যাদের নিজেদের ব্লগ বা ক্লায়েন্ট প্রজেক্টর কাজ করেন তাদের কনটেন্ট আইডিয়া জেনারেট করতে হয়। যদিও আপনার ব্লগের জন্য হয়তো আপনি পার্ট টাইম রাইটার নিয়োগ দেন। হয়তো অনেকেই নিজেরাই নিজেদের কটেন্ট লিখতে পারেন তাদের জন্যও কনটেন্ট আইডিয়া জেনারেট করা খুব জরুরী। কারণ কনটেন্ট আইডিয়া ভালো না হলে আপনার ওয়েবসাইট এ ভিসিটর না আসার সম্ভবনাই বেশি ফলে আপনি ক্ষতিগ্রস্তই হবেন। তাই কনটেন্ট আইডিয়া অনেক জরুরি।
কনটেন্ট আইডিয়া জেনারেট করার মাধ্যম :
কনটেন্ট আইডিয়া জেনারেট করতে হলে আপনি কয়েকটি মাধ্যমে তা করতে পারেন।
(১) প্রশ্ন উত্তর সাইট : quora ও Yahoo Answer থেকে আপনি আপনার কনটেন্ট আইডিয়া খুব সহজেই জেনারেট করতে পারেন। quora তে আপনি আপনার নিশ এ সার্চ দিলে দেখবেন প্রচুর আইডিয়া পাচ্ছেন কন্টেন্টের জন্য। কমেন্ট সেকশন তও ফলো করেন মানুষ কোনটা বেশি আগ্রহ প্রকাশ করছে।
Yahoo answer ও একই স্ট্রেটেজি ফলো করতে পারেন।
(২) Reditt : রেডিট এ আপনি আপনার নিশ অনুযায়ী সাব রেডিট এ গেলেই অনেক টপিক পেয়ে যাবেন ও আপনি কমেন্ট সেকশন থেকেও অনেক আইডিয়া নিতে পারবেন।
(৩) গুগল নিউস : আপনি গুগল নিউস থেকে আপনার নিশ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে কনটেন্ট আইডিয়া নিতে পারেন খুব সহজেই।
(৪) Google Trend : গুগল ট্রেন্ড থেকে আপনি আপনার কনটেন্ট আইডিয়া পেতে পারেন। আপনি গুগল ট্রেন্ডে যেয়ে আপনার কীওয়ার্ড দিলে বা সীড কীওয়ার্ড দেলে রিলেটেড টপিকস ও রিলেটেড অনেক কীওয়ার্ড পাবেন জিও লোকেশন অনুযায়ী। এর মাধ্যমে আপনি আপনার কনটেন্ট আইডিয়া নিতে পারেন।
(৫) Portent’s Idea content Genarator : এই টুলস এ আপনি সার্চ বক্সে আপনার কীওয়ার্ড দিলে এই টুলস অটো আপনার কীওয়ার্ড জেনারেট করে দিবে আর দেখাবে আপনি কনটেন্ট এর টাইটেল কি দিতে পারেন। এর মাধ্যামে আসলে আপনি আপনার কনটেন্ট আইডিয়াও নিতে পারেন।
(৬) Buzz sumo: এই ওয়েবসাইট এ আপনি হাজার হাজার সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডি কনটেন্ট গুলো পাবেন যার মাধ্যমে আপনি সহজেই অনেক ভালো একটা আইডিয়া পাবেন কনটেন্ট এর জন্য।
(৭) Content Row’s Link Bait Title Generator : ওয়েবসাইট এ আপনি সার্চ বক্সে কীওয়ার্ড দিলে আপনাকে ৫/৬ টা কনটেন্ট আইডিয়া দেখাবে। সাথে টপিক দিলে আপনাকে আরো বেশি কনটেন্ট আইডিয়া দিয়ে থাকে। এই টুলসটি আইডিয়া জেনারেট করার জন্য বেশ ভালো টুলস
এছাড়াও কিসু টুলস আছে যার মাধ্যমে আপনি কনটেন্ট আইডিয়া জেনারেট করতে পারেন।
(১) Hub spot blog topic genaretor
(২) All Top
(৩) Ubersuggest
এই ৭ টি টুলসের মাধ্যমে আপনি সহজেই আপনার ব্লগের জন্য কনটেন্ট আইডিয়া জেনারেট করতে পারেন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023