কিভাবে ব্রোকেন লিংক চেক করবেন ও ব্যাকলিংক করতে পারেন।

আপনারা জানেন কি ব্রোকেন লিংক আপনার সাইট এ থাকলে সাইট স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয় ও এই ব্রোকেন লিংক যদি আপনি অন্য কোনো সাইট এ দেখতে পান তাহলে আপনি কিন্তু ঐ সাইট থেকে আপনি একটি ব্যাকলিংক পেয়েও যেতে পারেন ! আমি আপনাদের সাথে ফ্রি টুলস ব্যবহার করে কিভাবে ব্রোকেন লিংক বের করবেন তা বলবো। 

কিভাবে ব্রোকেন লিংক বের করবেন ?

ধাপঃ ০১
প্রথমত আপনি খুঁজে বের করবেন ওয়েবসাইট এর কোথায় ব্রোকেন লিংক আছে ? খুঁজে বের করার জন্য আপনি স্ক্র্যামিং ফ্রগ (Screaming frog) নামের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যেই পেজ গুলাতে ব্রোকেন লিংক পাবেন ঐ পেজগুলা থেকে ব্রোকেন লিংক বের করে ফিক্স করা লাগবে। 

ধাপঃ ০২
আপনি Broken Link Checker নামের এক্সটেনশনটি ইনস্টল করে নেন। তারপর যদি আপনার ওয়েবসাইট এর পেজ এর ব্রোকেন লিংক চেক করতে চান তবে ঐ পেজ এ যেয়ে এক্সটেনশনটিতে ক্লিক করবেন। এক্সটেনশনটি আপনার পেজ এর কোথায় ব্রোকেন লিংক আছে তা দেখিয়ে দিবে। 

ব্রোকেন লিংক আপনার ওয়েবসাইট এর কি সমস্যার সৃষ্টি করে ?

গুগল বট যখন ক্রল করতে আসে তখন কিন্তু আপনার লিংক গুলা ধরেই এক পেজ থেকে অন্য পেজ এ যায়। আপনার সাইট এ যদি ব্রোকেন লিংক থাকে তাহলে গুগল বট ক্রল করার সময় সিগন্যাল যায় যে ঐ পেজ এর লিংক এরপর কিছুই নাই ফলে গুগল বট ক্রল করা কমিয়ে দেয়। সাইট স্ট্রাকচার সমস্যার কারণে আপনার সাইট এ পরবর্তীতে ইনডেক্সিং ইস্যু দেখা দিতে। 

কিভাবে অন্য ওয়েবসাইট থেকে লিংক পেতে পারেন ?
আপনার নিশ অনুযায়ী কম্পিটিটর সাইট গুলাতে ব্রোকেন লিংক চেকার দিয়ে যদি চেক করে দেখেন। যদি ব্রোকেন লিংক পেয়ে যান ও দেখেন যে ঐ লিংকটা কি অন্য কোনো সাইটকে দেয়া কিনা? যদি এক্সিস্টিং লিংক হয় তবে আপনি সাইট owner এর মেইল আইডি খুঁজে বের করুন ও তাকে একটা মেইল দেন। 

ব্রোকেন লিংক ডেমো মেইল বডি :
Hey, name of the website owner,
(You name) here,
I am writing a post (for your site) on the topic of broken link building and I actually found on (Name of the website). The link is the post; ABC example dot com. It goes to the page; XYZ example dot com. 
Here is the screenshot of the broken link; (Link)
It looks like it used to be a guide about recovering from Google penalties, But the website owner removed it a while back 🙁
I actually have a similar guide to ” link quality, penalties, and bad links”  (Your post link) – It might make a nice replacement?

Either way,  Just thought I’d let you know! – I’ll be mentioning and linking to you in my guide. 

Hope you’re having a great week.

Cheers,
XYZ

নোট: আপনি যদি Ahrefs ব্যবহার করেন তবে বাম পাশের ব্যাকলিংক প্রোফাইল বা ব্যাকলিংক এ ক্লিক করেই ব্রোকেন এ ক্লিক করলেই আপনাকে ব্রোকেন লিংকের ইউআরএল গুলা দেখিয়ে দিবে।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “কিভাবে ব্রোকেন লিংক চেক করবেন ও ব্যাকলিংক করতে পারেন।”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap