আমাদের NShamimPRO গ্রুপে একজন কন্টেন্ট কোয়ানটিটি নিয়ে প্রশ্ন করেছে এবং আমরা সবাই কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি।
চলুন দেখে আসি –
১০ টা আর্টিকেল পাবলিশ করলে কি মোটামুটি কিছু সেল পাওয়া সম্ভব।সাইটের সব ইভেস্টমেন্ট ই আসতেছে। ১০ টা আর্টিকেল এর দাম আসে ৩৬০০০ টাকার মত।
আবার এক ভাই বলল ১০০ আর্টিকেল না দিলে নাকি সেল এর সম্ভাবনা খুব কম কথাটা কি সত্যি। তাহলে তো আমাকে ৩০০০০০ টাকার উপরে আর্টিকেল লেখাতে হবে ।আর সেই কারণেই প্রজেক্টের সমাপ্তি টানতে হবে।
এখন চলুন দেখি কয়েকজনের উত্তর –
আপনার কি ওয়ার্ড সার্চ দিয়ে আপনার কম্পিটিটরের সাইট A to Zএনালাইসিস করেন।
কতো হাজার ওয়ার্ড আছে আপনার টপ ৩ কম্পিটিটিরের সাইটে।
তাহলে এ আপনি নিজে এ আইডিয়া পাবেন এবং বিষয় টি ক্লিয়ার হয়ে যাবে আপনার। আর আর্টিকেল পাবলিশ করার কাজ টা একটা কন্টিনিউ প্রসেস।
প্রতি মাসে এ সাইটে কিছু কনটেন্ট দেওয়া ভালো। এইটা একটা গুড প্রেক্টিজ।
আর্টিকেল নির্ভর করে কোয়ালেটির উপর ভাই। কম বেশীর উপর না। বাট কিছু ওয়ার্ড যদি বেশী দেন সেটা গুড সাইন কি ওয়ার্ড এর জন্য। কিন্তু সব চেয়ে বেশী নির্ভর করে আর্টিকেল এর কোয়ালেটির উপর।
১. আপনার টারগেট হবে ভিজিটর আর ভিজিটর আপনাকে টাকা এনে দিবে
২. আপনার টারগেট হবে কোয়ালিটি, তাহলে সম্ভব।
৩. আপনার টারগেট হবে কিওয়াড ভালভাবে বাছাই করা যাতে সহজে রেংক করা যায়।
৪. আর আপনার মানি পেজ গুল গুগলের প্রথম পেজের ১,২ এ আসা তাহলে সম্ভব ভাল টাকা আরন করা,
৫. আপনার কাজ হবে কোয়ালিটি দেয়া বাকি আল্লাহ চাহেত হয়ে যাবে ইন্সাআল্লাহ ভাই।
কিছু টাকা পয়সা ছদকা করতে পারেন মনকে ভাল রাখার জন্য এটা সাইন্টিফিক ভাবে পুরুভ। এতে আপনি শান্তি পাবেন।
আর কাজ চালিয়ে যান ভাই আপনি পারবেন ১০ টা যেহেতু দিয়ে দিছেন আপনার পক্ষে ১০০ কভার করা সম্ভব। চেস্টা চালিয়ে যান সঠিক পথে যে পথে আপনি পথ হারাবেন না।
Onek site ache jara only 14-15 ta article diye onekdin dhorei income korchen. Ora content k kivhabe sajate hoi, r kivhabe ki korte hoi shob jane tai tara pare. But apni new. emon na j apnake 100 ta article dite hobe. Hm 1 ta den r 10 ta. Perfect kore den. Dekhben 1st article thekei income ashte start hobe.
1 ta site + 1 ta post = product 19 ta sell korte shokkhom hoisi 🙂 so apnar 35 k diye jodi high quality content 10-15 taw dite paren then technical seo ta valo kore koren. Asha kori sell howa shombob Insha Allah.
Article publishing is a continuous process. 100 Articles dite hobe emon kunu kotha nei. apni 20 ta article diye slowly link building start koren…Result paben
আপনার কি মনে হয়?
কমেন্ট করুন!
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
Very important for a beginner. thanks