Wordpress/ yoast/ Rank math কিভাবে লেটেস্ট ভার্সন থেকে পূর্বের কোনো এক ভার্শনে ফিরে যেতে পারেন?

অনেকের দেখা যায় ওয়ার্ডপ্রেস/ yoast/ Rank math আপডেট ভার্সন আসার পর সেইটা যদি আপডেট করে তখন দেখা যায় আপডেট ভার্শনে সমস্যা করে। এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় আপনার PHP ভার্সন এর সাথে খাপ খায় না বা আপনার থিম বা প্লাগিন কনফ্লিক্ট এর কারণে বা ওয়ার্ডপ্রেস/yoast/Rankmath এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে bug থাকার কারণে।    
তবে সেক্ষেত্রে ডাউনগ্রেড করা কিন্তু পারমানেন্ট সল্যুশন না। এইটা টেম্পোরারি কারণে করতে পারেন কারণ লেটেস্ট ভার্সন এ আগের ত্রুটি গুলো সমাধান করেই নিয়ে আসা হয়।       

যেভাবে ডাউনগ্রেড করতে পারেন

তাহলে চলুম জেনে নেই কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস / Yoast/ Rankmath ডাউনগ্রেড করতে পারেন ?

আপনি ২ ভাবে ডাউনগ্রেড করতে পারেন; ১) ম্যানুয়ালি ২) প্লাগিন এর মাধ্যমে। আমি আপনাদের ম্যানুয়ালি প্লাগিন দিয়ে কিভাবে ডাউনগ্রেড করতে হয় তা বলবো। 

Wordpress

আমাদের বলতে পারেন ৯০%-৯৫% সাইট ওয়ার্ডপ্রেস এ বিল্ড করা তাই আমাদের ওয়ার্ডপ্রেস এ সমস্যা দেখা দিলে সবাই একটু হলেও চিন্তার ভাঁজ পরে। তাই চিন্তা না করে নিচের স্টেপ ফলো করে আপনি সমস্যার সমাধান করতে পারেন। 

স্টেপ-০১:
Wp ডাউনগ্রেড প্লাগিনটি ইনস্টল করুন; https://prnt.sc/13gkhr5

স্টেপ-০২
এই স্টেপে আপনি সেটিং এ যেয়ে ডাউনগ্রেড অপসন পাবেন স্ক্রিনশট এর মতন https://prnt.sc/13gku0c তারপর wpdowngrade এ ক্লিক করুন। 

স্টেপ-০৩
আপনি wpdowngrade এর ড্যাশবোর্ড দেখতে পাবেন; https://prnt.sc/13gkjrn তারপর আপনি ড্যাশবোর্ড এর wordpress target version এ  যেয়ে আপনি যেই ভার্শনে যেতে চান সেই ভার্সন দেন তারপর সেভ চেঞ্জ দেন। 
আপনি যদি ওয়ার্ডপ্রেস রিলিজ গুলা পেতে চান তাহলে এই লিংক এ যেয়ে দেখেন; https://wordpress.org/download/releases/

স্টেপ-০৪
এই স্টেপ এ যেয়ে আপনি ড্যাশবোর্ড থেকে আপডেট এ যান https://prnt.sc/13gklrm তারপর আপনি re-install দেন; https://prnt.sc/13gkn2l ব্যাস আপনার wpdowngrade কমপ্লিট। কমপ্লিট হবার পর আপনাকে এই রকম একটি ওয়েলকাম মেসেজ দেয়া হবে; https://prnt.sc/13gkopx

Yoast

yoast এর ক্ষেত্রেও অনেক সময় প্লাগিনটি আপডেট দেয়ার পর ঝামেলা করে। তাই আপনি চাইলে yoast এর আগের ভার্শনে চলে যেতে পারেন। তাহলে চলেন পুরা প্রসেসটা জেনে নেই; 

স্টেপ-০১
প্রথমেই আপনি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড প্লাগিন এ যেয়ে সার্চ বক্সে WP Rollback কথাটি লিখে সার্চ করুন। আপনি সার্চ করার পর এই প্লাগিনটি সামনে আসবে https://prnt.sc/13gp2cy ইনস্টল দিয়ে একটিভ করুন। 

স্টেপ-০২
এখন আপনি আবার প্লাগিন সেকশন এ ফিরে যেয়ে দেখুন yoast এর সাথে rollback কথাটা আসছে কিনা ? https://prnt.sc/13gp39a রোলব্যাক এ ক্লিক করুন। 

স্টেপ-০৩: 
এটি সর্বশেষ স্টেপ। এই স্টেপে আপনি রোলব্যাক এর ড্যাশবোর্ড থেকে yoast এর বিভিন্ন ভার্সন পাবেন। তবে রেকমেন্ডেড হচ্ছে লেটেস্ট ভার্শনের ঠিক আগের ভার্সন আপনি সিলেক্ট করবেন। https://prnt.sc/13gp4vy হয়ে গেলো আপনার yoast এর রোলব্যাক। 

এই রোলব্যাক প্লাগিনটি বেশ মজার একটা বিষয় হচ্ছে আপনি এই প্লাগিন দিয়ে যেই যেই প্লাগিন গুলার বিভিন্ন ভার্সন আছে সেইগুলাকে আগের ভার্শনে যেতে পারবেন।   

Rankmath

yoast এর মতন rankmath এও আপনি চাইলে রোলব্যাক করতে পারেন। তবে rankmath এর খুব একটা ভার্সন নাই আর yoast এর মতন খুব একটা ইস্যু নাই বিদায় Rankmath টা দেখলাম না কিন্তু প্রসেসটা একই। 

নোট: ম্যানুয়ালটা কথা বলি নাই কারণ ঐটা একটু জটিল প্রক্রিয়া। অনেকের ম্যানুয়াল প্রসেসটা মাথার উপর দিয়ে যাবে। তবে হিন্টস দিয়ে দেয় ওয়ার্ডপ্রেস আপনাকে ফাইলজিল্লা দিয়ে আর yoast/rankmath সিপ্যানেল এ যেয়ে wp content থেকে কাজ করতে হয়।     

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap