গুগল সাধারণত একটা পেজকে অনেক রিলেটেড কিওয়ার্ডে র্যাঙ্ক করে। পরে, ঐ পেজটার বয়স যতো বাড়ে, কন্টেন্টটার ইন্টেন্ট বা টপিকটা গুগল ততো ভালো বুঝতে পারে।
ঠিক এই কারণেই আমাদের সাইট থেকে অনেক সময় অনেক কিওয়ার্ড র্যাঙ্ক হারায় আবার ঠিক বিপরীত কারণে র্যাঙ্ক ইম্প্রুভ করে।
নিচের স্ক্রিনশটে একটা উদাহরণ দিচ্ছি –

ঐ পেজটা Motorcycle নিয়ে। কিন্তু গুগল মোটরসাইকেলের পাশাপাশি Car দিয়েও র্যাঙ্ক করেছে।
পরে, যখন গুগল আরো ভালোভাবে ঐ কন্টেন্টটার টপিক বুঝতে পারলো – আস্তে আস্তে Car রিলেটেড কিওয়ার্ডগুলো র্যাঙ্ক থেকে সরিয়ে দিলো।
এইজন্যে র্যাঙ্ক করা কিওয়ার্ড তার পজিশন লস করলেই মন খারাপ করার কিছু নেই। যেই কিওয়ার্ডে র্যাঙ্ক পেয়েছিলেন সেটার টপিকের সাথে আপনার কন্টেন্ট এর টপিকটা কতোটা অভিন্ন – সেটা খুঁজে বের করুন।
যদি দেখেন টপিক আলাদা, তখন আপনি ঐ নতুন টপিকটা নিয়ে আলাদা করে কন্টেন্ট পাবলিশ করতে পারেন। যেহেতু আরেকটা ভিন্ন টপিকেও এই কিওয়ার্ডটা র্যাঙ্ক পেয়েছিলো – তাই আপনার নতুন কন্টেন্টটা সহজেই র্যাঙ্ক করবে। কারণ, আপনি এইবার একদম টপিক ফোকাসড কন্টেন্ট দিবেন।
সেইম মেথড ইউজ করে আপনি অনেক নতুন লো- কম্পেটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন।
জাস্ট আপনার কম্পেটিটর এর ডোমেইন ahrefs এ এক্সপ্লোর করেন। তারপর খুঁজে দেখেন কোন কিওয়ার্ড গুলোতে তারা র্যাঙ্ক পেয়েছে কিন্তু তাদের URL এ আপনার টার্গেট করা কিওয়ার্ডটা নেই – এবং তাদের কন্টেন্ট কিছুটা রিলেটেড কিন্তু একদম আলাদা টপিক বা এন্টিটি ফোকাস করে লেখা।
এমন পেলে মনে করবেন আপনি একটা অপেক্ষাকৃত লো কম্পেটিটিভ একটা কিওয়ার্ড পেয়ে গেছেন।
হ্যাপি ব্লগিং।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021