গ্রুপ থেকে পেয়ে যাবেন। গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/superstarseo/
৪) Global SEO Network     
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 33.1K এই গ্রুপেও আপনি এসইও স্ট্রাটেজি; লেটেস্ট নিউস; বিভিন্ন এক্সপেরিমেন্ট রেজাল্টস আপনি এই গ্রুপ থেকে পাবেন। গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/seogeneration/about
৫) NicheHacks
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 57.6K এই গ্রুপে আপনি নিশ মার্কেটিং ও এফিলিয়েট মার্কেটিং নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর ও এফিলিয়েট নিয়ে বিভিন্ন ট্রিকস ও টিপস পাবেন। গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/nichehacksprivate/
৬) SEO Tips, Tricks, and Tools
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 14.3K আপনি এই গ্রুপে বিভিন্ন এসইও স্ট্রেটেজি; ট্রিকস ও টুলস সম্পর্কে বিভিন্ন রিসোর্স পাবেন। প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন। গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/seotipsgroup/
৭) WordPress, SEO, & Internet Questions
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 25.4K আপনি এই গ্রুপের মাধ্যমে এসইও’র পাশাপাশি ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন টিপস ও ট্রিকস পাবেন। প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন। গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/internet.questions/
৮) Niche Pursuits
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 23.4K আপনি এই গ্রুপে NicheHacks গ্রুপের এর মতন এফিলিয়েট নিয়ে বিভিন্ন স্ট্রাটেজি আলোচনা পাবেন। গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/nichesiteproject3/
৯) SEO and Blogger lounge
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 19.4K ব্লগার, ফ্রীলান্সার; ডিজিটাল মিডিয়া মার্কেটারদের স্কিল ডেভেলপ করতে এই গ্রুপের প্রশ্ন উত্তর বেশ কাজে দিবে। গ্রপ লিংক: https://www.facebook.com/groups/1971635653095529/
১০) SEO Experts Worldwide
এই গ্রুপ এর বর্তমান মেম্বার সংখ্যা প্রায় 45.7K এসইও নিয়ে ডিসকাশন এর মাধ্যমে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন ও বিভিন্ন “Money Making” মেথডস গুলা এই গ্রুপের মাধ্যমে জানতে পারবেন।    
গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/seoexpertsworldwide/ 

আরো অনেক গ্রুপ আছে কিন্তু আমার কাছে মনে হলো এই গ্রুপ গুলা বেশ ভালো মানের রিসোর্স আছে ও আপনি এই গ্রুপগুলো থেকে উপকৃত হতে পারবেন। 

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap