কীওয়ার্ড রিসার্চ আপডেটেড [২০২১]

কীওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইও এর এমন একটা পার্ট যেইটা ছাড়া আপনি এই ইন্ডাস্ট্রিতে অচল বলতে পারেন। আপনি ব্লগিং করেন অথবা এফিলিয়েট, ই কমার্স এসইও করেন অথবা লোকাল এসইও কীওয়ার্ড রিসার্চ লাগবেই। 
তাই আপনি যদি ভালো করে কীওয়ার্ড রিসার্চ নাই শিখেন তবে আপনি এসইও ইন্ডাস্ট্রিতে খুব একটা ভালো কিছু করতে পারবেন না। 

লো কম্পিটেটিভ কীওয়ার্ড কিভাবে সাহায্য করতে পারে 

১) খরচ কমায় 
একটি লো কম্পিটেটিভ কীওয়ার্ড ব্যাকলিংক ছাড়া রাংকিং এ যেমন সুবিধা দেয় ফলে আপনার খরচ বেঁচে যায়।  

২) প্রজেক্ট ফেইল হওয়া থেকে রক্ষা করে 
আপনি ব্লগিং করেন অথবা এফিলিয়েট, আপনার প্রজেক্ট  কিন্তু সফলতা কিছু বিষয়ের উপর নির্ভর করবে যেমনঃ কীওয়ার্ড রিসার্চ, কনটেন্ট অন-পেজ এর মধ্যে যেহেতু কীওয়ার্ড রিসার্চটা প্রথমেই আসে সেহেতু এইটার প্রতি প্রথমেই গুরুত্ব দেয়া দরকার। 

৩) দীর্ঘ-মেয়াদে সুফল
যেহেতু লো কম্পিটেটিভ কীওয়ার্ড কেউ টার্গেট করে নাই তাই এটি কম্পিটেটিভ হতে অনেক সময় পাবেন যেইটা পরে আপনাকে দীর্ঘ-মেয়াদে অনেকটা চিন্তা মুক্ত রাখবে কম্পিটিশন থেকে।     

আমি যেভাবে কীওয়ার্ড সিলেকশন করি !!!!

✅
  • Save
টপ ১০ কম্পিটিটর ওয়েবসাইট এভারেজ DR ৩০ হলে (Ahrefs অনুযায়ী)\

✅
  • Save
Ahrefs KD ০-৩ এর মধ্যে হলে (আমাজন প্রজেক্ট) KD ০-১০ (এডসেন্স প্রজেক্ট) [দেখার দরকার নাই]

✅
  • Save
টপ ৫ এর মধ্যে সোশ্যাল সাইট ও ফোরাম সাইট থাকলে বা টপ ১০ এর মধ্যে কম পক্ষে ২/৩ তা সোশ্যাল সাইট বা ফোরাম সাইট থাকলে।

✅
  • Save
Ahrefs টপ ১০ এ দেখা তারা এক্সাক্ট কীওয়ার্ড টাইটেল ও ইউআরএল এ টার্গেট করেছে কিনা ?

✅
  • Save
টপ ১০ কম্পিটিটর কনটেন্ট লেন্থ দেখা ও কনটেন্ট তার থেকে ভালো দিতে পারবেন কিনা তা দেখা।

✅
  • Save
গুগল ট্রেন্ড থেকে কীওয়ার্ডটার সার্চ কেমন হয় তার ট্রেন্ড দেখে নেই (সিজনাল কিনা)

✅
  • Save
টপ ১০ এর মধ্যে বেশির ভাগ ইনডেক্স পেজ ৫০০ এর নিচে হয় (ইনডেক্স পেজ অবশ্যই ঐ কীওয়ার্ড টার্গেট করে হতে হবে) ইনডেক্স পেজ যত কম থাকে তত ভালো।”কীওয়ার্ড পিক করার আগে এই শর্তগুলা চেক করে নিবেন।”

১) টপ-টেন যারা আছে তাদের মধ্যে কিছু ওয়েবসাইট কি “সার্চ ইনটেন্ট/কীওয়ার্ড” এক্সাক্ট বা পুরাপুরি ম্যাচ করে না ?

২) টপ-টেন থেকেও কি আমি কোয়ালিটি ব্যাকলিংক করতে পারবো ?

৩) কম্পিটিটর থেকে আমার ওয়েবসাইট এর DR সমান না বেশি ?

৪) টপিক্যাল অথরিটি দিক থেকে কি আপনার ওয়েবসাইট কম্পিটিটর সাথে সমান বা বেশি ?নিচের শর্তগুলার মধ্যে যদি বেশিরভাগ হা হয় তবে আপনি চোখ বন্ধ করে কীওয়ার্ড নিয়ে নেন। তবে একদম ফ্রেশ ওয়েবসাইট এর জন্য প্রথম ২ তা শর্ত পূরণ করলেই হলো। আপনাদের কারো কোনো স্পেশাল ট্রিকস থাকলে নিচের কমেন্ট বক্সে জানাইয়েন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap