টপ ১০০+ ডু-ফলো ফোরাম লিস্ট

ফোরাম পোস্টিং :

ফোরাম পোস্টিং হচ্ছে অনলাইন এ ডিসকাশন যার মাধ্যমে মানুষ তাদের প্রশ্ন গুলোর উত্তর খুঁজে নিতে পারে। ফোরাম পোস্টিং ব্যাকলিংক মেথডস গুলোর মধ্যে অন্যতম। এর মাধ্যমে আপনি বেশ ভালো পরিমান ট্রাফিক আপনার সাইট এ নিতে পারেন সাথে কোয়ালিটি ব্যাকলিংক পাবেন। বেসিক ব্যাকলিংকের পরেই যেসকল ব্যাকলিংক গুলো গুরুত্ব পায় তার মধ্যে ফোরাম পোস্টিং অন্যতম। এসইও তে এইটি খুব ভালো কাজে দেয়।

ফোরাম পোস্টিং কিভাবে কাজ করে?

ফোরাম সাবমিশন খুব সহজেই করা যায়। আপনি আপনার নিশের রিলেভেন্ট ফোরাম খুঁজে বের করে প্রোফাইল তৈরী করবেন, থ্রেড গুলো ফলো করবেন ও ডিসকাশনে একটিভভাবে অংশ নিবেন। ফোরামে টপিক অনুযায়ী থ্রেড হয়ে থাকে এবং মেম্বাররা ঐ থ্রেডের সমস্যা অনুযায়ী সমাধানের চেষ্টা করে থাকে। 
২ টা মাধ্যমে আপনি থ্রেডে অংশ নিতে পারেন;
১. ফোরামের থ্রেড এর আপনি অংশ নিন ও আপনার অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করুন 
২. আপনার প্রশ্ন আপনি নতুন থ্রেড তৈরী করে করতে পারেন।
মনে রাখবেন আপনার তৈরী করা থ্রেড যাতে ফোরামের কোনো থ্রেডের সাথে না মিলে। 

নিশ সম্পর্কে ভালো জ্ঞান থাকা চাই :

ফোরাম সাবমিশনের আগে আপনি অবশ্যই আপনার নিস নিয়ে পর্যাপ্ত পড়াশুনা করে জ্ঞান নিয়ে নিবেন যাতে করে আপনার নিস সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকে। এইটি আপনার রেপুটেশন ও অথরিটি বৃদ্ধি করবে আপনার নিস এর থ্রেড এ। 
আপনার নিশ অনুযায়ী ফোরাম বাছাই করুন :
আপনার নিশ অনুযায়ী ফোরামে অংশ নিন। ধরুন আপনার ব্লগ বা নিশ হচ্ছে টেকনোলজি নিয়ে কিন্তু আপনি হেলথ ও ফিটনেস সম্পর্কিত ফোরামে আপনার পোস্টের লিংক দিলেন এই লিংক এর ফলে আপনার সাইট এর বিশ্বাসযোগ্যতা ও অথোরিটিতে প্রভাব পড়বে। 

সঠিক কীওয়ার্ড বাছাই :

আপনি  যদি সঠিক কীওয়ার্ড বাছাই করেন তবে তা সার্চ ইঞ্জিনকে সহায়তা করবে। যখন কোনো ভিসিটর কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান খুঁজবে তখন ভিসিটর সহজেই  করা থ্রেডটি সহজেই খুঁজে পাবে সঠিক কীওয়ার্ড এর কারণে।

কপি কনটেন্ট :

আপনি যদি কারো লিখা কপি করে ফোরাম এ পোস্ট করেন তবে আপনার থ্রেডটি পাবলিশড করলে সেটি কপি কনটেন্ট এর কারণে ফোরাম কর্তৃপক্ষ মুছে দিবে কারণ প্রতিটি ফোরামের একটি নির্দিষ্ট নিয়ম আছে। এর কারণে আপনার একাউন্টটি ব্লকও করতে পারে ফোরাম কর্তৃপক্ষ।
সরাসরি মার্কেটিং থেকে বিরত থাকুন :
ফোরামে সরাসরি মার্কেটিং থেকে বিরত থাকুন।  আগে কিছু ভ্যালু অ্যাড করেন, ভিসিটরদের প্রশ্নর উত্তর দিন, আপনার নিশের রিলেভেন্ট থ্রেড করুন ও উত্তর দিন। কিছু রেপুটেশন ও ভ্যালু অ্যাড হলে তারপর আপনি লিংক দিতে পারবেন।

আপনি যদি ঠিকথাক ভাবে ফোরাম ব্যবহার করতে পারেন তবে আপনি আপনার নিশ বা ব্লগের জন্য বেশ ভালো পরিমানে ভিসিটর আন্তে পারবেন। 

নিচে ১০০+ ডু ফলো ফোরাম লিস্ট এর লিংক দেয়া হলো;

https://docs.google.com/spreadsheets/d/1nWWFXQmYe6_5x4WtmkHU_HjRuVicmiWI8n_n_82Q2PY/edit#gid=0

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap