গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে?

গুগলের November 2021 Spam Update চলছে। যারা লিঙ্ক স্প্যাম এবং কন্টেন্ট স্প্যাম থেকে দূরে আছেন অলরেডি; তাদের চিন্তার কিছু নেই। 

এই আপডেটটা গুগলের কোর আপডেটের মতো এতো ব্যাপক নয় – তবে একদম স্প্যাম ফোকাসড। সুতরাং ভুজুংভাজুং দেয়া সাইটের জন্যে অশনি-সংকেত বলা যেতে পারে। 

গুগল স্প্যাম আপডেট এবং গুগল কোর আপডেটের মধ্যে পার্থক্যটা কি আসলে? 

স্প্যাম আপডেটঃ আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো গুগলের কন্টেন্ট গাইডলাইন ফলো করে করা হয়েছে কিনা সেটা দেখে। 

কোর আপডেটঃ আপনার ওয়েবসাইটের ওভারঅল কোয়ালিটি অ্যাডজাস্ট করে এবং লিঙ্ক থেকে শুরু করে কন্টেন্ট, সাইটের UX, ইনফরমেশন কোয়ালিটি গ্রেড – সবকিছু বিচার করে। 

যারা স্প্যাম করছেন, নিচের লিস্টটা আপনার এসইও মেথড এর সাথে ক্রসচেক করে নিবেন যে ভুল করে হলেও এর যেকোন একটা আপনি অথবা আপনার এজেন্সি এপ্লাই করছে কিনা আপনার সাইটে। 

যদি করে থাকে – তাহলে হয়তো এই আপডেটে ধরা খেয়ে গেছেন অলরেডি। 

গুগুলের ওয়েবসাইট স্প্যাম চেকলিস্টঃ 

যদি আপডেটের গ্যাঁড়াকলে পরে যান – তাহলে একটু ধৈর্য ধরে সব ঠিক ঠাক করেন। সব ফিক্স করতে পারলে নেক্সট আপডেটে আবার রিকভার হয়ে যাওয়ার কথা। 

শেয়ারিং ইজ কেয়ারিং 🙂 

ধন্যবাদ। 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap