ওয়েবসাইট বলতে আমরা কিছু টেক্সট ও ইমেজ এর সমাহারকেই বুঝে থাকি। আর ওয়েবসাইট থেকে যদি আপনি ইনকাম করতে চান তবে ট্রাফিক / ভিসিটরের বিকল্প নাই। নিচে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর উপায় বর্ণনাসহ দেয়া হলো –
1) Paid Search:
পেইড সার্চ রেজাল্টস SERP এর টপ টেন এ সবার আগে “বিজ্ঞাপন” শব্দ সহ একটি ছোট সবুজ বক্স থাকে; এখানেই এডভার্টাইসিং কোম্পানি, আপনার মত, তাদের পেজকে তালিকার শীর্ষে দেখানোর জন্য অর্থ প্রদান করে থাকে ৷ এটি Google এড সার্চ ক্যাম্পাইনের মাধ্যমে করা যেতে পারে, যখন কেউ সেই লিঙ্কে ক্লিক করে তখন আপনাকে চার্জ করে থাকে। এই পেইড সার্চের মাধ্যমে আপনি ভিসিটর পেতে পারেন।
2) Display advertising
ডিজিটাল ডিসপ্লে এডভার্টাইসিং হল ইন্টারনেট ওয়েবসাইট, অ্যাপস বা সোশ্যাল মিডিয়াতে ব্যানার বা টেক্সট, ছবি, ভিডিও এবং অডিও দিয়ে তৈরি অন্যান্য এডভার্টাইসিংয়ের ফরম্যাটের মাধ্যমে গ্রাফিক বিজ্ঞাপন। ডিসপ্লে বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হল সাইট ভিসিটরদের কাছে সাধারণ বিজ্ঞাপন এবং ব্র্যান্ড মেসেজ প্রদান করা।
3) Content marketing
কনটেন্ট মার্কেটিং হল একটি মার্কেটিং স্ট্রেটেজি যা প্রাসঙ্গিক কনটেন্ট, ভিডিও, পডকাস্ট এবং অন্যান্য মিডিয়া তৈরি এবং ভাগ করে শ্রোতাদের আকর্ষণ ধরে রাখতে ব্যবহৃত হয়। এই পদ্ধতিটি দক্ষতা প্রতিষ্ঠা করে, ব্র্যান্ড সচেতনতা প্রচার করে এবং আপনি যা বিক্রি করতে চান তা কেনার সময় আপনার ব্যবসাকে মনে রাখতে সাহায্য করে।
4) Writing crisp headlines
ওয়েবসাইট এ ট্রাফিক বাড়ানোর জন্য অবশ্যই eye-catchy হেডলাইন প্রয়োজন। তাই হেডলাইন এ যেই বিষয় প্রাধান্য দিতে পারেন।
১) কনটেন্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা বেছে নিন এবং সেই সুবিধাটি হেডলাইনে যোগ করুন।
২) হেডলাইনে প্রোডাক্ট বা সমস্যা যোগ করুন। সাথে আপনি নাম্বার অ্যাড করতে পারেন যদি কনটেন্ট ