ফীচার স্নিপেট কি ? ফীচার স্নিপেট এর বিস্তারিত

একটি ফীচার স্নিপেট আপনার কোয়ারি অনুযায়ী SERP রেজাল্টস এর প্রথমে দেখানো হয়ে থাকে যেখানে আপনার কোয়ারি অনুযায়ী একদম এক্সাক্ট আনসার গুগল শো করে থাকে। ফীচার স্নিপেট যেহেতু SERP এর একদম প্রথম দিকে দেখানো হয়ে থাকে তাই একে জিরো পসিশনও বলা হয়ে থাকে। 

ফীচার স্নিপেট এর প্রকারভেদ

জিরো পসিশনে আমরা ৩ ধরণের ফীচার স্নিপেট দেখতে পাই;

১) প্যারাগ্রাফ টাইপ ২) লিস্ট আইটেম ৩) টেবিল টাইপ 

১) প্যারাগ্রাফ টাইপ
এই  ফীচার স্নিপেট how, who, why, when, এবং what টাইপ এর প্রশ্নের উত্তর গুলা দেখায়। আপনি বুঝার জন্য এই স্ক্রিনশটটি দেখুন; https://prnt.sc/1qascwl
প্যারাগ্রাফ ফীচার স্নিপেট এর ক্ষেত্রে আপনি ৪০-৬০ ওয়ার্ড ব্যবহার করুন মানে প্রশ্নের যেই উত্তর দিবেন সেটি যেন ৪০-৬০ ওয়ার্ড এর মধ্যে হয়ে থেকে। এবং উত্তর যেন পারফেক্ট যা চায় সেইটাই হয়ে থাকে।  

২) লিস্ট টাইপ:
এই ক্ষেত্রে আপনি পোস্টে নাম্বার বা বুলেট করে স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন গুলাকে গুগল তার SERP এ  ফীচার স্নিপেট হিসেবে দেখিয়ে থাকে। যেমনঃ Step#1 Step#2 বা 1, 2, 3 এমন। বুঝার সুবিধার্থে স্ক্রিনশটটি দেখুন; https://prnt.sc/1qasqbh
লিস্ট স্নিপেট এর ক্ষেত্রে আপনি স্ক্রিনশট খেয়াল করলে দেখবেন যে this….that টাইপের শর্ট সেন্টেন্সে দেয়া হইসে। লিস্টের ক্ষেত্রে আপনি প্রতিটা লিস্ট আইটেম এ অ্যাভারেজ ১০/১২ ওয়ার্ড এর মধ্যে আনসার শেষ করবেন। আরো একটি বিষয় লিস্ট ফীচার স্নিপেট এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে h২ ও h৩ ক্রমটা ঠিক রাখা।   

৩) টেবিল টাইপ
অনেক ক্ষেত্রেই আপনি দেখতে পারেন যে গুগল তার SERP রেজাল্টস এ comparision টেবিল বা বিভিন্ন তথ্য উপাত্ত বা স্ট্যাটিসটিক্স টেবিল ফীচার স্নিপেট জায়গা দিয়ে থাকে।  ফীচার স্নিপেট গুলার মধ্যে সব থেকে জনপ্রিয় স্নিপেট হচ্ছে টেবিল ফীচার স্নিপেট। টেবিল ফীচার স্নিপেট বুঝার সুবিধার্তে স্ক্রিনশট দেখুন; https://prnt.sc/1qath5n
টেবিল এর ক্ষেত্রে অ্যাভারেজ রো হবে ৩/৪ টা সর্বোচ্চ ৯ টা কিন্তু কালাম হবে ৩ টা  

এই ৩ টা ছাড়াও কিন্তু আরো একটি ফীচার স্নিপেট গুগল দেখিয়ে থাকে সেইটা হচ্ছে আনসার বাক্স স্নিপেট https://prnt.sc/1qavqbp 

ফীচার স্নিপেট এ থাকার সুবিধা ও অসুবিধা

সুবিধাঃ  

বেশিরভাগ এক্সপার্টদের মতামত হচ্ছে ফীচার স্নিপেট এ আপনার CTR বেশ ভালো পরিমান বেড়ে যায়। হা কথাটা মোটামোটি সত্যি লিস্ট ও টেবিল ফীচার স্নিপেট এ আপনার ক্লিক,ইমপ্রেশন ও কনভার্সন (আমাজন সাইট হলে) বেশ ভালো ভাবেই বাড়াবে।

অসুবিধাঃ 
কিন্তু আসলেই কি সব গুলা স্নিপেট এ আপনার CTR বাড়বে ? তাহলে চলুন জেনে নেই অসুবিধাগুলো;  

আনসার বাক্স স্নিপেট ও প্যারাগ্রাফ স্নিপেট কিন্তু আপনার ইম্প্রেশন দিবে কিন্তু ক্লিক খুব একটা পাবেন না। যদিও আপনি জিরো পসিশনে থাকেন না কেন কারণ ভিসিটর তো তার প্রশ্নের উত্তর ফীচার স্নিপেট থেকে পেয়েই যাচ্ছে যার ফলে সে আর ওয়েবসাইট এ ভিসিট করে না। 

যেই ওয়ার্ড গুলা ফীচার স্নিপেট এ আসার জন্য সাহায্য করে থাকে 

স্ক্রিনশট এর মাধ্যমে আপনাদেরকে ওয়ার্ড গুলা দিচ্ছি যাতে ওয়ার্ড ফ্রেকুয়েন্সি কোনটার কত সেইটাও আপনি বুঝতে পারেন। মনে রাখবেন ফ্রিকোয়েন্সি যেটার বেশি সেই ওয়ার্ডটি পাওয়ার ওয়ার্ড হিসেবে বিবেচিত; https://prnt.sc/1qaxcmr ও https://prnt.sc/1qaxp93 

ফীচার স্নিপেট এর জন্য অপ্টিমাইজ করবেন যেভাবে  

১) লং-টেইল কীওয়ার্ড গুলা টার্গেট করুন যেইগুলা প্রশ্ন হিসেবে ব্যবহার করা যায় তার জন্য আপনি people also ask ব্যবহার করতে পারেন। 
২) কনটেন্ট এর প্রশ্নের উত্তর এক পেরাতে ক্লিয়ারলি দিয়ে দেন 
৩) তথগুলাকে লিস্ট আকারে দেন 
৪) টেবিল ব্যবহার করুন 
৫) অন-পেজ এসইও ভালো ভাবে করুন 
৬) কোয়ালিটি ইমেজ ব্যবহার করুন    

আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap