ব্লগ এর জন্য
ব্লগের ক্ষেত্রে আপনি ফ্রি ইমেজ সাইট গুলা ব্যবহার করতে পারেন। যেমনঃ Unsplash/ Pixabay/ Pexels/CANVA ব্যবহার করতে পারেন।

এফিলিয়েট এর জন্য
যারা এফিলিয়েট এ নতুন তারা আসলে ইমেজ নিয়ে বেশ সমস্যায় পরে। কারণ বায়িং কনটেন্ট গুলাতে প্রোডাক্ট এর ছবি ব্যবহার করতে গেলে সমস্যা দেখা দেয়। আপনার আমাজন একাউন্ট থাকলে সাইটস্ট্রাইপ দিয়েই ছবি ব্যবহার করতে পারবেন কিন্তু বিপত্তি হয় যখন আপনি একদম নতুন মানে আপনার আমাজন এ কোনো একাউন্ট নাই তখন !!! সেইক্ষেত্রে আপনি নিচের পদ্ধতিগুলা ফলো করতে পারেন;
আপনি আমাজন থেকে ছবি নিয়ে অনলাইন টুলস গুলা দিয়ে ভালো ভাবে রি-সাইজ করে নিবেন যাতে একদম ডুপ্লিকেট না হয়।
আরো নিরাপদ পদ্ধতি হচ্ছে আপনি ইউটিউব থেকে ঐ প্রোডাক্ট এর ছবি স্ক্রিণশট নিয়ে রি-সাইজ করে ব্যবহার করা।
তবে আমাজন একাউন্ট করার সাথে সাথে ছবি গুলা সাইটস্ট্রাইপ দিয়ে নামিয়ে রিপ্লেস করে নিবেন।
নোট: ইমেজ সাইজ ১০০ kb এর নিচে রাখবেন।
- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022