অনেকের প্রশ্ন গুগল কেন এত্ত আপডেট দিচ্ছে? চলুন জেনে নেয়া যাক।
গুগল এই বছর ৩/৪ তা core আপডেট দিয়েছে। core আপডেট গুলা অনেক বড় ছিল। তাই পরবর্তীতে দেখা গেলো খারাপ ওয়েবসাইট এর পাশাপাশি অনেক ভালো অথরিটি ওয়েবসাইট রাঙ্কিং ধস নামতে। তখন গুগল তার ঐ আপডেট গুলার ভুল ত্রূটি সংশোধন করতে ছোট ছোট আপডেট দিচ্ছে যাতে ভালো ওয়েবসাইট গুলা ক্ষতিগ্রস্ত না হয়। এই ছোট ছোট আপডেট গুলা গুগল baby algorithm বলে থাকে। কিন্তু গুগল থেকে আজও বলা হয়নি এই baby algorithm কি ? বা কিসের জন্য ওয়েবসাইট গুলোতে হিট করে ! Google এর পক্ষে Gary Illyes baby algorithm কথার স্ক্রিনশট নিচে দিয়ে দিলাম।


একটা বাস্তব উদাহরণ দেই, বাংলাদেশে মোবাইল প্রথমে আমরা নকিয়া ৩৩০০ বা ৩৩১০ বার ফোন ব্যবহার করেছি তখন কিন্তু আমরা চিন্তা করি নাই এক সময় স্মার্ট ফোন আমাদের হাতে হাতে থাকবে। সব কিছুই আপডেটের কারণেই আমরা প্রজক্তির ছোয়া পাচ্ছি।
তাই হা হুতাশ না করে সঠিক পন্থায় কাজ করে যান অবশ্যই ভালো কিছুই হবে। 🙂
- ২০২৪-এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ? - June 21, 2023
- ভাইরাল মার্কেটিং: ২০২৪ সালে নতুন সাফল্যের উপায়? - June 21, 2023
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মার্কেটিং: প্রয়োজনীয়তা ও সুযোগ - June 21, 2023