## অথরিটি সোর্স থেকে লিংক নিলে কি ওয়েবসাইট এর হেল্প হবে?
রিলেভেন্ট ও ট্রাস্টেড রিসোর্স থেকে লিংক করা হলে আপনার ওয়েবসাইটও ট্রাস্ট ও অথরিটি বেড়ে যায়। একটি ভালো সোর্স থেকে লিংক পাওয়া মানেই গুগল এইটা সিগন্যাল পেয়ে থাকে যে আপনার সাইটটিও ভালো মানের। তাই অথরিটি সোর্স থেকে লিংক পাওয়া আপনার ওয়েবসাইট এর জন্য বেশ কাজের।
## রাঙ্কিং ফ্যাক্টরের জন্য লিংক গুলা কি আসলেই গুরুত্বপূর্ণ ?
আমরা যদি ইনবাউন্ড লিংক এর কথা বলি তাহলে অবশ্যই ইনবাউন্ড লিংক রাঙ্কিং ফ্যাক্টর কারণ আপনার এক কনটেন্ট এর সাথে অন্য কনটেন্ট এর লিংক করা থাকলে অবশ্যই ট্রাফিক লিংক ধরে এক পেজ থেকে অন্য পেজ এ যাবে যার ফলে আপনার সাইট এর পেজ ভিউ ও dwell টাইম বাড়বে। এটি রাঙ্কিং এ বেশ ভালো প্রভাব ফেলে থাকে।
অন্য দিকে আমরা যদি ব্যাকলিংককে বুঝে থাকি তাহলেও একটি অথরিটি ও ট্রাস্টেড সাইট থেকে লিংক করা মানে আপনিও ভালো সাইট হিসেবে গুগল এর কাছে সিগন্যাল যাওয়া। যার ফলে আপনার কিছুটা হলেও রাঙ্কিং এ গুরুত্ব পাবেন।
## একটি পোস্ট বা পেজে কত গুলা আউটবাউন্ড লিংক করতে পারবেন?
এই রকম কোনো ধরা বাধা নিয়ম নাই যে একের অধিক লিংক করা যাবে না বা নির্দিষ্ট এক্সটার্নাল লিংক করতে হবে। আপনার কনটেন্টর চাহিদা অনুযায়ী অউটবাউন্ড লিংক
করবেন ধরেন আপনি কোনো ডাটা অ্যাড করলেন যেইটা হয়তো অন্য কোনো ওয়েবসাইট থেকে নেয়া সেইটার ক্রেডিট স্বরূপ আপনি ঐ ওয়েবসাইটে একটা অউটবউন্ড লিংক করতে পারেন। এইভাবে যেখানে যখন প্রয়োজন আপনি আউটবাউন্ড লিংক করতে পারবেন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023