গুগলের সম্ভাব্য এলগোরিদম আপডেট – ১ আগস্ট – ২০১৯

গুগল সম্ভবত একটা মাইনর এলগোরিদম (under their Core Algo Update) আপডেট এনেছে।

গুগল কনফার্ম করেনি কোনকিছু – তবে Mozcast এবং SEMrush Sensor কিন্তু একটা আপডেটের আভাস দিচ্ছে।

পাশাপাশি আজকেই গুগল তাদের ব্লগে Freshness Algorithm এবং Core Update নিয়ে লম্বা দুইটা পোস্ট দিয়েছে, সম্ভবত ওই আপডেটের সূত্র ধরেই।

আমার মনে হয় – এই আপডেটটা গুগলেরই একটা এক্সাম্পল এর মাধ্যমে স্পষ্ট –

“One way to think of how a core update operates is to imagine you made a list of the top 100 movies in 2015. A few years later in 2019, you refresh the list.” – 1 August, 2019.

সুতরাং এই আপডেট এবং এর উপর বেস করা গুগলের পোস্ট থেকে দুটি জিনিস পাওয়া গেলো যা আমরা আমাদের ওয়েবসাইটগুলো এপ্লাই করতে পারি।

১। পুরনো কন্টেন্ট নিয়মিত আপডেট করবেন। শুধু ইমেজ অথবা লিঙ্ক বসানো অথবা বাদ দেয়া – এমন আপডেট না। কিছু ইনফরমেশন, স্ট্যাটস অথবা সাপ্রতিক নিউজ এমন কিছু দিয়ে আপডেট করা উচিত সব পোস্ট।

২। যখন একটা কন্টেন্ট পাবলিশ করবেন আপনার সাইটে; তখন নিজেকে প্রশ্ন করবেন একজন সার্চ ইঞ্জিন রেটার (যারা ম্যানুয়ালি গুগলের প্রথম পেজে থাকা ওয়েবসাইটগুলোকে এনালাইজ করে গুগল রোবটকে সঠিক ডাটা/রেজাল্ট শো করতে সহায়তা করে) হিসেবে যে – এই কন্টেন্টের রেটিং কতো হওয়া উচিত? যে কন্টেন্ট লিখেছে তার এক্সপার্টাইজ কেমন এই বিষয়ে? এই কন্টেন্টটা দিয়ে একজন ভিজিটর সত্যিই উপকৃত হবে কি? E.A.T ম্যাটারস।

 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap