আমরা ট্রেন্ডিং অথবা খুব বেশি সার্চ হয় এমন কিওয়ার্ড খুঁজতে গুগল ট্রেন্ড ইউজ করি সবসময়, তাই না? শুধুমাত্র গুগলে সার্চ হয় এমন টপিক অথবা নিশ অথবা কিওয়ার্ড খুঁজতে Google Trends এখনো সবার সেরা।
কিন্তু যদি এমন হয় যে, আমাদের শুধু গুগলের ডাটা না; সমস্ত ইন্টারনেটের ট্রেন্ডিং টপিক লাগবে? যদি আমরা চাই যে, পুরো ইন্টারনেটের বিলিয়ন বিলিয়ন সার্চ, ম্যানশন এবং বিভিন্ন ওয়েবসাইট/ফোরাম/ব্লগে অথবা সোশাল সাইটে যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা বা আলোচনা হয়, অথবা নতুন কোন বিষয় নিয়ে শেয়ার অথবা সার্চ হয় – সেগুলো থেকে ট্রেন্ডিং টপিক অথবা কিওয়ার্ড অথবা নিশ দরকার আমাদের।
তখন করনীয় কি?
আশার কথা হচ্ছে Backlinko‘র Brian Dean নতুন একটা টুল বানিয়েছে যেটা ঠিক আপনার উপরেল্লিখিত সব চাহিদা মেটাতে পারবে। 🙂 এবং একদম ফ্রি ইউজ করতে পারবেন।
লিঙ্কঃ https://explodingtopics.com
ঠিক এখন কোন টপিকটা ট্রেন্ডিং সেটা বের করে ব্লগিং শুরু করুন।
আপনার যদি ব্লগ থাকে, তাহলে ওই টপিকটা দিয়ে সার্চ দিন, দেখুন আপনার নিশের মধ্যে কোন স্পেসিফিক টপিকটা ট্রেন্ডিং। তারপর ওইটা নিয়ে লেখালেখি শুরু করে দিন।
বোনাস টিপস – ট্রেন্ডিং টপিক ের সূত্র হচ্ছে – আপনি যত তাড়াতাড়ি একটা টপিক ইন-ডেপথ কভার করতে পারবেন; তত বেশি অরগানিক ট্রাফিক পাবেন। 🙂
#HappyLearning
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
ধন্যবাদ ভাই, খুব কাজে দিবে।