আমরা ভিডিও দেখি, কমেন্ট করি, ফেসবুকে পোষ্ট দেই, ইন্সটাগ্রামে ছবি আপ করি, ব্লগে লেখালিখি করি, অন্যের ব্লগে কমেন্ট করি – মানে সবকিছু বেশ ইন্টারেক্টিভ। এবং এইটাই ওয়েব ২.০।
একটা সময় – মানে ২০০০ সালের দিকে যারা ইন্টারনেট ইউজ করতেন তারা এইগুলো করতে পারতেন না। ইভেন আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করা শুরু করি রেগুলার ২০০৩ এর দিকে – আমরাও অনেক স্ট্যাটিক সাইট (মানে সাইট ব্রাউজ করাতেই সব সীমাবদ্ধ ছিলো, ইন্টারেক্ট করার উপায় ছিলো না) দেখাদেখিতেই সীমাবদ্ধ ছিলাম। ঐটা ছিলো ওয়েব ১।
আবার বর্তমানের ইন্টারনেট দুনিয়া নতুন একটা যুগে প্রবেশ করতে যাচ্ছে (যদিও এইটা এখনো টিম বার্নারস লি এর একটা কন্সেপ্ট, রেডি হতে হয়তো আরও ৫ থেকে ১০ বছর সময় লাগবে) – সেটা হচ্ছে Web 3.0 যেখানে আমরা ইচ্ছে করলেই নিজে চিন্তা না করে সার্চ ইঞ্জিনকে বা তখনকার সার্চ অ্যাপকে একদম মানুষের মতো চিন্তা করে আমার পছন্দের রেজাল্ট খুঁজে বের করে দিতে বলতে পারবো, বা Virtual Reality এর মাধ্যমে আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির পাশে বসে দেশি কোন ভাই পান খাচ্ছেন কিনা – সেটা দেখে তাকে একটা হাই দিয়ে আসতে পারবো অথবা অনলাইনেই একটা ভার্চুয়াল রেস্টুরেন্টে বন্ধুদের নিয়ে ফেইক কফি খেতে খেতে রবোটিক আড্ডা দিতে পারবো। আর আমাদের ডাটা ইচ্ছে করলেই কেউ ইউজ করতে পারবে না আর সেগুলো কোথাও স্টোরও করে রাখতে হবে না এবং এইসব হাজারো জিনিষ।

কিন্তু এতোকিছুর মধ্যে আমাদের বছরের পর বছর ধরে শেখা SEO স্কিলটা চাপা পড়ে ভেঙ্গে চুরে চ্যাপ্টা হয়ে যাবে না তো? সেটাই দেখবো আজকের ভিডিওতে।
১। এসইও নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে Semantic শব্দটা বেশ পরিচিত। আর সিমান্টিক ওয়েব হচ্ছে Web 3.0। উদাহরণ দিলে বলতে হয় – আমরা যখন Keto Diet শব্দটা শুনি, তখন আমাদের মাথায় কি কি আসে? Weight Loss, Diet, Protein, health, recipes, fasting এইসব – তাই না? Web3 যখন ইন্টারনেটের মেইন পিলার হয়ে যাবে, তখন এই ওয়েব ৩ এর মেইন জিনিসটাই হবে সিমান্টিক কুএরি প্রসেসিং এবং প্রিসাইজ রেজাল্ট। মানে কেউ যখন Web 3 এর কোন সার্চ অ্যাপে (আপাতত বেস্ট এক্সাম্পল হচ্ছে সিরি) করবে Keto Diet Recipes; সার্চ অ্যাপ তখন আপনার জন্যে কেমন রেসিপি দরকার, সেটা হাজার হাজার লিঙ্কড ডাটা, এন্টিটি এবং টপিক থেকে খুঁজে বের করে যেটা আপনার জন্যে একান্তই দরকার সেটা খুঁজে এনে দিবে। আর আমরা ২০১০ সাল থেকে রিচ স্নিপেট এর মতো Web 3.0 এর ফান্ডামেন্টাল জিনিষের সাথে যুক্ত। তারমানে – যারা এসইও জানবে, তারা অটোম্যাটিক্যালিই Web 3.0 এর জন্যে ব্লগ বা ওয়েবসাইটগুলোকে অপ্টিমাইজ করতে থাকবে।
২। আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করি না। টপিক রিসার্চ করি। আবার কন্টেন্ট লিখতে গেলে – এখন আর কিওয়ার্ড ধরি না, বরং একটা কিওয়ার্ডকে টপিক হিসেবে চিন্তা করি এবং কন্টেন্ট লিখার সময় ওই টপিক দিয়ে সার্চ দেয়ার সময় ইউজার এর মাথায় কি থাকে সেটা চিন্তা করে ইন্টেন্ট ফুলফিল করে এখন কন্টেন্ট দেই। আচ্ছা বলেন তো – আপনি যদি এসইও না জানতেন, তাহলে ইন্টেন্টটা মেইক সিউর করে যে কন্টেন্ট লিখতে হয় বা একটা টপিক কভার করতে হয় – সেটা জানতেনই বা কি করে? আর এই টপিক আর টপিকের ইন্টেন্টই হচ্ছে – Web 3 এর মূল স্তম্ভ!!!

৩। ওয়েব 3.0 যখন মেইন্সট্রিম হয়ে যাবে – তখন মানুষ প্রচুর ভয়েস সার্চ করবে, মানুষ অনেক কিছুর উত্তর একদম টু ডা পয়েন্ট চাইবে আর সব সার্চ ইঞ্জিন বা অন্যান্য ইন্টারেক্টিভ যতো সোশাল মিডিয়া আছে, সবাই এই টু ডা পয়েন্ট ইনফো প্রদান করবে। আর এই টু দ্যা পয়েন্ট উত্তর দেয়া কিন্তু এসইওরা অনেক আগেই ফিচার্ড স্নিপেট অপ্টিমাইয করে শিখে গিয়েছে। আপনি যদি এসইও জানেন বা যদি ব্লগিং করেন বা ব্লগ থাকে আপনার – দেখবেন যে আপনি অলরেডি Web 3 এর ব্যাসিক অপটিমাইজেশনগুলো শুরু করে দিয়েছেন অলরেডি। এখন বলেন Web 3.0 তে এসইও লাগবে কি লাগবে না? ব্লগিং করা উচিত কি উচিত না?
৪| গুগল এর কোর এলগোরিদম এর একটা নতুন সংযোজন হচ্ছে Passage Ranking – মানে আপনি যদি ইন ডেপথ আর্তিকেল লিখেন, গুগল আপনার ৫০০০ ওয়ার্ড এর আর্টিকেল থেকেও মানুষ যেটা সার্চ করবে সেই রিলেটেড প্যারাগ্রাফ হাইলাইট করে পিক করে শো করবে। আর ওয়েব ৩ মানেই হচ্ছে – মানুষের যেটা দরকার সেটা খুঁজে বের করে শো করা হাজারো সোর্স থেকে। এসইও হিসেবে এই জিনিসটা শিখছেন অবশ্যই, তাই না?
৫। ওয়েব ৩ নিয়ে যখন আমরা ভিডিও দেখি বা পড়াশুনা করি – তখন দেখি যে সবজায়গায় শুধু বেকেন্ড টেক যেমন artificial intelligence (AI) and machine learning, and trustless/permissionless systems, cryptocurrencies, such as blockchain and peer-to-peer networks এইগুলো নিয়ে কথাবার্তা শুনি। কিন্তু এই web 3 এর পিছনের টেকনোলজি যাই হউক না কেন, এর আসল উদ্দেশ্যই হচ্ছে – মানুষের ইন্টারনেট এক্সপেরিএন্সকে আরও সহজতর, সিকিউরদ আর ইন্টুইটিভ করা, মানুষ যা খুঁজছে, যা মনে মনে চিন্তা করে খুঁজছে এক্সাক্টলি সেটা দেয়া (সেটা ভয়েসে হউক, টেক্সটে হউক কিংবা VR টেকনোলজিতে হউক বা ভিডিওতে হউক)। আর একটা ওয়েবসাইটে বা ব্লগে যদি এইসব কিছু ইমপ্লেমেন্ট করতে হয়, তাহলে টেকনোলজির পাশাপাশি ফ্রন্ট এন্ডে একজন এসইও এর ভূমিকা অনেক এবং অনেক।
সুতরাং – আমার মতে আমরা যখন এখনকার ওয়েব ২ থেকে Web 3.0 তে যখন আরও বেশী কনভার্ট হতে থাকবো, একজন এসইও বা একটা ওয়েল অপ্টিমাইযড ব্লগ এর চাহিদা আরও অনেক অনেক বেড়ে যাবে।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021