গুগল আপডেট – মার্চ – এপ্রিল – মে – জুন ২০১৯ (এলগরিদম এবং ফিচার)

২০১৯ সালের প্রথম কয়েক মাসে গুগল যেসব আপডেট এনেছে সেগুলার একটা ব্রিফ দেয়ার চেষ্টা করেছি।

মন দিয়ে পড়ুন এবং শেয়ার করুন।


১। গুগল মার্চ এবং এপ্রিলের প্রথম দিকে অনেক সাইট এবং পেজকে ডি-ইনডেক্স করে দিয়েছিল। এপ্রিলের ১১ তারিখে তারা এটা পুরোপুরি সমাধান করেছে।
২। এখন থেকে আপনাকে গুগল ওয়েবমাস্টার টুলস এ Preferred Domain সেট করতে হবে না। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট Canonical Tag-ই সঠিক URL -ভার্সন পিক করতে যথেষ্ট গুগলের জন্যে।
৩। যেসব পেজের কন্টেন্ট তেমন ভালো না; সেগুলোকে অন্য পেজে রিডাইরেক্ট না করে কন্টেন্ট বাড়ান, টপ-নচ করে ফেলুন এক্সিস্টিং কন্টেন্টকেই।
৪। গুগল এখন থেকে অডিও কন্টেন্ট বুঝতে পারে। পডকাস্ট এর মধ্যে আমরা যেসব কথা বলবো, সেগুলো গুগল বুঝতে পারে, ইনডেক্স করে এবং সে অনুযায়ী র‍্যাঙ্কও করে। আমার ব্যাক্তিগত মতামত – গুগল শিগগিরই ভিডিও এর মধ্যে আমরা যা বলি সেগুলোও ইনডেক্স করবে এবং সে অনুযায়ী একটা ভিডিওকে র‍্যাঙ্ক করার চেষ্টা করবে।
৫। মে – ৯ তারিখে একটা মাইনর এলগো আপডেট হয়েছে। কি কি আপডেট হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।
৬। গুগল FAQ এবং HOW-To স্কিমা ট্যাগ চালু করেছে।
৭। গুগল পেজ স্পিড টুলস এর ডিজাইন চেঞ্জ হয়েছে। Lighthouse থেকে ডাটা নিয়ে রেজাল্ট দেখাবে সে।
৮। ক্যাশ ডেটই সর্বশেষ ইনডেক্স ডেট নয়।
৯। গুগলের ফ্রেশনেশ এলগোরিদম অনেক পাওয়ারফুল হচ্ছে দিন দিন।
১০। ট্যাব অথবা একরডিওন এর মধ্যে আমরা যেসব কন্টেন্ট লুকিয়ে রাখি বা ইউজারকে ক্লিক করে যেসব কন্টেন্ট দেখতে হয় সেগুলো গুগল সার্পে দেখাবে না।
১১। ক্যাটাগরি অথবা ট্যাগ পেজে যেসব কন্টেন্ট ডুপ্লিকেট হয়; সেগুলো নিয়ে চিন্তা করে বারণ করেছে গুগল। কারণ গুগল বুঝে যে এইগুলো খুবি নরমাল সারা ইন্টারনেট স্পেসে।
১২। মোবাইল থেকে কিছু সার্চ দিলে গুগল এখন থেকে ওই ওয়েবসাইটের Favicon শো করবে সার্চ রেজাল্টের বাম পাশে।
১৩। ৩ জুন – ২০১৯ সালে নতুন একটা আপডেট এনেছে গুগল। একটা ওয়েবমাস্টার লাইভ ভিডিওতে গুগল স্বীকার করেছে যে এই আপডেটটা অনেকটাই ট্রাস্ট (E.A.T.) নির্ভর।
১৪। নতুন ডোমেইন কেনার আগে সেটার কন্টেন্ট arhive.org দিয়ে দেখে নেয়ার কথা বলেছে গুগল।
১৫। নেগেটিভ লিঙ্ক Disavow করলে গুগল সেটা ইন্সটান্টলি প্রসেস করে, কিন্তু ওয়েবমাস্টার-এ শো হতে বেশ সময় নেয়। এটা নরমাল।
১৬। HTTPS দিন দিন আরও স্ট্রং র‍্যাঙ্কিং সিগনাল হিসেবে বিবেচনা করছে গুগল।
১৭। কোন কিওয়ার্ড এর জন্যে গুগল একটা ওয়েবসাইট থেকে ২টার বেশি রেজাল্ট শো করবে না এখন থেকে।
১৮। টাইটেল ট্যাগ আরও বেশি মিনিংফুল এবং ইন্টারেস্টিং করার কথা বলেছে গুগল। কারণ গুগল স্বীকার করেছে যে, Title Tag র‍্যাঙ্কিং এর জন্যে এখনও তারা কন্সিডার করে ভালোভাবেই।


পোস্টটা একটু হলেও কি আপনার নতুন কিছু জানতে হেল্প করেছে?

তাহলে শেয়ার করুন বিভিন্ন গ্রুপ/পেজ এবং বন্ধুদের সাথে।

কারণ, শেয়ারিং ইজ কেয়ারিং!

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap