ব্লগ এর জন্য
ব্লগের ক্ষেত্রে আপনি ফ্রি ইমেজ সাইট গুলা ব্যবহার করতে পারেন। যেমনঃ Unsplash/ Pixabay/ Pexels/CANVA ব্যবহার করতে পারেন।

এফিলিয়েট এর জন্য
যারা এফিলিয়েট এ নতুন তারা আসলে ইমেজ নিয়ে বেশ সমস্যায় পরে। কারণ বায়িং কনটেন্ট গুলাতে প্রোডাক্ট এর ছবি ব্যবহার করতে গেলে সমস্যা দেখা দেয়। আপনার আমাজন একাউন্ট থাকলে সাইটস্ট্রাইপ দিয়েই ছবি ব্যবহার করতে পারবেন কিন্তু বিপত্তি হয় যখন আপনি একদম নতুন মানে আপনার আমাজন এ কোনো একাউন্ট নাই তখন !!! সেইক্ষেত্রে আপনি নিচের পদ্ধতিগুলা ফলো করতে পারেন;
আপনি আমাজন থেকে ছবি নিয়ে অনলাইন টুলস গুলা দিয়ে ভালো ভাবে রি-সাইজ করে নিবেন যাতে একদম ডুপ্লিকেট না হয়।
আরো নিরাপদ পদ্ধতি হচ্ছে আপনি ইউটিউব থেকে ঐ প্রোডাক্ট এর ছবি স্ক্রিণশট নিয়ে রি-সাইজ করে ব্যবহার করা।
তবে আমাজন একাউন্ট করার সাথে সাথে ছবি গুলা সাইটস্ট্রাইপ দিয়ে নামিয়ে রিপ্লেস করে নিবেন।
নোট: ইমেজ সাইজ ১০০ kb এর নিচে রাখবেন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023