কনটেন্ট কোয়ালিটি কিভাবে চেক করবেন ?

আমরা যারা ব্লগিং বা এফিলিয়েশন এর সাথে যুক্ত তারা সবাই জানি কোয়ালিটি কনটেন্ট এর বিকল্প নাই।  আপনি যতই ভালোই কীওয়ার্ড রিসার্চ বা অন পেজ এসইও করেন না কেন কনটেন্ট যদি ভালো না হয় তবে আপনি অবশ্যই রাঙ্কিং এ পিছিয়ে থাকবেন তাই সব কিছুর সাথে কনটেন্ট কোয়ালিটি তাও ঠিক হতে হবে। 

আর আমরা যারা কনটেন্ট কোয়ালিটি চেক করতে না পারি আজকে তাদের জন্যই এই লিখা 

১) কনটেন্ট কোয়ালিটি স্কোর চেক করুন 

কনটেন্ট কোয়ালিটি স্কোর চেক করার বেশ কিছু টুলস আছে আপনি চাইলে সেইগুলা দিয়েই চেক করে নিতে পারেন যেমন Frase.io / Marketmuse / Serfur SEO এই ৩ টি টুলস দিয়ে আপনি চাইলেই সহজেই কনটেন্ট এর স্কোর কিন্তু চেক করে নিতে পারবেন। যেমন কোথায় কোথায় আপনি NLP ওয়ার্ড ব্যবহার করতে মিস করেছেন সেইগুলা চেক সহজেই করে স্কোর বাড়িয়ে নিতে পারবেন। 

২) কনটেন্ট প্লাগেরিসম ফ্রি কিনা চেক করুন 

আপনারটা কনটেন্ট ডুপ্লিকেট ইসু আছে কিনা সেইটা আমি চাইলে বিভিন্ন প্লাগেরিসমটুলস দিয়ে চেক করে নিতে পারবেন। যেমন copyscape/quetext ফ্রি হলে SEO Small Tools  

৩) কনটেন্ট গ্রামার ও স্পেলিং মিস্টেক ফ্রি কিনা চেক করুন 

গ্রামার ও স্পেলিং চেক করার জন্য গুগল ডক বা গ্রামারলি ব্যবহার করতে পারেন। গুগল গ্রামার ও স্পেলিং মিস্টেক একদম পছন্দ করে না। তাই কনটেন্ট গ্রামার ও স্পেলিং মিস্টেক ফ্রি রাখুন। 

৪) কনটেন্ট কীওয়ার্ড ফোকাস লিখা কিনা চেক করুন 

কনটেন্ট আপনার মূল কীওয়ার্ডকে ফোকাস করে লিখা কিনা ও সাব হেডিং গুলা রিলেভেন্ট কিনা অবশ্যই সেইটা চেক করুন। অপ্রাসঙ্গিক লিখা গুগল একদম পছন্দ করে না। 

৫) কনটেন্ট নির্ভরযোগ্য সোর্স দেয়া আছে কিনা চেক করুন 

কনটেন্ট এর মধ্যে ডাটা /স্ট্যাটিসটিক্সস/ অথবা রেফারেন্স নিয়ে আসতে পারলে সেইটা আপনার কনটেন্ট কোয়ালিটি অন্যদের থেকে অবশ্যই একটু বেশি হলেও বেনিফিটস পাবেন। 

৬) ফ্যাক্ট গুলা চেক করে নিবেন  

কনটেন্ট লিখিয়ে নেয়ার পর বা লিখার পর আপনার ডাটা বা ইনফো গুলা আবার চেক করে নিন। আপনি আপনার কম্পিটিটর ওয়েবসাইট গুলা থেকেই ফ্যাক্ট গুলা চেক করে দেখতে পারেন সহজেই। 

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap