💥 – খবর ০১ – 💥
লোকাল এসইও নিয়ে যারা কাজ করেন, আমার মনে হয় ফেইক এড্রেস, ফেইক রিভিউ এবং ফেইক ন্যাপ এর দিন শেষ। শুধু শুধুই আপনি টাকা নষ্ট করছেন এইগুলো করে।
🍀 চলুন দেখে আসি গত কয়েক সপ্তায় এই ফেইক লোকাল ইস্যুগুলাকে নিয়ে গুগলের প্রতিক্রিয়া কি!

– গুগল ৪০ লক্ষ ফেইক বিজনেস প্রোফাইল রিমুভ করেছে।
– ৭৫০ লক্ষ ফেইক রিভিউ রিমুভ করেছে গুগলের বিভিন্ন ম্যাপ পেজ থেকে।
– ২ লক্ষ ৫৮ হাজার প্রোফাইল রিমুভ হয়েছে শুধু মাত্র রিপোর্ট খাওয়ার কারণে। 🙂
– ৫ লক্ষ ৮০ হাজার রিভিউ রিমুভ করা হয়েছে শুধু মাত্রা রিপোর্ট খাওয়ার কারণে।
– প্রায় ১ কোটি ছবি এবং ৩০ লক্ষ এর মতো ভিডিও রিমুভ করা হয়েছে ম্যাপ থেকে।
– লোকাল এসইও এর জন্যে করা এবং ম্যাপ বানানো হয়েছে এমন প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার ইমেইল একাউন্ট ডিজেবল এবং রিমুভ করা হয়েছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গুগলের কন্ট্রিবিউটরদের সাহায্যে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সুতরাং লোকাল এসইও যারা করছেন, একটু সাবধান থাকবেন। সোর্স – Google Blog
💥- খবর ২ – 💥
বিং তাদের ওয়েবমাস্টার টুলস এ অনেক আপগ্রেড আনছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে সেগুলো স্ট্যাবল রিলিজড হবে। অনেকটা গুগলের সার্চ কনসোলের মতো একটা লুকে দেখা যাবে বিং এর ওয়েবমাস্টারের ড্যাসবোর্ড।
আপনি যদি নতুন ড্যাশবোর্ড এক্সেস করতে চান; তাহলে এই লিঙ্ক এ গিয়ে সাইন ইন করুন – New Bing Webmaster Tools
🍀 নতুন কি কি পাবেন বিং ওয়েবমাস্টার টুলস এ?
– আপনার সাইটের কিওয়ার্ডস, র্যাঙ্কড পেজ, ইম্প্রেশন, ক্লিক্স, সিটিআর এবং এভারেজ পজিশন (যেমনটা আমরা গুগলের কনসোলে দেখতে পাই)।
– ব্যাকলিঙ্কস ডাটা (রেফারিং ডোমেইন, রেফারিং পেজ, এঙ্কর টেক্সট এবং একটা সাইট থেকে ঠিক কতটা ব্যাক্লিঙ্ক পেয়েছেন – এইসব)।
আশা করি আপনাদের এই ডাটা এবং ফিচারগুলো কাজে লাগবে।
শেয়ার করে ছড়িয়ে দিন আপনার গ্রুপ, পেজ এবং প্রোফাইলগুলোতে।
- ব্লগিং এবং এফিলিয়েট মার্কেটিং এর জন্যে কাজের ১০টি টুলস - November 16, 2023
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
ধন্যবাদ ভাই। গুগল এবং বিং সম্পর্কে নতুন কিছু জানতে পারলাম।
khubi helpful ekti post. thamks for share it.