যারাই এসইও করে থাকে তাদের গুগল অ্যাডভান্স সার্চ পেরামিটার বিশেষত তাদের সার্চ এর ক্ষেত্রে বিশেষ কমান্ড দিতে হয়। সার্চ অপারেটর গুলা ছোট হওয়ায় খুব সহজেই মনে রাখা যায়। তবে এই টার্ম গুলা ব্যবহারের ক্ষেত্রে কোন পেরামিটার কোথায় ব্যবহার হয় তা বুঝে ব্যবহার করতে হয়।
বেশির ভাগ এসইও এক্সপার্ট আছে যারা পেরামিটার গুলার বেসিক জানেন কিন্তু কিছু এক্সপার্ট আছে তারা এর ভালো ব্যবহার করতে পারেন অর্থাৎ অ্যাডভান্স সার্চ পেরামিটার গুলা কাজে লাগাতে পারেন। চলুন তাহলে জেনে আসি গুগল পেরামিটার গুলো।
গুগল সার্চ পেরামিটার : কমপ্লিট লিস্ট
আপনি কি জানেন গুগল তার সার্চ পেরামিটারস গুলো প্রায় বাতিল করে দেয়। অর্থাৎ, আপনি যেই সার্চ পেরামিটারস আজ কাজ করছে কিছু দিন পর কাজ নাও করতে পারে। এই পোস্টে আমি যেই সার্চ পেরামিটারস দিচ্ছি তা আমি পার্সোনালি ব্যবহার করে থাকি।
১) “search term”
এক্সাক্ট ম্যাচ সার্চ রেজাল্টস এর জন্য এইটি ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ “steve jobs”
২) OR
X অথবা Y সার্চ দিয়ে সার্চ করলে আপনি সার্চ রেজাল্টস এ যেকোনো একটা দেখাবে। নোট : পাইপ চিহ্ন (।) OR পেরামিটার এর কাজ করে থাকে। যেমনঃ jobs OR gates / jobs | gates
৩) AND
আপনি যদি X And Y লিখে সার্চ করেন তার মানে আপনি ২ তাই চাইছেন। গুগল আপনাকে ২ তার সমাহার দেখাবে। যেমনঃ jobs AND gates
৪) –
এই চিহ্ন ব্যবহার করে আপনি যেকোনো phrase অথবা টার্ম বাদ দিতে পারবেন। ধরুন আপনি গেস্ট পোষ্ট খুঁজছেন কিন্তু আপনি চাচ্ছেন না “write for us” সাইট না আসতে তাহলে আপনি ” – ” এই চিহ্নটি ব্যবহার করতে পারেন। যেমনঃ “keyword” “guest post” – “write for us”
৫) *
এই সার্চ টার্মটি ব্যবহার করে আপনার কীওয়ার্ড এর সাথে মিলে এমন যেকোনো ওয়ার্ড বা phrase সার্চ রেজাল্টস এ দেখাবে। যেমনঃ steve * apple
৬) $
আপনি $ সাইন এর সার্চ টার্ম এ মাধ্যমে যে প্রোডাক্ট এর দাম জানতে চান ঐটা জানতে পারবেন। যেমনঃ ipad $329
৭) define:
আপনি যেকোনো শব্দাথ জানার জন্য এই সার্চ টার্মটি ব্যবহার করতে পারেন। যেমনঃ define:entrepreneur
৮) filetype:
আপনি PDF, DOCX, TXT, PPT ফাইল খুঁজে বের করতে চাইলে আপনি এই সার্চ টার্মটি ব্যবহার করতে পারেন। যেমনঃ apple filetype:pdf
৯) site:
নির্দিষ্ট কোনো সাইট খুঁজে বের করার জন্য আপনাকে এই সার্চ টার্মটি ব্যবহার করতে পারেন। যেমনঃ site:apple.com
আপনার নিস রিলেটেড সাইট খুঁজে বের করার জন্য আপনি এই সার্চ টার্মটি ব্যবহার করতে পারেন। যেমনঃ related:apple.com
১১) intitle:
আপনি যে শব্দটি খুঁজে বের করতে চাইছেন সেই শব্দ এই পেরামিটারে দিলেই সার্চ ইঞ্জিন ঐ শব্দ ব্যবহার হইসে এমন সার্চ রেজাল্ট গুলো আপনাকে দেখাবে। যেমনঃ intitle:apple
১২) allintitle:
intitle এর মতন কিন্তু এই সার্চ টার্মের মাধ্যমে আপনি টাইটেল ট্যাগে যেই ওয়ার্ড বা কীওয়ার্ড দেখতে চান সার্চ রেজাল্টস এ তাই খুঁজে নিয়ে আসবে। যেমনঃ allintitle:apple iphone
১৩) inurl:
আপনি যদি নির্দিষ্ট কোনো শব্দ ইউআরএল এ চান তবে “inurl” সার্চ টার্মটি ব্যবহার করতে পারেন। যেমনঃ inurl:apple
১৪) allinurl:
inurl এর মতন হলেও “allinurl”এ আপনি যে শব্দ ইউআরএল এ চাচ্ছেন সেই শব্দ ইউআরএল এ থাকবে। যেমনঃ allinurl:apple iphone
১৫) intext:
আপনি ওয়েবপেজ এর মধ্যে কোনো নির্দিষ্ট ওয়ার্ড খুঁজলে এই পেরামিটার ব্যবহার করতে পারেন। ধরুন আপনি কোনো ওয়েবপেজ এ apple শব্দটি খুঁজছেন। তাহলে আপনার intext apple শব্দ টি দিয়ে সার্চ করলেই সার্চ রেজাল্টস এ তা দেখাবে। যেমনঃ intext:apple
১৬) allintext:
intext এর মতন কিন্তু আপনি যেই বাক্য দিয়ে সার্চ দিবেন সার্চ ঐ বাক্য খুঁজে বের করতে allintext সার্চ টার্মটি ব্যবহার করতে পারেন। যেমনঃ allintext:apple iphone
১৭) stocks:
স্টক ইনফো জানার জন্য এই পেরামিটার ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ stocks:aapl
১৮) map:
গুগল এ যেকোনো নির্দিষ্ট লোকেশন জানার জন্য এই সার্চ টার্মটি ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ map:silicon valley
১৯) in
এই পেরামটারটি আপনি মুদ্রা/ওজন/তাপমাত্রা কনভার্ট এর জন্য ব্যবহার করতে পারবেন। যেমনঃ $329 in GBP
২০) source:
নিউস রেজাল্ট জানার জন্য এই পেরামটার ব্যবহার করা হয়। যেমনঃ apple source:the_verge
২১) inanchor:
এই পেরামিটার দিয়ে আপনি এংকর টেক্সট খুঁজে বের করতে পারবেন। ধরুন কোনো নির্দিষ্ট এংকর টেক্সট “apple” or “iphone” খুঁজতে হলে আপনাকে “inanchor” পেরামিটার ব্যবহার করতে পারেন।
যেমনঃ inanchor:apple iphone
২২) allinanchor:
inanchor এর মতন কাজ করে তবে নির্দিষ্ট কোনো শব্দ বা শব্দের-অংশ খুঁজে বের করতে সাহায্য করে থাকে। যেমনঃ allinanchor:apple iphone
২৩) blogurl:
নির্দিষ্ট কোনো ওয়েবসাইট খুঁজে পেতে এই সার্চ টার্মটি সহায়তা করে থাকে। যেমনঃ blogurl:microsoft.com
২৪) loc:placename
নির্দিষ্ট এলাকা খুঁজে পেতে আপনি এই সার্চ টার্মটি ব্যবহার করতে পারেন। যেমনঃ loc:”san francisco” apple
২৫) +
আপনি এক্সাক্ট ম্যাচ করে এমন সিঙ্গেল ওয়ার্ড অথবা phrase চাচ্ছেন তাহলে আপনি এই পেরামটার ব্যবহার করতে পারেন। যেমনঃ jobs +apple
আপনি উপরের সার্চ পেরামিটার গুলা ব্যবহার করে খুব সহজেই অল্প সময় সার্চ করতে পারেন। তবে মনে রাখবেন গুগল পেরামিটার খুব দ্রুত চেঞ্জ করে ফেলে বা কাজ করে না। তাই নতুন নতুন পেরামিটারস জানতে আমাদের সাথেই থাকুন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023
ধন্যবাদ ভাই। খুব দরকারি তথ্য