গুগল কোন ফ্যাক্টরগুলার কারণে রিলেভেন্ট পেজগুলা SERP রেজাল্টস এ দেখায় বা রাঙ্ক দিয়ে থাকে ?

কিছু দিন আগেই গুগল SERP রেজাল্টস এ একটি চেঞ্জ এনেছে।  যারা SEO নিউস গুলা নিয়ে খোঁজ খবর রাখে তারা ঠিক এই বিষয়টা নোটিশ করেছে। যাই হোক এই নতুন চেঞ্জ এর নাম গুগল দিয়েছে About This Results যেটা আপনি যেকোনো SERP এর টাইটেল এর সাথে থ্রী ডট এ ক্লিক করলেই পাবেন। স্ক্রিনশটটি দেখুন; https://prnt.sc/1fs4s7o
গুগল about this result সম্পর্কে বলছে, সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গুলার সাথে সার্চ কোয়ারি তথ্যের কানেক্ট করে SERP এ রেজাল্টস দেখানো হয়ে থাকে।

গুগল এইটি করার কারণ হিসেবে বলছে, “এই ফ্যাক্টরগুলি যেমন গুগলকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে যে কোন ফলাফল প্রাসঙ্গিক SERP রেজাল্টস এর সাথে আবার ভিসিটর সিদ্ধান্ত নিতে পারে যে, কোন ফলাফল তাদের জন্য উপযোগী।”     
গুগল আক্ষরিক অর্থে দেখাচ্ছে কেন তারা এই সার্চ কোয়ারি জন্য পেজটি রাঙ্ক করছে। রাঙ্ক করার পিছনে নয়টি ভিন্ন “কারণ” রয়েছে বলে এক্সপার্টরা মনে করে। আমি যেই সব কারণ জানি সেইগুলা আপনাদের সাথে শেয়ার করবো;  

১) সার্চ টার্ম কনটেন্ট এর পেজ বা html এর সাথে ম্যাচ করলে (যেমন টাইটেল ট্যাগ)
২) সার্চ টার্ম এ synonym কনটেন্ট পেজ এর সাথে রিলেটেড হলে 
৩) সার্চ টার্ম এর লিংকসগুলি রিলেটেড বা ম্যাচ করে ঐ পেজকে নির্দেশ করে। 
৪) যদি ইমেজ সার্চ টার্ম রিলেটেড হয়ে থাকে 
৫) কনটেন্ট ল্যাঙ্গুয়েজ যদি প্রাসঙ্গিক হয়ে থাকে সার্চ টার্ম এর সাথে 
৬) সার্চ কোয়ারি অনুযায়ী কনটেন্ট/পেজটি কোন অঞ্চল এর সাথে রিলেভেন্ট সেই অনুযায়ী গুগল SERP এ রেজাল্টস দেখিয়ে থাকে। (যেমন ধরেন আপনি কোনো অঞ্চলের covid সম্পর্কে জানতে চান তাহলে গুগল সেই মোতাবেক SERP রেজাল্টস দেখাবে)

কীওয়ার্ড ম্যাচিং: 
খুব সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে গুগল নির্ণয় করে যে আপনার সার্চ দেয়া কীওয়ার্ড এর সাথে  ওয়েবপেজ এ কীওয়ার্ডটা সাথে রিলেভেন্ট কিনা। 

রিলেটেড টার্মস:
গুগল রিলেটেড ওয়ার্ড এর সাথে সার্চ কোয়ারি এর মিল খুঁজে থাকে যেমন আপনি সার্চ করলেন “how to cook fish in the oven” গুগল কিন্তু রিলেটেড ওয়ার্ড টার্ম এর পেজ গুলাও দেখবে যেমন “bake” এবং “recipe”

লিংকগুলি দেখে: 
আপনি যখন একপেজ থেকে অন্য পেজ এ সিমিলার ওয়ার্ড দিয়ে লিংক করেন তখন গুগল ধরে নেয় এইটা সার্চ কোয়ারি অনুযায়ী রিলেভেন্ট। তার মানে ঐ পেজ আপনার সার্চ এর সাথে রিলিভেন্ট। এটি একটি সাহায্যকারী ইঙ্গিত যে কনটেন্ট ক্রিয়েটটার টপিক এর সাথে রিলেভেন্ট দেখেই ঐ পেজকে লিংক দিয়েছে।  

লোকাল রেলেভেন্স:
আরো একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে সার্চ দিচ্ছেন ও আপনার কান্ট্রি ও লোকেশন কোথায় সেই অনুযায়ী আপনার সার্চ রেজাল্টস গুগল দিয়ে থাকে। ধরেন আপনি সার্চ করলেন “Resturant near me” গুগল আপনার লোকেশন ধরে SERP এর রেজাল্টস দেখাবে।       

আশাকরি আপনারা বুঝে গেসেন কি কি দেখে সার্চ কোয়ারি অনুযায়ী গুগল SERP এর রেজাল্টস দেখাচ্ছে!!  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap