গত শুক্রবার থেকে একটা আপডেটের কথা শুনা যাচ্ছে যদিও গুগল এটা কনফার্ম করেনি। কারো ট্রাফিক ড্রপ করেছে, কারোরটা বেড়েছে। তবে আজকে এটা নিয়ে কথা বলবো না। চলুন এই আপডেটগুলোর ভিতরের খবর জেনে আসি।
📂 গুগলের আপডেট পৃথিবীর সব ওয়েবসাইটে প্রয়োগ হতে যেমন সময় লাগে; তেমনি একটা সাইট পেনাল্টি খেয়েছে কিনা সেটা বোঝার জন্যেও সময় দিতে হয়। পাশাপাশি, মাইনর পেনাল্টি থেকে রিকভার করতেও একটু সময় লাগে। এই গুগল আপডেটে ড্রপ করা অথবা ভুল করে ড্রপড হওয়া অথবা ড্রপড হওয়ার পর রিকভারি এবং পুরো প্রক্রিয়ার সময় ও প্রসেসটা নিয়ে অনেক রিসার্স হয়েছে।
📂শুধুমাত্র ট্রাফিকের আপস – ডাউন এবং গুগল এলগোরিদম রিসার্চার এরিক ল্যাঞ্চারস ( twitter.com/ericlancheres) এর মতে গুগুলের একটা এলগো আপডেট মূলত ৩টা স্টেপ ফলো করে।
👉🏾 ১। গুগল প্রথমে তাদের এলগোরিদম ওয়ার্ল্ডওয়াইড সব সাইটের জন্যে (অথবা নির্দিষ্ট নিশের জন্যে) চালু করে।
👉🏾 ২। অনেক ভালো সাইট ( ভালো কন্টেন্ট এবং লিঙ্ক সমৃদ্ধ) ও এফেক্টেড হয়। এটা একটা ন্যাচারাল প্রসেস। কারণ একটা এলগোরিদম সমস্ত পৃথিবীতে পুরোপুরি প্রয়োগ করার আগে গুগল নিজেও বুঝতে পারে না যে এইটার ফলাফল কি হতে পারে।
👉🏾 ৩। গুগল ৩য় ধাপে (আপডেটের কিছু দিন পর – ১ সপ্তাহ অথবা ১/২ মাস পর) মাইনর এলগোরিদমিক চেঞ্জ আনে অথবা এক্সিস্টিং এলগোরিদমকে টুইক করে যাতে করে অনিচ্ছাকৃত যেসব ভালো সাইট এফেক্টেড হয়েছে সেগুলা যাতে আগের র্যাঙ্কিং ফিরে পায়। এই স্টেপে আবার উল্টাটাও হতে পারে – যেমন উপরের ২য় ধাপে একটা লো কোয়ালিটি সাইট সারভাইভ করে যেতে পারে, কিন্তু সে লাস্ট স্টেজে মাইনর টুইক করা এলগোতে ধরা খায়।
📂 এরিকের মতে ইদানীং যতো আপডেট আনছে গুগল; স্পেসিফিক্যালি যেসব সাইট পেনাল্টি খাচ্ছে; এর সবই প্রায় ৩টা জিনিস দিয়ে সরাসরি এফেক্টেড। যেমন –
১। লিঙ্ক এর পাওয়ার।
২। লিঙ্ক এর অথরিটি।
৩। লিঙ্ক এর এঙ্কর টেক্সট।
এইটা নিয়ে বানানো ইমেজ নিচে – (এরিক ল্যাঞ্চারস এর বানানো)

📂 মানে, আপনার লিঙ্ক এর পাওয়ার যদি কম থাকে (মানে নফলো অথবা ডফলো কিন্তু সরাসরি আপনার পিলার কন্টেন্ট এ দেয়া না) এবং যে সাইট থেকে লিঙ্ক পেয়েছেন সেটার অথরিটি যদি বেশি থাকে, এবং এঙ্কর টেক্সট যদি কমার্শিয়াল না হয়; তবে আপনি পুরোপুরি সেইফ।
📂অন্যদিকে, লিঙ্ক এর পাওয়ার বেশি, অথরিটি বেশি, কিন্তু এঙ্কর টেক্সট মোটামোটি কমার্শিয়াল – তখন আপনার পেনাল্টি খাওয়ার সম্ভাবনা আছে কিছুটা। কিন্তু রিসার্স ডাটা যদি দেখি – তবে স্টিল আপনি সেইফ।
📂আবার, লিঙ্ক এর পাওয়ার বেশি (ডিরেক্ট পিলার কন্টেন্টে ডফলো) , অথরিটি বেশ কম ( Links from Poor Quality Site), এবং এঙ্কর টেক্সট পুরাই কমার্শিয়াল (Best Show Off Clowns in Dhaka); তাইলে আপনার সাইট গুগল আপডেটে পেনাল্টি খাওয়ার সম্ভবনা ৯০% এরও বেশি। 🙂
📂 একটা জিনিস খেয়াল করেন, কন্টেন্ট ভালো না হলে কিন্তু আপনি ভালো র্যাঙ্ক করতে পারবেন না এটা সত্য; এবং র্যাঙ্ক পেলেও সেটা লস করবেন; কিন্তু পেনাল্টি খাবেন না ( যদি থিন কন্টেন্ট না থাকে আর কি)। কিন্তু লিঙ্ক এর এদিক সেদিক হলেই ধরা। 🙂
ভালো থাকবেন। শেয়ার করবেন। প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।
- ব্লগিং এবং এফিলিয়েট মার্কেটিং এর জন্যে কাজের ১০টি টুলস - November 16, 2023
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
Such a piece of amazing information made by the SEO guru of Bangladesh (Nasir Uddin Vai). Thank you so much and may God bless you. You have no idea sir, what have you done for us?? This is remarkable. I wanna say you something, If you exist Then we exist, If you are not in the field, then we will fall down. Thanks, Sir.
I hope my contents help you people. 🙂 Love you all.
ভাইয়া। আমি একটি নতুন সাইট চালু করেছি। সাইটটি যদি ফ্রি বেসিকস এ এড করি তবে কি সেটা সার্চ র্যাঙ্কিং এ কোনো প্রভাব ফেলবে?
ফ্রি বেসিকস বলতে? কিসের ফ্রি ব্যাসিক? বুঝি নাই আপনার প্রশ্ন!
আমার সাইটে নরমাল কনটেন্ট এবং dw question প্লাগিন দিযে question answer content পেজ খুলেছি। question গুলো খুব ছোট ছোট মানে text কম। এখন কী এটার জন Ranking খারাপ করবে?