গুগল কিভাবে একটা ওয়েবসাইটকে প্রথম পেজে র‍্যাঙ্ক করে ?

আসসালামু  আলাইকুম।  আশা  করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের  সামনে গল্পে গল্পে  কিভাবে গুগল একটা ওয়েবসাইট  কে প্রথম পেজে দেখায় তার কারন  সম্পরকে আলোচনা করবো ।

আমরা কি গত পর্বের রহিম করিম কে ভুলে গেছি, যারা স্মরণ করতে পারছেন না তাদের জন্য একটু পিছনে ফিরে তাকাই । রহিমও করিম এর নিউ দোকান দিয়েছে ব্যাবসা বাড়ানোর জন্য রহিমের অফলাইন দোকান ভাল চলছে কিন্তু করিমের অনলাইন দোকানে কোন কাস্টমার নেই তাই তার ব্যাবসা ও ভাল চলছিল না । করিম গিয়েছিল এক আইটি এক্সপার্ট এর কাছে যার কাছ থেকে সে এসইও কি ও  এসইও কেন করবেন জানতে পারে। তারপর তার মাথায় আসলো গুগল কিভাবে আমার ওয়েবসাইট প্রথমে দেখাবে আমার মতন তো হাজার হাজার লোক গুগলে এসইও করছে । সেই প্রশ্নের উত্তর জানতে সে আবার আইটি এক্সপার্ট এর কাছে আবার সাক্ষাত করতে গেল। চলুন আমরা দেখে আসি তাদের মাঝে কি কথোপকথন হয়েছিল তার সারাংশ ।

আইটি এক্সপার্টঃ কি করিম ভাই কেমন আছেন? আজকে আবার কি প্রবলেম এর সম্মুখীন হলেন ভাই?

করিমঃ ভাই কাল রাতে ঘুমাতে পারি নাই। এই ভেবে যে গুগল আমাকে কেন কত শত ওয়েবসাইট এর মাঝে আমাকে প্রথম পেজে কেন দেখাবে ?

আইটি এক্সপার্টঃ যে কোনও সার্চ এর  জন্য Google  প্রথম পৃষ্ঠায় সে সব ওয়েবসাইট দেখায়  যেগুলোকে  তার কাছে  সবচেয়ে প্রাসঙ্গিক এবং দরকারী বলে মনে করে ভিজিটর বা ট্রাফিক এর জন্য ।

করিমঃ ভাই প্রাসঙ্গিক(Relevant)  ওয়েবসাইট কি ভাই ?

আইটি এক্সপার্টঃ প্রাসঙ্গিক(Relevant)  ওয়েবসাইট বলতে বুঝায় এমন যে আপনি লিখলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতার নাম লিখে সার্চ করলেন কিন্তু আসলো নজরুল সঙ্গীত এর রচয়িতার নাম এর ওয়েবসাইট এইযে উল্টাপাল্টা ফলাফল দেখাল সেই টা হচ্ছে অপ্রসাঙ্গিক  কিন্তু যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতার নাম লিখে সার্চ করলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর  নাম আসে তবে সেইটা প্রসঙ্গিক ।এইভাবেও বলা যেতে পারে আপনি মাইকিং করলেন এলাকা জুড়ে আজকে বিকাল ৫ টায় গঞ্জের মাঠে বিশাল একটা হাতি দেখানো হবে তারপর লোকজন এসে দেখল আপনি হাতি না আপনি দেখাচ্ছেন একটা গাধা লোকজন কে আপনি যেই  কাজ টা করলেন অপ্রাসঙ্গিক কাজ করলেন।কি ভাই প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক কি বুঝতে পারছেন?

করিমঃ জি ভাই,দরকারী বলে মনে করা ওয়েবসাইট দিয়ে কি বুঝালেন ভাই যদি একটু ভেঙ্গে বলতেন?

আইটি এক্সপার্টঃ আপনাকে আগের উদাহরন থেকে বলছি আপনি যদি হাতি দেখানোর জাইগায় হাতি দেখাতেন তবে আপনার এলাকার লোকজন ভাবত না তাদের সময় টা দরকারী কাজে বা সঠিক কাজ ব্যয় হইছে । তেমনি কেউ যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতার নাম লিখে সার্চ করেও রবীন্দ্রনাথ ঠাকুর  নাম আসে তবে সেইটা প্রসঙ্গিক ও দরকারি কাজে তার সময় ব্যয় হল । কি ভাই বুঝতে পেরেছেন?

করিমঃ ভাই তাইলে এমন তো অনেক প্রাসঙ্গিক এবং দরকারী ওয়েবসাইট আসবে যারা রবীন্দ্রনাথ কে নিয়ে লিখছে তাহলে কাকে সবার আগে দেখাবে ?

আইটি এক্সপার্টঃ এটা  একটা গুগল এর অংকের(mathematical) প্রসেস যাকে আমরা রাঙ্কিং ফ্যাক্টর হিসবে জানি। যার মাধ্যমে গুগল ঠিক করে কে কত নাম্বার জাইগায় দেখাব, কে এক নাম্বার জাইগায় থাকবে  আর কে দশ নাম্বারে দেখাবে ।

করিমঃ তাইলে ভাই আমি যদি একবার এক নাম্বার জাইগায় থাকি তার মানে কি আমি আজীবন  এক নাম্বারেই থাকবো ?

আইটি এক্সপার্টঃ না, এটা সময় সময় পরিবর্তিত হয়ে থাকে অ্যালগরিদম এর  মাধ্যমে। ভাবছেন অ্যালগরিদম  কি তাই না? আসলে   অ্যালগরিদম হচ্ছে  মানুষের দ্বারা ডিজাইন এবং সেট আপ করা একটা পদ্ধতি যার মাধ্যমে রাঙ্কিং প্রসেসের ভুল ত্রুটি সংশোধন করা হয়ে থাকে ,  তবে, ওয়েবসাইট দেখানোর তালিকা আলগোরিদিম এর ফলাফল দ্বারা সম্পূর্ণরূপে নির্ধারণ করা হয়। অ্যালগরিদম দ্বারা নির্দিষ্ট ওয়েবসাইটগুলোর তালিকা নির্দিষ্ট করার জন্য মানুষের দ্বারা ম্যানুয়াল হস্তক্ষেপ করা যায় না । যার ফলে  অ্যালগরিদম দ্বারা নির্দিষ্ট ওয়েবসাইট কে সার্চ রেজাল্টের বিশেষ সুবিধা দেয়া সম্ভব হয় না । কি করিম ভাই বুঝতে পারছেন ?

করিম : ভাই আরও একটু খোলাসা করে বলেন।
আই টি এক্সপার্ট : ভাই গুগল কি করে রাঙ্ক করে আপনাকে তাহলে পুরো প্রসেসটা জানতে হবে।
করিম : জি বলুন
আই টি এক্সপার্ট :গুগল প্রথমে তার রোবট পাঠায় যাকে গুগলবট বলে। গুগলবট বিভিন্ন সাইট এ ঘুরে বেড়ায় ক্রল করে। জানি আপনার মনে প্রশ্ন আসছে ক্রল কি ? ক্রল কর হচ্ছে আপনার ওয়েবসাইট এর সকল তথ্য গুগল স্ক্যান করে নিজের ডাটাবেস এ নিয়ে নেয়া। ক্রলিং এর মাধ্যমে গুগল বুজতে চায় আপনি কোন ক্যাটাগরি বা নিশ এ কাজ করছেন। আপনার কনটেন্ট কি রকম। গুগল এর গাইডলাইন ফলো করছেন তো ? এই গুলো
ক্রলিং এর পর গুগল রাঙ্ক ব্রেন এর মাধ্যমে গুগল ভিসিটর ফ্রেন্ডলি ওয়েবসাইট গুলোকে রাঙ্ক এ নিয়ে আসে। আচ্ছা এখন আপনার হয়তো প্রশ্ন আসবে কি করে পসিবল? এখন উত্তর দিচ্ছি যে ওয়েবসাইট গুলোতে বা আর্টিকেল গুলোতে মানুষ তথ্য পায় ওই ওয়েবসাইট বা আর্টিকেল এ মানুষ ক্লিক করে থাকে। ভিসিটর এর ক্লিক এর উপর ভিত্তি করে গুগল রাঙ্ক ব্রেন করে থাকে। আরো সহজে বলতে গেলে কোনো একটা ওয়েবসাইট ১ নম্বর এ আছে কিন্তু মানুষ ৩ নম্বর এ থাকা ওয়েবসাইট এ ক্লিক করছে ও বেশি খান থাকছে কারণ ভিসিটর যা চাচ্ছে ঐটাই ৩ নম্বর ওয়েবসাইট এ পাচ্ছে। তখন গুগল ১ নম্বর ওয়েবসাইট এর জায়গায় ৩ নম্বরকে উপরে উঠায়ে দিবে। তখন ৩ নম্বর হবে ১ নম্বর এ বুজতে পেরেছেন ? এইবার আসি ফলাফল প্রদান এ যেহেতু গুগল বট তার ডাটাবেস এর তথ্য মতে কিসু সার্চ করার সাথে সাথে মিলি সেকেন্ড এর মধ্যে ফলাফল প্রদান করে থাকে তাই এর মধ্যে তাকে লক্ষ বা কোটি ওয়েবসাইট এর তথ্য থেকে আপনার সার্চ করা ফলাফল প্রদান করে থাকে।
এই হচ্ছে সংক্ষেপে গুগল রাংকিং এর কাজ।

করিমঃ আমি তো শুনেছি আরো কিছু কাজ আছে?

আইটি এক্সপার্টঃ কি শুনেছেন ? কিছু হিন্টস দেন।

করিমঃ ডোমেইন নাম নিধারণ; লো-কম্পেটেটিভ কীওয়ার্ড রিসার্চ; ইন-ডেপথ কনটেন্ট; অন-পেজ এসইও; অফ-পেজ এসইও এইগুলাও করা লাগে ?  

আইটি এক্সপার্টঃ হা ঠিক শুনেছেন। তবে এইগুলা আপনি কাজের মাধ্যমে শিখবেন।    

করিমঃ জি ভাই, এইবার পুরো ব্যপারটার ধারণা পেলাম। বুঝতে পেরেছি। ভাই আজকে যাই পরে কথা হবে । আল্লাহ হাফেজ।

আইটি এক্সপার্টঃ আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

4 thoughts on “গুগল কিভাবে একটা ওয়েবসাইটকে প্রথম পেজে র‍্যাঙ্ক করে ?”

  1. আমি এ সাইট থেকে গুগল কিভাবে একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে আসে সে সম্পর্কে জানতে পারলান। ধন্যবাদ

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap