প্ল্যান-B কেমন হওয়া চাই !!!

প্ল্যান-B নিয়ে একটা পোস্ট করেছিলাম। যারাই অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে বলে রাখা ভালো এই লিখাটা একদম নতুনদের জন্য নয়।

  • Save


✅আমরা অনেকেই আছি, ফ্রীল্যানসিং অনিশ্চয়তার কথা চিন্তা করে প্ল্যান-B খুঁজে বেড়াই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় (নতুনদের মধ্যে) মার্কেটপ্লেস এ একাউন্ট করলো কিছু দিন কাজের জন্য বিড করলো, কাজ না পেয়ে তারা আবার অন্য কোনো সেক্টরে ট্রাই করে। মানে জাম্প করে রীতিমতন।
✅আবার অনেকেই প্রশ্ন করে কোন কাজে টাকা বেশি ঐ কাজ শিখার জন্য চেষ্টা করতে থাকে অথচ তার এই কাজটা সাধ্যের মধ্যে আছে কিনা তা একবার বুঝতে চায় না। রেজাল্টস হিসেবে আসে ব্যর্থতা।
✅এখন আসুন যারা স্কিল তাদের কথায় আসি। কার যেন উক্তি (মনে নাই), “এক পাত্রে সব ডিম রাখতে হয় না।” অনেক স্কিলড এসইও এক্সপার্ট আছে যারা শুধু মার্কেটপ্লেস (ক্লাইন্ট)/আমাজন এফিলিয়েট/এডসেন্স নিয়েই কাজ করছেন।
✅আমি মনে করি প্ল্যান-B টা এমন হওয়া উচিত যাতে আপনার স্কিল এর পরিপূর্ণ ব্যবহার হয়। যেমন আপনি যদি মার্কেটপ্লেস এ কাজ করেন তবে আপনি স্বতন্ত্র টীম বানান মার্কেটপ্লেসের বাহিরেও ক্লাইন্ট নেয়ার চেষ্টা করুন। সাথে প্যাসিভ ইনকাম হিসেবে ২/১ টা সাইট থাকে, তাহলে মন্দ না।
✅অন্যদিকে যারা এফিলিয়েট করেন তারা শুধু আমাজন টার্গেট করা ছাড়াও অন্য আরো এফিলিয়েট নেটওয়ার্ক চেষ্টা করেন তাহলে আমার মনে হয় বেশ ভালো কিছু করতে পারবেন। যেমনঃ CJ/rakuten/ Walmart etc.
✅আবার যারা এডসেন্স নিয়ে কাজ করছেন তারা কিন্তু চেষ্টা করলেই Ezoic/mediavine এর মতন এড নেটওয়ার্ক এ অ্যাড হতে পারেন।
✅আসলে যে এসইও করতে জানে সে ৩ টাই (ক্লাইন্ট/এডসেন্স/এফিলিয়েট)পারার কথা। তবে আপনারা অবশ্যই একটা সেক্টরে সফল না হয়ে অন্য কিছুতে হাত দেয়াটা ঠিক না। মানে এক্সপার্ট না হয়ে সব কিছু একসাথে করা ঠিক না।
ওয়ারেন বাফেট এর একটা উক্তি আছে, “Someone’s sitting in the shade today because someone planted a tree a long time ago.”

নোট: নতুনরা ভালো করে কাজ শিখেন। কারো দেখাদেখি একটা সেক্টরে আসার আগে নিজের সামর্থ্যের কথা চিন্তা করুন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap