কীওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইও এর এমন একটা পার্ট যেইটা ছাড়া আপনি এই ইন্ডাস্ট্রিতে অচল বলতে পারেন। আপনি ব্লগিং করেন অথবা এফিলিয়েট, ই কমার্স এসইও করেন অথবা লোকাল এসইও কীওয়ার্ড রিসার্চ লাগবেই।
তাই আপনি যদি ভালো করে কীওয়ার্ড রিসার্চ নাই শিখেন তবে আপনি এসইও ইন্ডাস্ট্রিতে খুব একটা ভালো কিছু করতে পারবেন না।
লো কম্পিটেটিভ কীওয়ার্ড কিভাবে সাহায্য করতে পারে
১) খরচ কমায়
একটি লো কম্পিটেটিভ কীওয়ার্ড ব্যাকলিংক ছাড়া রাংকিং এ যেমন সুবিধা দেয় ফলে আপনার খরচ বেঁচে যায়।
২) প্রজেক্ট ফেইল হওয়া থেকে রক্ষা করে
আপনি ব্লগিং করেন অথবা এফিলিয়েট, আপনার প্রজেক্ট কিন্তু সফলতা কিছু বিষয়ের উপর নির্ভর করবে যেমনঃ কীওয়ার্ড রিসার্চ, কনটেন্ট অন-পেজ এর মধ্যে যেহেতু কীওয়ার্ড রিসার্চটা প্রথমেই আসে সেহেতু এইটার প্রতি প্রথমেই গুরুত্ব দেয়া দরকার।
৩) দীর্ঘ-মেয়াদে সুফল
যেহেতু লো কম্পিটেটিভ কীওয়ার্ড কেউ টার্গেট করে নাই তাই এটি কম্পিটেটিভ হতে অনেক সময় পাবেন যেইটা পরে আপনাকে দীর্ঘ-মেয়াদে অনেকটা চিন্তা মুক্ত রাখবে কম্পিটিশন থেকে।
আমি যেভাবে কীওয়ার্ড সিলেকশন করি !!!!







১) টপ-টেন যারা আছে তাদের মধ্যে কিছু ওয়েবসাইট কি “সার্চ ইনটেন্ট/কীওয়ার্ড” এক্সাক্ট বা পুরাপুরি ম্যাচ করে না ?
২) টপ-টেন থেকেও কি আমি কোয়ালিটি ব্যাকলিংক করতে পারবো ?
৩) কম্পিটিটর থেকে আমার ওয়েবসাইট এর DR সমান না বেশি ?
৪) টপিক্যাল অথরিটি দিক থেকে কি আপনার ওয়েবসাইট কম্পিটিটর সাথে সমান বা বেশি ?নিচের শর্তগুলার মধ্যে যদি বেশিরভাগ হা হয় তবে আপনি চোখ বন্ধ করে কীওয়ার্ড নিয়ে নেন। তবে একদম ফ্রেশ ওয়েবসাইট এর জন্য প্রথম ২ তা শর্ত পূরণ করলেই হলো। আপনাদের কারো কোনো স্পেশাল ট্রিকস থাকলে নিচের কমেন্ট বক্সে জানাইয়েন।
- টেস্টিমোনিয়াললিংক বিল্ডিং কি ? কিভাবে তৈরী করবেন ? - January 29, 2022
- ডোমেইন অথরিটি ও পেজ অথরিটি আসলে কি ? কিভাবে তা বাড়ানো যায় ? - January 17, 2022
- আউটবাউন্ড লিংক কি ? কি কি বিষয় লক্ষ্য রেখে আউটবাউন্ড লিংক করবেন। - December 30, 2021