গেস্ট পোস্টিং। A টু Z গাইডলাইন

গেস্ট পোস্ট হচ্ছে আপনার রিলেভেন্ট সাইট/ নিস থেকে আর্টিকেল দিয়ে লিংক নেয়া। অন্যভাবে বলতে গেলে, অন্য কোনো ব্লগ সাইট এর জন্য আপনি গেস্ট রাইটার হয়ে আপনার রিলেভেন্ট নিস ওয়েবসাইট এ আপনি লিংক নিবেন।
গেস্ট পোস্ট একটি মাধ্যম যার মাধ্যমে আপনি অন্যের ব্লগের আর্টিকেল লিখে দিয়ে বিনিময়ে লিংক পাবেন।

১) যেভাবে গেস্ট পোস্ট খুঁজে পাবেন?

স্টেপ-০১: গেস্ট পোস্ট খোঁজার পেরামিটার :

গেস্ট পোস্ট খুঁজে পাবার জন্য আপনি কিছু পেরামিটার ব্যবহার করতে পারেন যেমনঃ “keyword” + “write for us” গুগলের সার্চ বারে এই পেরামিটার আপনি ব্যবহার করে সহজেই গেস্ট পোস্ট সাইট গুলা খুঁজে নিতে পারেন।
এই পেরামিটার ছাড়াও আরো কিছু পেরামিটার আছে যা নিচে একটি লিস্ট আকারে দেয়া হলো;
Your Keyword “guest post”
Your Keyword “write for us”
Your Keyword “guest article”
Your Keyword “guest post opportunities”
Your Keyword “this is a guest post by”
Your Keyword “contributing writer”
Your Keyword “want to write for”
Your Keyword “submit blog post”
Your Keyword “contribute to our site”
Your Keyword “guest column”
Your Keyword “submit content”
Your Keyword “submit your content”
Your Keyword “submit post”
Your Keyword “This post was written by”
Your Keyword “guest post courtesy of ”
Your Keyword “guest posting guidelines”
Your Keyword “suggest a post”
Your Keyword “submit an article”
Your Keyword “contributor guidelines”
Your Keyword “contributing writer”
Your Keyword “submit news”
Your Keyword “become a guest blogger
“Your Keyword “guest blogger”
Your Keyword “guest posts wanted”
Your Keyword “looking for guest posts”
Your Keyword “guest posts wanted”
Your Keyword “guest poster wanted”
Your Keyword “accepting guest posts”
Your Keyword “writers wanted”
Your Keyword “articles wanted”
Your Keyword “become an author”
Your Keyword “become guest writer”
Your Keyword “become a contributor”
Your Keyword “submit guest post”
Your Keyword “submit an article”
Your Keyword “submit article”
Your Keyword “guest author”
Your Keyword “send a tip”
Your Keyword inurl: “guest blogger”
Your Keyword inurl: “guest post”
allintitle: Your Keyword + guest post

স্টেপ-০২: ছবি দিয়ে গেস্ট পোস্ট সাইট বের করবেন যেভাবে:
এমন কাউকে খুঁজে বের করুন যে কিনা আপনার নিস রিলেটেড সাইটগুলাতে অনেক গেস্ট পোস্ট করেছে। আপনি কি করে তাদের পেতে পারেন ? আপনি মিডিয়াম/বাজফিড/wikihow এমন সাইট গুলা থেকে পেতে পারেন। ধরুন আপনি তেমন কেউকে পেয়ে গেছেন তাহলে আপনি তার ছবির ইউআরএল কপি করে গুগল ইমেজ সার্চে ইউআরএল পেস্ট করে দেন। সে যত জায়গায় গেস্ট পোস্ট করেছে সব সাইট আপনি পেয়ে যাবেন।
স্টেপ -০৩: টুইটার সার্চের মাধ্যমে :
টুইটার সার্চের মাধ্যমে আপনি গুগল থেকেও ভালো গেস্ট পোস্টিং সাইট পেতে পারেন। ভাবছেন কি করে করবেন? প্রথমেই আপনি টুইটার সার্চ এ যাবেন তারপর আপনি সার্চ বক্সে “keyword” “Guest Post” লিখে সার্চ দেন। দেখবেন আপনার কীওয়ার্ড রিলেটেড অনেক সাইট হাজির।
স্টেপ-০৪: কম্পিটিটর লিংক বিশ্লেষণ করে:
কম্পিটিটর ব্যাকলিংক এনালাইসিস করার মাধ্যমে আপনি সহজেই গেস্ট পোস্ট সাইট গুলা খুঁজে নিতে পারেন।
চলুন জেনে নেই কিভাবে খুঁজে পাবেন?
Ahrefs এর সাইট এক্সপ্লোরার এ আপনার সাইটটি ইউআরএল দেন। তারপর এন্টার চাপুন।
– হাতের বাম পাশে ব্যাকলিংক বা রেফারেল ডোমেইন ক্লিক করুন অথবা ব্যাকলিংক লিখাতে ক্লিক করুন।
-তারপর আপনি “One link per Domain” সিলেক্ট করেন।
– সব ব্যাকলিংক গেস্ট পোস্ট রিলেটেড না হলেও আপনি ১০ মিনিট এর মধ্যে অথরিটি গেস্ট পোস্ট সাইট গুলা খুঁজে পেয়ে যাবেন।
এই টেকনিক এ আপনি যেসকল সাইট খুঁজে পাবেন তারা বেশির ভাগ বলে কয়ে গেস্ট পোস্ট করাচ্ছে না মানে “write for us” সাইট না। তাই রিভার্স ইঞ্জিনিয়ার এর মাধ্যমে আপনি সহজেই হাই-অথরিটি গেস্ট পোস্ট সাইট খুঁজে পেতে পারেন।
স্টেপ-০৫: ইমেইল আউটরিচ :
একটু অ্যাডভান্স টেকনিক এখন শেয়ার করবো। ধরুন আপনি গেস্ট পোস্ট করতে পারলেন এবং ওই পোস্টে অন্যান্য ব্লগারদের কমেন্ট করছে ব্লগ কমেন্ট সেকশন এ। আপনি প্রতিটি কমেন্টের উত্তর দিন। তারপরে ঐ সকল ব্লগারদের মেইল করে তাদের সাথে সম্পর্ক তৈরী করুন ও তাদের সাইট এ গেস্ট পোস্ট করার একটি সুযোগ তৈরী করুন। কারণ আপনার গেস্ট পোস্ট ভালো লেগেছে বলেই কিন্তু তারা কমেন্ট করছে। যেভাবে মেইল করতে পারেন;

ইমেইল টেমপ্লেট

Hey [Name],
Thanks for taking the time to comment on my guest post at [Website]. I never thought of the fact that [Insert something they said in the comment]. That’s a good point. Anyway, I actually have another guest post idea that would be perfect for your site. It’s called: [Guest Post Title] I could have it sent to you this week. Either way, thanks again for your insights!
Best,
[Your First Name]

২) যেভাবে আপনার গেস্ট পোস্ট রেডি করবেন :

যেসব প্রোফাইল দেখে আপনি একটি সাইট এ গেস্ট পোস্ট করার সিদ্ধান্ত নিবেন।

– ঐ সাইট এর লিংক প্রোফাইল অথোরেটিভ কিনা?
-আপনার নিস রিলেটেড ওয়েবসাইট তো?
– হাই-কোয়ালিটি কনটেন্ট আছে তো?
-আপনার টার্গেটেড ট্রাফিক আনতে পারবেন তো?
– আপনার লিংকটি শুধু অথর বায়োতে সীমাবদ্ধ রাখবে না তো?
– যাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার অনেক আছে তো?

অথরিটি সাইটগুলাতে গেস্টপোস্ট করার আগে যেসব কাজ করে নেয়া ভালো :

অথরিটি সাইট এ গেস্ট পোস্ট করার আগে আপনাকে যেসকল কাজ গুলা করে নিলে আপনি উপকার পাবেন যাতে আপনি যখন গেস্ট পোস্ট মেইল করলেই তখন যাতে আপনার নাম দেখলেই তারা বুজে আপনি তাদের ব্লগের রেগুলার রিডার।

সোশ্যাল মিডিয়া : আপনি যে সাইট এ গেস্টপোস্ট করবেন ঐ সাইট এর রিসোর্স ফেইসবুক/ টুইটার এ আপনার একাউন্ট থেকে শেয়ার করতে পারেন।
ব্লগ কমেন্ট : তাদের রিসেন্ট পোস্ট গুলাতে আপনি কমেন্ট করে কোনো সমস্যার সমাধান দিয়ে আসতে পারেন।
ইমেইল : গেস্ট পোস্ট করার সপ্তাহখানিক আগেই আপনি ঐ ব্লগারকে তাদের রিসেন্ট পোস্ট নিয়ে ইমেইল করতে পারেন।

স্টেপ-০১: টপ পেজগুলো খুঁজে বের করুন:
এখন আপনি যেই সাইট এ গেস্ট পোস্ট করবেন তাদের টপ পেজ গুলা খুঁজে বের করুন। চেষ্টা করুন ঐ টপ পেজের মতন করে কনটেন্ট সাজাতে। যাতে আপনার কনটেন্ট পাবলিশড হতে কোনো সমস্যা না হয়। টপ পেজ বের করার জন্য আপনি Ahrefs ব্যবহার করতে পারেন।
স্টেপ-০২: ট্রেনডি কনটেন্ট আইডিয়া বের করুন:
Buzzsumo থেকে কনটেন্ট আইডিয়া নিন। কারণ Buzzsumo তে আপনি ট্রেন্ডি টপিক কোন গুলা ঐটা খুঁজে পাবেন। ব্লগাররা সব সময় ট্রেন্ডি টপিক পছন্দ করে। তাই আপনার কনটেন্ট যদি তেমন কিছু হয় তবে অপপ্রভেদ করার চান্স বেড়ে যাবে।
স্টেপ-০৩: গাইডলাইন জানুন:
যে সাইট এ পোস্ট করতে চাইছেন ঐ সাইট এর গেস্ট পোস্ট এর গাইড লাইন জেনে নিন। যেমনঃ কত ওয়ার্ড আর্টিকেল দিতে হবে? কত গুলা লিংক পাওয়া যাবে? কয় দিনের মধ্যে তারা আপনাকে ফিডব্যাক দিবে?

৩) যেভাবে আপনি ইমেইল করবেন :

ধরে নিন আপনি নতুন একটি ওয়েবসাইট এর মালিক। আপনি একটা টপিক পেয়েছেন গেস্ট পোস্ট করার জন্য। এখন আপনি কি করবেন? আপনি যে অথরিটি সাইট এ গেস্ট পোস্ট করবেন ঐ সাইট এর মালিককে টুইট করবেন তার সাথে ইনবক্স এর উপর ইনবক্স করতেই থাকবেন? না ! এইটা একদম ভুল পন্থা। তাহলে সঠিকটা কি? আপনি অবশ্যই গেস্ট পোস্ট গাইডলাইন জেনে বুঝে টপিক সিলেক্ট করে সাইট মালিকের সাথে যোগাযোগ করুন মেইল এর মাধ্যমে।

চলুন তাহলে জেনে নেই কি কি বিষয় ইমেইল এর বডিতে রাখলে তা বেশি কাযকর হবে;

-তাদের সাইট এর স্পেসিফিক কিছু দিয়ে শুরু করুন যেমনঃ আপনি তাদের নিয়মিত পাঠক ও সব সময় কমেন্ট বা নির্দিষ্ট কোনো পোস্ট এর কথা উল্লেখ করুন।

– ১৫০ ওয়ার্ড এর মধ্যে মেইল শেষ করুন

– তাদেরকে আপনি কনটেন্ট আইডিয়া হিসেবে ৩ তা টপিক দেন যাতে তারা পছন্দ মতন একটি নিতে পারেন।

– আপনার সেলিং টোনটা নরম রাখুন মানে আপনি কোনো ভাবেই বুঝতে দিবেন না আপনার এই গেস্ট পোস্ট থেকে অনেক ভাল কিছু পাবেন।

– আপনার এক্সপেরিয়েন্স ও পাবলিশড করা কনটেন্ট/ গেস্ট পোস্ট সম্পর্কে বলুন।

আমি আপনাদের একটি পরীক্ষিত ইমেইল টেমপ্লেট দিচ্ছি যা আপনার গেস্ট পোস্ট করতে কাজে দিবে:

Hi [Name],

I’m a long time reader. You may have noticed my comment on your post on [Article] (awesome article by the way).

I’m writing to you because I’d love to contribute a guest post on [Website].

I’ve been brainstorming some topics that I think your readers would get a ton of value from:

[Idea #1]

[Idea #2]

[Idea #3]

I’ll make sure the piece overflows with information that can’t be found anywhere else.

To give you an idea of the quality I’ll bring to your site, here’s a link to a guest post that I recently published on [Other Website].

Cheers,

[Your First Name]

৪)গেস্ট পোস্ট করার জন্য কিছু প্রয়োজনীয় টুলস :

১) Ahrefs:

এটি একটি পেইড টুলস। ahrefs এর content  explorer এ যেয়ে আপনার কীওয়ার্ড দেন।  আপনার কীওয়ার্ড অনুযায়ী যত ট্রেন্ডিং কনটেন্ট আছে পেয়ে যাবেন। এই টুলসটির সাহায্যে ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি আপনার গেস্ট পোস্ট কনটেন্ট প্ল্যানিং সাজাতে পারবেন। তা ছাড়াও আপনি এই টুলসটির মাধ্যমে যেই সাইট এ গেস্ট পোস্ট করতে চাইছেন তাদের সাইট ইউআরএল Site Explorer এ যেয়ে সেই সাইট এর লিংক দিয়ে সাইট এর ট্রাফিক; ব্যাকলিংক; টপ পেজ দেখে নিতে পারেন। ব্যাকলিংকে ক্লিক করার মাধ্যমে আপনি ঐ সাইটটির লিংক গুলা খারাপ না ভালো না PBN তা একটু সময় দিয়ে চেক করে নিলেই বুঝে শুনে গেস্ট পোস্ট সাইট সিলেকশন করতে পারবেন। তবে আপনি চাইলে Ahrefs এর পরিবর্তে SEMRush ব্যবহার করতে পারেন।     

২) MOZBar এক্সটেনশন:  

এটি আপনি ক্রোম বা ফায়ারফক্স এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনি ডোমেইন অথরিটি, পেজ অথরিটি ও নো-ফলো হাই-লাইটার ব্যবহার করে সাইট সম্পর্কে ধারণা নিতে পারবেন। 

৩) Gmail Canned Responses:

আপনি যেহেতু গেস্ট পোস্ট এর জন্য অনেক মেইল করতে হয় তাই এই টুলসটি আপনার কাজ সহজ করে দিবে। আপনি আপনার টেমপ্লেটটি সেভ করে রাখুন। প্রতিটি মেইল করার আগে সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে আপনার সময় বাঁচবে ও মেইলও খুব দ্রুত করতে পারবেন। 

৪) SEO Gadget bulk analysis tool:

আপনি যেহেতু আউটরিচ বা গেস্ট পোস্ট করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত সাইটটির ইউআরএল কপি করে এই টুলস এ পেস্ট করে দিন ব্যাস হয়ে গেলো আপনি একসাথে কন্টাক্ট পেজ, whois, ইমেইল, IP এড্রেস, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, লিংকডইন ও টুইটার প্রোফাইল পেয়ে যাচ্ছেন। 

৫) গেস্ট পোস্ট লিস্ট:

আপনাদের কাজের সুবিধার্থে কিছু গেস্ট পোস্ট লিস্ট দেয়া হলো যা থেকে আপনি আপনার নিস অনুযায়ী গেস্ট পোস্ট করতে পারবেন;

Category Site Name
Business https://www.theguardian.com/
Finance https://www.wsj.com/
Finance, Business http://www.forbes.com/
Dental https://www.elsevier.com/
Finance, http://www.nature.com/
Health
Technology http://mashable.com/submit/
Technology, http://www.businessinsider.com/
Business,
Finance
Finance http://onlinelibrary.wiley.com/
Finance, Technology http://techcrunch.com/
Entertainment, Lifestyle, News http://www.salon.com/
Finance https://academic.oup.com/
Education http://elearnmag.acm.org/
Politics http://www.politico.com/
Environment https://www.ucl.ac.uk/
Business, http://www.fastcompany.com/
Finance,
Technology
Shopping https://www.shopify.com/
Technology, Business http://www.inc.com/
Home https://www.shutterstock.com/
Food https://agricultureandfoodsecurity.biomedcentral.com/
Business, http://searchengineland.com/
Marketing
Finance http://www.americanbar.org/
Technology https://about.crunchbase.com/b…
Careers https://hbr.org/
Finance, http://pubs.acs.org/
Health
Education https://rossieronline.usc.edu/
Web Design https://www.smashingmagazine.com/
Technology http://venturebeat.com/
Web Design http://alistapart.com/
Education https://policies.utexas.edu/
Lifestyle https://us.sagepub.com/
Education http://tea.texas.gov/
Finance https://fmx.cpa.texas.gov/fmx/
Dental https://www.ada.org/
Careers http://careers.bmj.com/
Finance https://carolinaunion.unc.edu/
Careers http://blog.hubspot.com/
Business http://www.csmonitor.com/
Finance http://fa.oregonstate.edu/
Finance https://financialreview.poole.ncsu.edu/
Web Design http://www.creativebloq.com/
Finance https://financialaid.gwu.edu/
Education http://www.edweek.org/
Fitness, http://www.active.com/
Sports
Technology, http://www.sitepoint.com/
Web Design
Marketing http://contentmarketinginstitute.com/
Photography http://www.dpreview.com/misc/jobs
Education http://www.ou.edu/
Education http://www.edutopia.org/
Business http://www.wired.co.uk/article/contributor-guidelines
Marketing http://marketingland.com/
Food https://www.hindawi.com/
Finance https://www.pmi.org/
Home, http://www.thekitchn.com/
Food
Business, http://www.business2community.com/
Marketing
Business http://readwrite.com/
Education http://tiie.w3.uvm.edu/blog/
Fashion http://www.marieclaire.com/
Education http://ascd.org/
Business https://www.planning.org/
Business http://www.nolo.com/
Technology https://dzone.com/
Finance http://www.patheos.com/
Marketing http://www.polepositionmarketing.com/
Business, https://blog.optimizely.com/
Marketing
Self Improvement http://www.lifehack.org/
Education https://www.aao.org/
Web Design http://www.rswebsols.com/
Technology, http://www.allbusiness.com/
Business,
Finance,
Marketing
Lifestyle https://www.newmexico.org/
Business http://www.manta.com/
Health, http://www.mdpi.com/
Pets
Technology, http://www.socialmediatoday.com/
Business,
Marketing
Marketing, Business http://www.marketingprofs.com/
Marketing, https://www.business.com/
Technology,
Business,
Finance
Marketing http://www.benchmarkemail.com/
Legal http://abovethelaw.com/
Education https://www.commonapp.org/
Health http://greatist.com/
Business http://www.newstatesman.com/
Business https://www.inman.com/
Music http://blog.sonicbids.com/
Food https://www.mindbodygreen.com/
Finance http://nmdfa.state.nm.us/
Web Design http://www.hongkiat.com/
Food http://www.essence.com/
Photography http://www.thisiscolossal.com/
Outdoors, http://thoughtco.com/
Technology,
Music
Marketing http://coschedule.com/
Automotive, http://www.eetimes.com/
Health
Photography http://digital-photography-school.com/
Technology http://www.labnol.org/
Photography http://www.roughguides.com/write-or-work-for-us/
Business https://socialmediaweek.org/
Family, http://www.workingmother.com/
Lifestyle,
Careers
Dental http://www.aapd.org/
Finance https://blogs.cfainstitute.org/
