আজকের টপিকটা একটু ভিন্ন। আপনারা জানেন গুগল প্রতিনিয়ত আপডেট দিচ্ছে। সেই আপডেটের সাথে খাপ খাওয়াতে আমাদেরকেও প্রচুর কাজ করতে হয়। এমনও দেখা যায় আপনি কাজ করে সাইটটি ঠিক থাক করলেন আবার গুগল অন্য আরো একটি আপডেট নিয়ে হাজির হয়ে যায়। এই সব আপডেট গুলাতে সব থেকে ক্ষতিগ্রস্ত সাইট গুলাই হচ্ছে এফিলিয়েট সাইট।
তাই এর থেকে পরিত্রান পেতে আমরা যারপর নাই চেষ্টা করে থাকি। কিন্তু একবারও আমরা মাথা খাটিয়ে দেখি না সমাধান গুলা কিন্তু আমাদের হাতের কাছেই আছে। চলুন আগে জেনে নেই গুগল এই ১ বছরে কি কি আপডেট দিলো, তারপর আমরা জানবো কিভাবে মাথা খাটাতে হবে।
গুগল এর ১ বছরের কোর আপডেট
২০২০ সাল মে ০৪ “May 2020 Core Update” লিংক: https://prnt.sc/1t7cwv3
২০২০ সাল ডিসেম্বর ০৩ “Google Confirms Rollout of Core Algorithm Update” লিংক: https://prnt.sc/1t79nwe
২০২১ সাল ফেব্রুয়ারি ১০ “Passage Ranking” লিংক: https://prnt.sc/1t79uq0
২০২১ সাল এপ্রিল ০৮ “Product Reviews Update” লিংক: https://developers.google.com/search/blog/2021/04/product-reviews-update
২০২১ সাল জুন ০২ “Broad Core Algorithm Update” লিংক: https://prnt.sc/1t7a3h3
২০২১ সাল জুন ১০ “Victims Protection” লিংক: https://blog.google/products/search/when-and-why-we-remove-content-google-search-results/
২০২১ সাল জুন ২১ “Page Experience Update” লিংক: https://developers.google.com/search/blog/2021/04/more-details-page-experience
২০২১ সাল জুন ২৩ “June 2021 Spam Update” লিংক: https://prnt.sc/1t7aumy
২০২১ সাল জুন ২৮ “Spam Update Part 2” লিংক: https://prnt.sc/1t7b3cw
২০২১ সাল জুলাই ১ “July 2021 Core Update” লিংক: https://prnt.sc/1t7b8c7
২০২১ সাল জুলাই ২৬ “Google Link Spam Algorithm Update” লিংক: https://developers.google.com/search/blog/2021/07/link-tagging-and-link-spam-update
এই কোর আপডেট গুলা লক্ষ্য করলে দেখবেন যে মোটামোটি কিছু বিষয় একই যেমনঃ কনটেন্ট ইস্যু, পেজ এক্সপেরিন্স, ব্যাকলিংক ইস্যু, E.A.T ইস্যু।
কিভাবে মাথা খাটাবো
আপনি লক্ষ্য করে দেখেন যে আপনার একই নিশে কোন কোন সাইটটি winner আপডেট এরপর আপনি যদি সেইরকম সাইট খুঁজে বের করতে পারেন তবে আপনি তাদের ফলো করতে থাকেন। তারা কি কি করেছে ? E.A.T ইস্যু এর জন্য কিভাবে About পেজ দিয়েছে কিভাবে সোশ্যাল মিডিয়া সাজিয়েছে? কিভাবে কনটেন্ট স্ট্রাকচার ও সাইলো স্ট্রাকচার করেছে। ব্যাকলিংক কথা থেকে নিচ্ছে।
এইগুলা নিয়ে যদি আপনি মাথা খাটাতে পারেন তবে আপনিও উইনারদের তালিকায় থাকবেন।
আমি কিছু সাইট এর Ahrefs ডাটার স্ক্রিনশটসহ সাইট লিংক দিচ্ছি যাতে আপনারা মাথা খাটাতে পারেন ও নিজের সাইট এ কাজ করতে পারেন।
সাইট-০১: gadgetreview.com স্ক্রিনশট লিংক: https://prnt.sc/1t4i98e
সাইট-০২: bestreview.com স্ক্রিনশট লিংক: https://prnt.sc/1t4kthd
সাইট-০৩: rookieroad.com স্ক্রিনশট লিংক: https://prnt.sc/1t4lu6h
মাল্টিনিশ সাইট দিলাম যাতে আপনাদের নিস্ গুলার সাথে কোনো না কোনো ভাবে ম্যাচ করে। তবে বলা রাখা ভালো এমন অনেক মাল্টি নিশ সাইট কিন্তু গুগল আপডেট এ মাটির সাথে মিশিয়ে দিয়েছে।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023