গুগলের November 2021 Spam Update চলছে। যারা লিঙ্ক স্প্যাম এবং কন্টেন্ট স্প্যাম থেকে দূরে আছেন অলরেডি; তাদের চিন্তার কিছু নেই।
এই আপডেটটা গুগলের কোর আপডেটের মতো এতো ব্যাপক নয় – তবে একদম স্প্যাম ফোকাসড। সুতরাং ভুজুংভাজুং দেয়া সাইটের জন্যে অশনি-সংকেত বলা যেতে পারে।
As part of our regular work to improve results, we've released a spam update to our systems. This November 2021 spam update should be fully rolled out within a week. We encourage sites to follow our best practices for Search: https://t.co/jK3ArQmTqT
— Google SearchLiaison (@searchliaison) November 3, 2021
গুগল স্প্যাম আপডেট এবং গুগল কোর আপডেটের মধ্যে পার্থক্যটা কি আসলে?
স্প্যাম আপডেটঃ আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো গুগলের কন্টেন্ট গাইডলাইন ফলো করে করা হয়েছে কিনা সেটা দেখে।
কোর আপডেটঃ আপনার ওয়েবসাইটের ওভারঅল কোয়ালিটি অ্যাডজাস্ট করে এবং লিঙ্ক থেকে শুরু করে কন্টেন্ট, সাইটের UX, ইনফরমেশন কোয়ালিটি গ্রেড – সবকিছু বিচার করে।
যারা স্প্যাম করছেন, নিচের লিস্টটা আপনার এসইও মেথড এর সাথে ক্রসচেক করে নিবেন যে ভুল করে হলেও এর যেকোন একটা আপনি অথবা আপনার এজেন্সি এপ্লাই করছে কিনা আপনার সাইটে।
যদি করে থাকে – তাহলে হয়তো এই আপডেটে ধরা খেয়ে গেছেন অলরেডি।
গুগুলের ওয়েবসাইট স্প্যাম চেকলিস্টঃ
- Automatically generated content
- Participating in link schemes
- Creating pages with little or no original content
- Cloaking
- Sneaky redirects
- Hidden text or links
- Doorway pages
- Scraped content
- Participating in affiliate programs without adding sufficient value
- Loading pages with irrelevant keywords
- Creating pages with malicious behavior, such as phishing or installing viruses, trojans, or other badware
- Abusing structured data markup
- Sending automated queries to Google
যদি আপডেটের গ্যাঁড়াকলে পরে যান – তাহলে একটু ধৈর্য ধরে সব ঠিক ঠাক করেন। সব ফিক্স করতে পারলে নেক্সট আপডেটে আবার রিকভার হয়ে যাওয়ার কথা।
শেয়ারিং ইজ কেয়ারিং 🙂
ধন্যবাদ।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021