Self Improvement http://www.selfgrowth.com/
Finance http://oilprice.com/
Finance https://www.investing.com/
Home http://freshome.com/
Health https://medicine.wright.edu/
Environment http://www.aiche.org/
Travel http://goabroad.com/
Fitness http://journal.crossfit.com/
Fashion, http://hellogiggles.com/
Lifestyle
Travel http://matadornetwork.com/
Family, http://www.cafemom.com/
Lifestyle,
Women
Business, http://www.dailyblogtips.com/
Marketing
Finance http://www.iwillteachyoutoberich.com/
Real Estate http://realtytimes.com/
Music http://www.contactmusic.com/
Finance https://www.nacada.ksu.edu/
Marketing http://pubsonline.informs.org/
Health http://www.jci.org/
Business, http://digitally.cognizant.com/
Marketing
Finance http://www.moneycrashers.com/
Business http://articles.bplans.com/
Careers https://www.theladders.com/
Marketing, http://www.b2bmarketing.net/
Business http://www.kevinmd.com/
Health, Technology
Finance http://www.getrichslowly.org/
Travel http://www.bootsnall.com/
Dental https://progressinorthodontics.springeropen.com/
Finance http://www.igi-global.com/
Web Design http://speckyboy.com/
Finance http://spark.siue.edu/
Fashion http://www.divinecaroline.com/
Marketing, https://www.proprofs.com/c/category/knowledge-management/
Business
Marketing, https://rohitink.com/
Technology,
Web Design
Environment http://eartheasy.com/
Business http://www.rdmag.com/
Lifestyle, http://www.scarymommy.com/
Mommy Blogs
Technology, http://www.sitepronews.com/
Marketing
Real Estate https://www.thepennyhoarder.com/
Travel http://www.desertusa.com/
Food http://www.tasteofhome.com/
Finance http://www.editorialmanager.com/
Real Estate https://www.biggerpockets.com/
Entertainment http://blogcritics.org/
Pets, http://animaldiversity.org/teach/contributor_guidelines/
News
Food https://www.backpacker.com/
Food http://benthamscience.com/
Photography http://www.steves-digicams.com/
Technology http://gradle.org/
Health https://www.editorialmanager.com/
Food http://www.onegreenplanet.org/
Real Estate http://www.ccim.com/
Health, https://www.healthcare-informatics.com/
Technology
Family http://www.additudemag.com/
Health http://www.georgiaencyclopedia.org/
Business https://www.rethinkingschools.org/
Web Design http://webdesignledger.com/
Pets http://www.dogster.com/
Education http://www.opencolleges.edu.au/
Education http://www.lesley.edu/
Travel http://www.transitionsabroad.com/
Technology http://technical.ly/
Health http://www.hhnmag.com/
Finance https://www.playframework.com/
Self Improvement http://www.pickthebrain.com/
Food http://toriavey.com/
Wedding http://www.weddingbee.com/
Web Design http://www.onextrapixel.com/
Fitness http://www.backpacker.com/
Dental http://www.dentistryiq.com/
Finance http://digitalcommons.georgiasouthern.edu/
Web Design http://www.purelythemes.com/
Dental http://www.adea.org/
Family, http://moneysavingmom.com/
Women
Photography, http://www.5minutesformom.com/
Lifestyle,
Mommy Blogs
Family https://www.adoptivefamilies.com/
Health http://www.modernmedicine.com/
Web Design http://designshack.net/
Web Design https://www.webdesign.org/
Finance http://www.emeraldgrouppublishing.com/
Lifestyle, http://www.motherearthliving.com/
Food,
Health
Real Estate http://www.naiop.org/
Business http://www.bizsugar.com/
Sports, http://ems.com/
Outdoors
Pets http://rabbit.org/
Real Estate, http://internationalliving.com/
Travel
Education https://tappi.org/
Self Improvement http://www.dumblittleman.com/
Health http://www.wvculture.org/
Shopping https://www.dontpayfull.com/
Entertainment, http://theglitterguide.com/
Fashion,
Lifestyle
Fitness, http://blog.ncpad.org/
Health
Marketing, http://www.crazyleafdesign.com/
Photography,
Technology,
Web Design
Food, https://draxe.com/
Fitness
Finance http://financesonline.com/
Fitness http://www.ideafit.com/
Marketing http://ramblingsoul.com/
Fitness http://www.usms.org/
Entertainment, http://aplus.com/
News
Health http://www.jems.com/
Wedding http://www.lovemydress.net/
Careers http://blog.aftercollege.com/
Travel, http://escapeartist.com/
Finance,
Real Estate
Finance http://www.financialsense.com/
Marketing, http://www.searchenginepeople.com/
Web Design,
Business
Home https://www.bdcnetwork.com/
Home http://www.finehomebuilding.com/
Marketing http://www.projecttimeoff.com/
Shopping http://www.harlequin.com/
Pets http://thebark.com/
Home https://deseretbook.com/
Careers http://www.brazen.com/
Business http://smallbusinessbc.ca/
Fashion, http://heartifb.com/
Marketing
Pets http://www.catster.com/
Home http://www.curbly.com/
Techie Buzz http://techie-buzz.com/
Business https://www.ahri.com.au/
Education http://journal.opted.org/
Marketing, http://www.instantshift.com/
Photography,
Web Design
Business https://www.bkconnection.com/
Dental http://www.dentaleconomics.com/
Food https://www.foodmanufacturing.com/
Careers http://idealistcareers.org/
Finance http://www.ogfj.com/
Finance http://finance.youngmoney.com/
Marketing http://www.shoutmeloud.com/
Technology http://appstorm.net/
Business http://tsys.com/
Technology http://www.cloudcomputing-news.net/
Health https://experiencelife.com/about-us/digita
Education https://www.theoldschoolhouse.com/
Travel http://theplanetd.com/
Real Estate https://www.cre.org/
Careers http://www.jobberman.com/
Home http://www.interweave.com/
Business http://www.alleywatch.com/
Wedding http://apracticalwedding.com/
Web Design http://www.designinstruct.com/
Marketing http://www.designinstruct.com/
Travel http://www.edreams.com/
Technology http://www.speckygeek.com/
Real Estate, http://www.scotsmanguide.com/
Finance
Fashion http://www.collegefashion.net/
Travel, http://www.texashighways.com/
Food,
Lifestyle
Food http://simpleasthatblog.com/
Finance http://www.afajof.org/
Education, http://satoristudio.net/blog/
Marketing,
Business
Marketing https://propellerads.com/
Technology https://www.maketecheasier.com/
Fitness https://www.t-nation.com/
Food http://www.fooddive.com/
Pets http://skyhorsepublishing.com/
Self Improvement http://www.hackcollege.com/
Real Estate http://www.mpamag.com/
Technology http://walyou.com/write-for-us/
Education, http://thepienews.com/
News
Photography https://designaglow.com/
Lifestyle, http://fashionsy.com/
Women,
Fashion
Photography
Pets http://animaldiversity.org/
Health http://web.ccsenet.org/
Business, http://tweakyourbiz.com/
Marketing
Health https://www.forensicmag.com/
Food, http://www.northernvirginiamag.com/
Education,
Health,
Entertainment,
Home,
Family,
Travel
Mommy Blogs http://www.circleofmoms.com/
Photography http://www.iheartfaces.com/
Politics http://thehumanist.com/
Health, http://www.hivehealthmedia.com/
Fitness
Home, http://kingmancommercialrealestate.com/
Real Estate
Home http://architecturesideas.com/
Lifestyle https://www.houstoniamag.com/
Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

6 thoughts on “গেস্ট পোস্টিং। A টু Z গাইডলাইন”

  1. প্রথমে আন্তরিক ধন্যবাদ শামিম ভাইকে। সেই সাথে ধন্যবাদ আর্টিকেল লেখক ইয়াকুব ভাইকে সময় ও শ্রম দিয়ে উপকার করার জন্য। আমি আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি। সত্যিই তথ্য বহুল আর্টিকেল এটা।

    Reply
  2. ভাই, ফাইভার থেকে গেস্ট পোস্ট সার্ভিস গুলো কিনে নিয়ে ব্যাকলিঙ্ক নেয়া কতটা সেইফ? ধন্যবাদ

    Reply
  3. I’m really appreciate to read this article and its really so much helpful for me and my business.Many many thanks shamim vai.

    Reply
  4. ধন্যবাদ গুরু। গেস্ট পোস্ট সম্পর্কে ভালো ধারণা দেওয়ার জন্য। বাংলায় এর থেকে ভালো নিবন্ধ আর পাওয়া সম্ভব নয়। শুভ কামনা আপনার জন্য।

    Reply
  5. এই ওয়েবসাইটগুলো কি ফ্রী গেস্ট পোস্ট এলাও করে নাকি পেইড?

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap