পেজ স্পিড ফ্রি ও পেইড প্লাগিন গুলা কি কি ? স্পিড বাড়ানোর টেকনিক ?

ফ্রি প্লাগিন ও পেইড এর মধ্যে আজকে আপনাকে প্লাগিন এর নাম দিব যেইগুলা আপনারা চাহিদা মতন ব্যবহার করতে পারেন ; 

WP Fastest Cache (https://wordpress.org/plugins/wp-fastest-cache/)

LiteSpeed Cache (https://wordpress.org/plugins/litespeed-cache/)

WP-Optimize (https://wordpress.org/plugins/wp-optimize/)

W3 Total Cache (https://wordpress.org/plugins/w3-total-cache/)

WP Super Cache (https://wordpress.org/plugins/wp-super-cache/)

Hummingbird (https://wordpress.org/plugins/hummingbird-performance/)

পেইড প্লাগিন:

WP Rocket (https://wp-rocket.me/)

স্পিড অপ্টিমাইজেশন নিয়ে ছোট কিন্তু কাযকর টিপস।

আজকাল ওয়েবসাইট স্পিড অপ্টিমাইজেশন বেশ গুরুত্বপূর্ণ ও মাথাব্যথার কারণও বটে। এমন একটা সময় ছিল যখন আমরা এই বিষয়টি নিয়ে ভাবতাম না। অথচ এখন পেজ স্পিড কিন্ত রাঙ্কিং ফ্যাক্টর।

ব্লগিং করেন আর এফিলিয়েট বা ই-কমার্স সাইট করেন আপনার সাইট যদি স্পিড অপ্টিমাইজ না থাকে তবে ছোট খাটো পেনাল্টি নিশ্চিত। পেনাল্টিটা কি ? সেইটা হচ্ছে আপনি যত ভালো রিসোর্স নিয়েই কনটেন্ট দেন না কেন আপনার কনটেন্ট গুগল প্রথম পেজ এ জায়গা হবে না।

এখন উপায় কি?

আমরা যেহেতু ডেভেলপার না তাই আমি সবাইকে wp rocket premium ব্যবহার করতে বলি। অনেকের আবার wp rocket premium ব্যবহার এর পরেও স্পিড ইস্যু থাকছেই। তাহলে আপনাকে দেখতে হবে আপনি কি wp rocket সেটিংস ঠিক মতন করতে পেরেছেন? যদি না পারেন তবে আপনি এই ভিডিও দেখে করে ফেলেন

https://www.youtube.com/watch?v=l9kd4jJBDNk আরো ভালো রিসোর্স পেলে ঐ ভিডিও দেখে করেন।

মূল টিপস

আপনার যদি তাও সমস্যা থাকে তাহলে আপনি আপনার সিপ্যানেল এ যেয়ে select php version থেকে লেটেস্ট ভার্সন PHP তা সিলেক্ট করে দেন। স্ক্রিনশটের মতন করে; https://prnt.sc/10u3lyb তারপর set as current ক্লিক করে সেভ করে নেন। আপনি ঐ একই পেজ এ ৩ টি এক্সটেনশন পাবেন zip, imagick, gd এই তিনটি টিক মার্ক করে দিন। স্ক্রিনশট এর মতো; https://prnt.sc/10u4omm আর যদি টিক মার্ক করা থাকে তাহলে তো ভালোই। আপনি Memory লিমিটটি সর্বোচ্চ করে দেন। স্ক্রিনশট এর মতন; https://prnt.sc/10u4kd5

দেখেন এই কাজটা পূর্বে করেছেন কিনা ? না করে থাকলে এখনই করে ফেলেন। আশা করি এই ছোট পরিবর্তন আপনার কচ্ছপ গতির ওয়েবসাইট এ কিছুটা হলেও গতি আনবে।

পেজ স্পিড দেখার জন্য আপনারা page speed insight অথবা lighthouse ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এক্সটেনশন লিংক: (https://chrome.google.com/…/blipmdconlkpinefehnmjammfjp…)

চাইলে GTmetrix ও pingdom ব্যবহার করে পেজ স্পিড স্কোর দেখে নিতে পারেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap