ওয়েব ব্রাউসার গুলার মধ্যে ব্যাপক কম্পেটিসন থাকা শর্তেও মজিলা ফায়ার ফক্স বেশ পপুলার ইউসারদের কাছে। ২০২০ সাল পর্যন্ত ফায়ারফক্স মার্কেট শেয়ার এর মধ্যে ৮.৪৯% দখল করে আছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এটি তৃতীয় জনপ্রিয় ব্রাউসার।
আপনি যদি এসইও প্রফেশনাল, ব্লগার অথবা উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনি যদি চান ওয়েব ব্রাউসার দিয়ে আপনার সাইট উন্নতি দেখতে চান তবে আপনাকে কিছু এসইও এক্সটেনশন ব্যবহার করতে হবে। আশার কথা হচ্ছে আপনি ফায়ারফক্স অ্যাড-অনস এক্সটেনশন্স ব্রাউসার এ ইনস্টল করতে পারেন যেগুলা এসইওতে পাওয়ার হাউস হিসেবে পরিচিত।
এই কনটেন্ট এ আমি আজ আপনাদের ১০ টি ফায়ারফক্স এসইও এক্সটেনশন এর আলোচনা করবো। সাথেই থাকুন।
১০ টি জনপ্রিয় ফায়ারফক্স এসইও এক্সটেনশন :
১) SEO Quake
SEO Quake হচ্ছে একটি ফ্রি এসইও এক্সটেনশন যেটি SEMrush এর সাথে যুক্ত করতে হয়। SEO Quake ওয়েবসাইট পেজ এর বিভিন্ন মেট্রিকস শো করে থাকে। যেমন : বিভিন্ন পেজ এর এসইও মেট্রিকস, এসইও অডিট টুলস; কীওয়ার্ড ডেন্সিটি রিপোর্টসহ আরো অনেক কিছু ।

SEO Quake ফিচারস :
# যেকোনো পেজ এর এসইও ওভারভিউ একনজরে দেখতে পারবেন।
# আপনার কম্পিটিটর দুর্বলতা ও সবলতা খুঁজে বের করুন।
# ওয়েবপেজ এর এক্সটার্নাল ও ইন্টারনাল লিংক এনালাইজ করুন।
# ব্যাকলিংক নিয়ে ডিটেইল জানুন।
২) Mangools SEO Extension
মাঙ্গুলস এসইও এক্সটেনশন আরো একটি ফ্রি এসইও এক্সটেনশন্স। আপনি এই এক্সটেনশন দিয়ে যেকোনো ওয়েবসাইট বা ওয়েবপেজ এর ডাটা নিতে পারবেন।

Mangools ফিচারস :
# প্রয়োজনীয় এসইও মেট্রিক্সস
# ব্যাকলিংক প্রোফাইল
# পপুলারিটি ট্রেন্ডস
# অন-পেজ এসইও অডিট
৩) Ahrefs SEO Toolbar
Ahrefs SEO এক্সটেনশনটি গুরুত্বপূর্ণ এসইও মেট্রিক্সস গুলো দেখিয়ে থাকে। এই এক্সটেনশনটি সহজেই ওয়েবপেজ বা ওয়েবসাইট এ একসেস করে বিভিন্ন প্রয়োজনীয় মেট্রিকস দিতে সক্ষম।

ফিচারস :
# ডোমেইন রেটিং
# ইউআরএল রেটিং
# আনুমানিক অর্গানিক ট্রাফিক
# রেফারাল ডোমেইন সংখ্যা
# ব্যাকলিংক এর সংখ্যা
৪) Foxy SEO Tool
এই টুলসটি সার্চ ইঞ্জিন ও ওয়েব ট্রাফিক এনালাইসিস করার জন্য দ্রুত ও সহজ একসেস করতে পারে। আপনি এই এক্সটেনশনটি দিয়ে বেশ কিছু এক্সসেপশনাল রিপোর্টস পেতে পারেন।

ফিচারস :
# গুরুত্বপূর্ণ ডিরেক্টরিস এ ওয়েবসাইট লিস্টিং চেক করা।
# উইকিপেডিয়া রেফারেন্স, ফেসবুক, টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া মেট্রিকস
# কীওয়ার্ড রিসার্চ টুলস
৫) Majestic Backlink Analyzer
ম্যাজেস্ট্রিক্স ব্যাকলিংক এনালিজার অ্যাড-অন টুলস দিয়ে আপনি ব্যাকলিংক প্রোফাইল সহজেই দেখতে পারবেন। ম্যাজেস্ট্রিক্স দিয়ে যে ডাটা গুলা দেখতে পারবেন তা দেয়া হলো;

ফিচারস :
# মোট ইউআরএল লিংকস সংখ্যা দেখায়
# সাব-ডোমেইন/ রুট ডোমেইন লিংক
# দি-প্রবাহ বিশিষ্ট মেট্রিকস স্কোর
এছাড়া যাদের সাবস্ক্রিপশন করা আছে তারা আরো কিছু মেট্রিকস দেখতে পারে। যেমনঃ ইন-ডেপ্থ ব্যাকলিংক; এংকর টেক্সট ইত্যাদি।
৬) Link Redirect Trace
এই এক্সটেনশন্সটি লিংক এনালাইসিস; রিডাইরেক্ট এবং ক্যানোনিক্যাল ইউআরএল ট্রেস করতে সক্ষম।

ফিচারস:
# অন-পেজ এসইও সমস্যা চেক করতে পারবেন।
# অফ-পেজ এসইও সমস্যা চেক করতে পারবেন।
# কম্পিটিটর লিংক চেক করতে পারবেন।
# রিডাইরেক্ট চেন চেক করতে পারবেন।
# এফিলিয়েট লিংক চেক করতে পারবেন।
# ওয়েবসাইট ডিসাইন ও মাইগ্রেট করার পর লিংক চেক করুন।
# হ্যাকার ওয়েবসাইট লিংক রিডাইরেক্ট হচ্ছে কিনা ট্রেস করুন।
৭) Broken Link Checker
এই অ্যাড-অনসটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বা অন্য যেকোনো ওয়েবসাইট এর ব্রোকেন লিংক গুলা বের করতে পারবেন।

ফিচারস :
# ব্রোকেন লিংক বের করার করতে পারবেন।
৮) Link Research SEO Toolbar
আপনি এই এক্সটেনশনটি দিয়ে প্রতিটা পেজ এর অ্যাডভান্স এসইও মেট্রিকস চেক করতে পারবেন।

ফিচারস :
# ডোমেইন বা পেজ এর রেটিং দেখা যায়।
# ব্যাকলিংক নেয়ার মতন সোর্স খুঁজে বের করা যায়।
# সোশ্যাল মিডিয়াতে সফল পেজ গুলা বের করা যায়।
# ওয়েবপেজ এর ব্যাকলিংক সংখ্যা বের করা যায়।
৯) SEO Minion
এই এড-অনসটি দিয়ে আপনি ওয়েবসাইট এর অন-পেজ এসইও; এক্সটার্নাল ও ইন্টারনাল লিংকস; গুগল সার্চ লোকেশন সিমুলেটর; SERP রেজাল্টস দেখায়।

ফিচারস:
# অন-পেজ ওয়েবসাইট এনালাইসিস
# ইন্টারনাল ও এক্সটার্নাল সকল লিংক হাই- লাইট করে দেখায়।
# ব্রোকেন লিংক রিপোর্ট দিয়ে থাকে।
# রিয়েল টাইম SERP রেজাল্টস দিয়ে থাকে।
১০) Lighthouse
লাইটহাউস এড-অনসটি দিয়ে আপনি ওয়েবসাইট এর এসইও স্কোর; এক্সেসএবিলিটি; এসইও বেস্ট প্রাকটিস ; মোবাইল ও ডেস্কটপ পারফরমেন্স দেখাবে।

ফিচারস:
# মোবাইল ও ডেস্কটপ স্পিড এনালাইসিস ও বিশ্লেষণ
# ওয়েবসাইট পারফরমেন্স এনালাইসিস ও বিশ্লেষণ
# এসইও স্কোর দেখায়।
এগুলা ছাড়াও আরো এক্সটেনশন আছে যেগুলা আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023