SSL আপনার ওয়েবসাইট এর সিকিউরিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি হয়তো জানেন SSL ছাড়া ওয়েবসাইট সিকিউরিটির জন্য মারাত্মক হুমকি। এমন কি SSL ছাড়া ওয়েবসাইট গুলা সহজেই হ্যাক হয়ে থাকে।
কিন্তু সমস্যা হচ্ছে হোস্টিং প্রোভাইডার থেকে আপনি যেই SSL পাবেন সেটি সর্বোচ্চ ১ বছর ফ্রি দেয় অনেকে ৩ মাসের জন্য দেয় তাহলে আপনার ওয়েবসাইট ঐ সময় পর হয় আপনাকে পেইড SSL ব্যবহার করতে হবে না হয় আপনার ওয়েবসাইট রিস্ক এ পরে যাবে। তাই না ? ওয়েবসাইট যাতে রিস্কে না পরে আবার আপনার টাকাও বেঁচে যাবে এমন একটি উপায় আছে।
“তাহলে উপায় কি?”
উপয় হচ্ছে আপনি যদি অপার ওয়েবসাইটটি ক্লাউডফ্লেয়ারে অ্যাড করেন তাহলে লাইফটাইম ফ্রি SSL পাচ্ছেন।
তাহলে চলুন ক্লাউডফ্লেয়ারে অ্যাড করার উপায় জেনে নেয়া যাক
স্টেপ-০১
প্রথমে ক্লাউডফ্লেয়ার এ লগইন করুন। যদি একাউন্ট করা না থাকে একাউন্ট করে নিন।
স্টেপ-০২
অ্যাড সাইট এ ক্লিক করুন https://prnt.sc/14ilhf2 তারপর সাইট নাম দিয়ে, https://prnt.sc/14imcq6 অ্যাড সাইট এ ক্লিক করুন।
স্টেপ-০৩
ক্লিক করার পর আপনি তাদের কোন প্ল্যান নিবেন সেই পেজটা পাবেন। আমরা যেহেতু ফ্রি প্ল্যানটা নিবো তাই ফ্রি প্ল্যান এ ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবো। https://prnt.sc/14implz
স্টেপ-০৪
তারপর আপনি “Review your DNS records” পেজটি পাবেন; https://prnt.sc/14in7mw সেই পেজ এর নিচে যেয়ে কন্টিনিউ তে ক্লিক করেন https://prnt.sc/14inlbj
স্টেপ-০৫
এই স্টেপে এসে আপনার আসল কাজটি করতে হবে আপনি এই পেজ এ এসে স্ক্রিনশট এর মতন পেজ পাবেন https://prnt.sc/14iny54
স্টেপ-০৬
আপনার ডোমেইন একাউন্ট এ লগইন করে ম্যানেজ এ ক্লিক করুন https://prnt.sc/14ije8o তারপর সেখান থেকে Custom DNS সিলেক্ট করুন অথবা অন্য হোস্টিং গুলাতে update nameserver থাকবে বা অন্য কিছু থাকতে পারে মোট কথা আপনাকে পূর্বের DNS তাতে যেতে হবে।
স্টেপ-০৭
ক্লাউডফ্লেয়ারে দেয়া nameserver গুলা আপনার ডোমেইন nameserver এ আপডেট করে দেন NameServer 1 এ ক্লাউডফ্লেয়ারের প্রথমটা NameServer 2 এ ক্লাউডফ্লেয়ারের দ্বিতীয়টা https://prnt.sc/14iovf5 তারপর সেভ করুন ও ক্লাউডফ্লেয়ারে এ Done, check namesever দিন।
স্টেপ-০৮
আপনি উপরের মেনু থেকে SSL এ ক্লিক করুন https://prnt.sc/14ipfca ও https://prnt.sc/14ipnaf স্ক্রিনশট এর মতন SSL ফুল রাখুন এবং SSL/TLS Recommender “On” করে দেন।
কিছুক্ষণ পর আপনি হোম পেজ এ গেলে ডোমেইন নামের নিচে একটিভ দেখাবে https://prnt.sc/14iq0ui
অতিরিক্ত টিপস
অনেকের সাইট এ বট ক্লিক হয় বা দেখা যায় একটি সাইট থেকে প্রচুর ট্রাফিক আসছে সেই রকম কিছু হলে আমাদের এডসেন্স সাইট এড লিমিট হতে পারে বা আমরা সঠিক রেভিনিউ হারাই তাই এর একটা সহজ সমাধান হচ্ছে আপনার সাইট যদি ক্লাউডফ্লেয়ারে অ্যাড থাকে তাহলে আপনি ক্লাউডফ্লেয়ার থেকে ডোমেইন এ ক্লিক করে https://prnt.sc/14iqf1j এই পেজ থেকে “Quick Actions” এর “Under Attack Mode” টা on করে দিবেন তাহলেই আপনি অনেকখানি নিরাপদ।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023