Help A Reporter Out বা HARO (https://www.helpareporter.com/) একটি অনলাইন পিআর প্ল্যাটফর্ম যা জনপ্রিয় ওয়েবসাইটের সাংবাদিক এবং ব্লগাররা তাদের কনটেন্ট সহায়তা করার জন্য সোর্স এর সাথে সংযোগ স্থাপন করতে ব্যবহার করে। এর ফলে, আপনি একটি হাই -ট্র্যাফিক ওয়েবসাইটগুলি থেকে মূল্যবান লিংক পেতে পারেন যা ব্র্যান্ডিং এবং এসইও-র জন্য দুর্দান্ত।
কীভাবে আপনার HARO পিচটি লিখবেন
ধাপ-০১
গুগল সার্চ বক্সে যেয়ে আপনি HARO লিখে সার্চ দিন। তারপর আপনি HARO তে signup করুন। https://prnt.sc/116habz
ধাপ-০২
অন্যান্য ওয়েবসাইট signup এর মতন প্রয়োজনীয় যে যে ইনফরমেশন চায় তা ফিলআপ করুন। HARO প্রেফারেন্স এ যেয়ে আপনি আসলে কোন কোন কোয়ারি চান তা টিক দিয়ে দিন; https://prnt.sc/116hdjt
signup করা শেষ এখন কাজ হচ্ছে মেইল এর জন্য অপেক্ষা করা ও সঠিক কোয়ারিতে HARO পিচটি লেখা
ধাপ-০৩
ক্যোয়ারীগুলি মেইল পাবার পর আপনি যেই টপিকটি নিয়ে উত্তর দিতে চান সেই ক্যোয়ারীটি ভালো ভাবে পরে নিন। ক্যোয়ারীগুলি দেখতে এমন হয় https://prnt.sc/116hzeq
ধাপ-০৪
কোয়ারি মেইল এ ক্লিক করে আপনার মেইল এ চলে যান। https://prnt.sc/116i3ia
ধাপ-০৫
প্রথমেই মেইল এর একটি সাবজেক্ট দিবেন; Regarding your quary about “Looking for gift ideas to add to our women’s gift list”
গোছানো ও কোয়ারি অনুযায়ী মেইল বডি লিখুন। নিচে মেইল ডেমো নিচে দেয়া দিবো।
ধাপ-০৬
যদি কোয়ারিতে নাম থাকে তাহলে অবশ্যই মেইল বডিতে নাম উল্লেখ করবেন। মেইল বডি পার্টটি যতটুকু পারা যায় কোয়ারি অনুযায়ী ডিটেইল কিন্তু শর্টভাবে দিয়েন।
অবশ্যই নম্বর বুলেট পয়েন্ট ব্যবহার করবেন যাতে সাংবাদিক মেইলটি বিষয়বস্তু দ্রুত স্ক্যান করে নিতে।
স্যাটিস্টিকস/কোটেশন যদি পারেন দিবেন।
ধাপ-০৭
বায়ো অবশ্যই দিবেন কারণ আপনার উত্তরটি পাবলিশ হলে এই বায়ো থেকে যেই লিংকটা হাইপার লিংক হিসেবে থাকবে সেখান থেকে আপনি লিংক পাবেন অর্থাৎ আপনার হোম পেজ হাইপার লিংক করলে হোম পেজ এ লিংক পাবেন বা অন্য পেজ এ লিংক করলে সেখান থেকে লিংক পাবেন।
আশাকরা যায় আপনি সঠিকভাবে ভালো ইনফো দিয়ে উত্তর দিতে পারলে ভালো একটি ডু -ফলো লিংক পাচ্ছেন। HARO খুবেই পাওয়ারফুল লিঙ্কবিল্ডিং গুলার একটি। কারণ এইখানে আপনি forbs/Huffingtonpost/newyork times এর মতন সাইট গুলা থেকে একটি লিংক পাবার চান্স থাকে।
ডেমো মেইল :
Hello, Laurice Baldwin
After Reading your query on HARO. I think I suit your requirement. I am the owner of a blog named xyz Here is the answer of your query;
Searching for great gifts for women seems to get harder each year, and it can be challenging to find her a birthday present that’s not boring. The best gift ideas are a perfect blend of practical, unique, and thoughtful. Here are some stand-out ideas which are listed in Amazon.
1) Bandolier.
2) Monogram Kate Spade Necklace.
3) Monogram Trinket Dish.
4) Airtight Cold Brew Iced Coffee Maker.
5) French Macarons.
6) Keep Going Bracelet.
7) Cute and Comfy Pajama Set.
8) Zodiatic pendan Necklace.
Bio: Yaqub Nipu is the owner of XYZ.com which is a gift blog for all ages people.
My Cell: +880191…. in case if you need more information.
Thanking You
Yaqub Nipu
আমি ডেমো দেখে অনেক কম আইটেম এর নাম দিয়েছি আপনি আরো আইটেম অ্যাড করবেন ও আপনার বায়ো এর মধ্যে ডোমেইন এর নামের সাথে আপনার এফিলিয়েট সাইট এর নির্দিষ্ট কোনো ইউআরএল হাইপার লিংক করে দিবেন (যদি আপনার সাইট এ Women গিফট আইটেম নিয়ে কোনো পোস্ট থাকে তো)
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023