কিভাবে ইম্প্রেশনের সাথে ক্লিক বাড়াবেন।

অনেকের দেখা যায় ক্লিক অনেক কম কিন্তু ইম্প্রেশন অনেক বেশি। ইম্প্রেশন তো আসছে কিন্তু কিভাবে ক্লিক বাড়াবো ? বা কি করলে আরো বেশি ক্লিক পাবো ?
এইগুলা এখন মোটামোটি কমন প্রশ্ন।
প্রথম ধাপ 
আপনি আগে খুঁজে বের করেন আপনি কোন কোন পেজ/ পোস্ট থেকে সব থেকে বেশি ইম্প্রেশন পাচ্ছেন। 
খুঁজে বের করতে হলে আমাকে আপনার সার্চ কনসোল থেকে। 

  • Save

দ্বিতীয় ধাপ 
সার্চ কনসোলে Performance on Search results থেকে আপনার ইম্প্রেশন দেখতে পারবেন। আপনি চাইলে ডাটা পেজ/কোয়ারি/ সার্চ এপেয়ারেন্স সহ অন্যান্যভাবে দেখতে পারেন। তবে আপনি যেহেতু ক্লিক বাড়াতে চান তাই পেজ অপশন সিলেক্ট করে নিবেন। 

চূড়ান্ত ধাপ
আপনি এখন জানেন আপনার কোন পেজ থেকে সব থেকে বেশি ইম্প্রেশন পাচ্ছেন। এখন আপনি পেজ গুলা ধরে ধরে eye-catchy টাইটেল ও মেটা ডেসক্রিপশন দিন। আর যদি এমন হয় পেজ/পোস্টটি ২/৩ নাম্বার পেজ এ আছে তবে টাইটেল ও মেটার সাথে কনটেন্টটা ইম্প্রোভ করেন। 
আশাকরি, ইম্প্রেশনের সাথে ক্লিকও বাড়বে।        

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap