আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স সাইট তৈরী করতে চান তাদের মূল সমস্যা হচ্ছে কোন কোন প্লাগিন ব্যবহার করবেন !! তাই আজ ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ই-কমার্স সাইট তৈরী করতে যেই সমস্ত প্লাগিন প্রয়োজন পরে তার একটা লিস্ট বর্ণনাসহ দিলাম;
ই-কমার্স সাইট ফ্রি প্লাগিন লিস্ট
১) Enhanced Ecommerce Google analytics for woo commerce
এই প্লাগিনের মাধ্যমে আপনি সহজেই গুগল এনালিটিক্স এর সাথে কানেক্ট করতে পারবেন। এর মাধ্যমে আপনি Shopping Behaviour Report; Checkout Behaviour Report; Product Performance Report এবং Sales Performance Report পাবেন। লিংক: https://wordpress.org/plugins/enhanced-e-commerce-for-woocommerce-store/
২) TI woo commerce wishlist
এই প্লাগিন দিয়ে আপনার কাস্টমার যদি প্রোডাক্টটি নাও কিনতে চায় তবে wishlist এর মাধ্যমে প্রোডাক্টটি অ্যাড করে রাখতে পারেন। লিংক: https://wordpress.org/plugins/ti-woocommerce-wishlist/
৩) Easy digital Download
আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চান যেমনঃ software, documents, photos, ebooks, songs, graphics, videos তাহলে আপনি এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন। আপনি এই প্লাগিন দিয়ে Frontend shopping cart; Flexible and clean checkout form; Discount codes সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ফিচারস আছে। লিংক: https://wordpress.org/plugins/easy-digital-downloads/
৪) Dokan
আপনি যদি আপনার ই-কমার্স সাইটটিকে আমাজন; ইবে; শপিফাই বা মেজেন্টো মতন করতে চান তবে আপনি এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন। লিংক: https://wordpress.org/plugins/dokan-lite/
৫) Ecwid Ecommerce shopping cart
এই প্লাগিন দিয়ে ওয়ার্ডপ্রেস সাইট এ আপনি অনলাইন শপিং কার্ট অ্যাড করতে পারবেন। শিপিং ও ট্যাক্সের ক্যাল্কুলেশনের জন্য এই প্লাগিনটি ব্যবহার করা হয়ে থাকে। শিপিং এর জন্য USPS, UPS, FedEx, Canada Post, Australia Post ইন্ট্রিগেট করা আছে। লিংক: https://wordpress.org/plugins/ecwid-shopping-cart/
৬) Advance Shipping tracking for Woo commerce
এই প্লাগিন দিয়ে কাস্টমার তার অর্ডার ট্র্যাক করতে পারবে ডেলিভারি নেয়া পর্যন্ত। আপনি সহজেই অর্ডার ইনফো ট্র্যাক করতে পারবেন; ২৫০+ শিপিং লিস্ট দিয়ে থাকে; ট্র্যাকিং আপটুডেট রাখে; কাস্টমার অর্ডার স্টেটাস প্রদান করে। লিংক: https://wordpress.org/plugins/woo-advanced-shipment-tracking/
৭) eCommerce Product Catalog Plugin
এই প্লাগিন এ আপনি প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য ব্যবহার করতে পারবেন। ১০০% রেস্পন্সিভ ও ফ্রি প্লাগিন এইটি। আপনি আপনার প্রোডাক্ট ওয়েবসাইট এর যেকোনো স্থানে ডিসপ্লে করতে পারবেন; সম্পূর্ণ কাস্টোমাইজ প্রোডাক্ট ডিসপ্লে; কাস্টমার প্রোডাক্ট ফিল্টার করতে পারবে যেটা তারা চায়; সহজেই প্রোডাক্ট সার্চ করে পাবার সুবিধাসহ আরো অনেক কিছু। লিংক: https://wordpress.org/plugins/ecommerce-product-catalog/
৮) WooCommerce Weight Based Shipping
এই প্লাগিন দিয়ে প্রোডাক্ট এর ওজন ও দূরত্ব অনুযায়ী শিপিং ব্যয় কত হয় তা নির্ধারণ করে দিয়ে থাকে। লিংক: https://wordpress.org/plugins/weight-based-shipping-for-woocommerce/
৯) WooCommerce Menu Cart
এই প্লাগিন দিয়ে আপনি কার্ট বাটনটি বসাতে পারবেন ও সহজ নাভিগেশন করতে পারবেন। ডিসপ্লেতে আপনি কার্ট আইকন পাবেন; ডিসপ্লেতে আইটেম ও প্রাইস ২ তাই পাবেন; যখন কার্ট এ ক্লিক করা হবে তখন প্রোডাক্টটি ডিসপ্লেতে দেখাবে। লিংক: https://wordpress.org/plugins/woocommerce-menu-bar-cart/
১০) WC marketplace
আপনি যদি মাল্টিভেন্ডর ই-কমার্স সাইট করতে চান যেমনঃ আমাজন; ই-বে; ইটসে তাহলে এই প্লাগিন ব্যবহার এর মাধ্যমে আপনি ই-কমার্স স্টোর সেটআপ করে মাল্টিভেন্ডর, মার্চেন্ট ও সেলার তাদের পণ্য সহজেই বিক্রি করতে পারবে। লিংক: https://wordpress.org/plugins/dc-woocommerce-multi-vendor/
তাছাড়া আরো কিছু প্লাগিন প্রয়োজন হয়ে থাকে যেমন কন্টাক্ট ফর্ম এর জন্য contact 7; ক্যাসিং প্লাগিনের জন্য w3 total cache; সিকিউরিটি এর জন্য Wordfence; ব্যাকআপের জন্য Updraft plus
- ২০২৪-এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ? - June 21, 2023
- ভাইরাল মার্কেটিং: ২০২৪ সালে নতুন সাফল্যের উপায়? - June 21, 2023
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মার্কেটিং: প্রয়োজনীয়তা ও সুযোগ - June 21, 2023