একটি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য নিচের ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ:
-একটি ল্যান্ডিং পেজ টেমপ্লেট নির্বাচন করুন।
-ল্যান্ডিং পেজের ডোমেইন নাম সিলেক্ট করুন।
-ইউনিক ও কোয়ালিটি কনটেন্ট লিখুন।
-ইউনিক ও আকর্ষনীয় ইমেজ সংযোজন করুন।
-সমস্ত লিঙ্ক এবং কল টু অ্যাকশন যাতে কাজ করে তা যাচাই করুন।
-আপনার মেটা ডেসক্রিপশন এবং এসইও টাইটেল লিখুন
-পাবলিশ করুন!
একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে যখন মনে রাখতে হয়:
শক্তিশালী একটি ল্যান্ডিং পেজ তৈরী করতে চাইলে আপনাকে যে যে বিষয় খেয়াল রেখে তৈরী করতে হবে সেইটা নিচে দিয়ে দেয়া হলো;
১) আপনার লক্ষ্য নিধারণ করুন: আপনি কী লক্ষ্য নিয়ে একটি সাইট তৈরী করছেন নির্ধারণ করুন।
২) ভিজ্যুয়াল হায়ারার্কি তৈরি করুন: সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলি কোনটি এবং তাদের আলাদা করে নির্ধারণ করুন।
৩) কল-টু-অ্যাকশন: আপনার ল্যান্ডিং পেজ ভিসিটরদের জন্য কল-টু-অ্যাকশন রাখুন যাতে তারা বুঝতে পারে। এই কল-টু-অ্যাকশন এলিমেন্টগুলি আপনাকে শুরুর দিকে ভালো স্টাটিং দিবে।
৪) আকর্ষণীয় ডিজাইন: আপনার সাইটেরডিসাইন যদি আকর্ষণীয় ও ন্যাভিগেশন ঠিক থাকলে আপনার ভিসিটর ক্লিক করতে এবং ওয়েবসাইট এর পোস্ট গুলা এক্সপ্লোর করতে উত্সাহিত হবে।
৫) কোয়ালিটি কনটেন্ট: আপনার কন্টেন্টটি যাতে ইনফোরমেটিভ হয়ে থাকে পাশাপাশি তা যেন ছোট ছোট পেরাতে লিখা হয় এবং আকর্ষণীয় টাইটেল দিন ।
৬) ইউনিক ইমেজ: বর্তমাকে সার্চ ইঞ্জিন ইউনিক ইমেজকে বেশ প্রাধান্য দিচ্ছে তাই ইউনিক ইমেজ ব্যবহার করুন।
৭) হার্ড সেল এ যান: মনে রাখবেন আপনি ল্যান্ডিং পেজ তৈরী করেছেন কোনো কারণ ছাড়া না তাই ভীতু না হয়ে হার্ড সেল এ যান।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023