নিউ বর্ন একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা উচিৎ

এসইও নিয়ে যারা নতুন তারা প্রথমেই যেই যেই সমস্যাতে পড়েন তা হচ্ছে নিশ সিলেকশন কীওয়ার্ড রিসার্চ ও ইনডেক্সিং ইস্যু। আজ তাই এই ৩ টা নিয়েই প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করবো।   

১) সম্পূর্ন নিউ বর্ন একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা উচিৎ? প্রথমেই কি পেইড টুলসের হেল্প নিয়ে করা উচিৎ? (যদিও আমার পেইড টুল কেনা আছে) নাকি সবার আগে ব্রেইনস্ট্রোমিং, গুগল ট্রেন্ডস, গুগল সাজেস্ট, এন্সার দ্যা পাবলিক এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আইডিয়া নেয়া উচিৎ?

উত্তরঃ আপনি প্রথমেই নিশ সিলেক্ট করে নিবেন তারপর কীওয়ার্ড রিসার্চ। এখন আসেন একটা নতুন সাইট এর জন্য আপনি কেমন করে কীওয়ার্ড রিসার্চ করবেন ?

১) কীওয়ার্ড গুলার টপ টেন দেখবেন সেইগুলা আপনার কীওয়ার্ড এর ইনটেন্ট এরসাথে মিল না থাকে। মানে আপনার কীওয়ার্ড ফোকাস না হয়। 

২) সোশ্যাল মিডিয়া ও ফোরাম (নিশ রিলেটেড না) টপ টেন এ থাকলে সিলেক্ট করে নিবেন। 

৩) টপ টেন এ বেশির ভাগ নতুন সাইট থাকলে 

৪) টপ টেন সাইট থেকে আপনি আরো ভালো কনটেন্ট দিতে পারবেন ও ভালো ব্যাকলিংক করতে পারবেন এমন কীওয়ার্ড পেলে।   

২)কিওয়ার্ড সিলেকশান করার পরে কি প্রতিটা কিওয়ার্ড দিয়ে ভিন্ন ভিন্ন কন্টেন্ট আপলোড করা উচিৎ হবে নাকি একটা কিওয়ার্ড এবং তার এলএসআই কিওয়ার্ড ব্যাবহার করে কন্টেন্ট আপলোড করা উচিৎ?

উত্তরঃ একটা কীওয়ার্ড এর উপর একটা কনটেন্ট দিবেন তবে আপনি ঐ কীওয়ার্ড এর বিপরীতে আরো রিলেটেড কীওয়ার্ড নিয়ে কনটেন্ট এ ইমপ্লিমেন্ট করবেন। 

৩) আমার একটি নতুন ওয়েবসাইট আছে, যেটি ১২ দিন আগে বানানো হয়েছে। আমি ৫-৬ দিন আগেই এটার ব্যাসিক এসইও করে রেখেছি। এবং ৭-৮ টি পেজ নতুন ভাবে তৈরী করেছি।

৫-৬ দিন হলো এটাকে গুগোল সার্চ কন্সোলে এড করেছি, কিন্তু ওয়েবসাইট টিকে site: করলে প্রথম দুই পেজ সার্চ বক্সে দেখায়। এটাতে যে এসইও করা হয়েছে, সেগুলো দেখাচ্ছে না, আর নতুন করে যেসব পোস্ট করা হয়েছিলো, সেগুলোই ইন্ডেক্স হচ্ছে না।

সার্চ কন্সোলে চেক করলে প্রায় সব পোস্টে page is not indexed; page is discovered but not index দেখাচ্ছে। এমতাবস্থায় করণীয় কি???

আপনি site: দিয়ে সঠিক রেজাল্ট পাবেন না, তাই সার্চ কনসোল থেকে আপনি এমন এরর গুলা দেখবেন ও সেই মোতাবেক কাজ করবেন।  

এখন চলুন কিভাবে এর সমাধান করবো আমরা সেইটা জানি;

আপনি গুগল নিউস এ আপনার ব্লগ সাইটটি অপঃপ্রভাল করিয়ে নিতে পারেন অথবা আপনি ইনস্ট্যান্ট ইনডেক্স এপিআই ব্যবহার করতে পারেন।  অথবা আপনি সোশ্যাল শেয়ার ও ইউআরএল ইন্সপেক্ট থেকে ইনডেক্স রিকোয়েস্ট দিতে পারেন। তারআগে আপনার কনটেন্ট কিছুটা ইম্প্রোভ করে নিয়েন। আশাকরি ইনডেক্সিং সমস্যার সমাধান হয়ে যাবে। 

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap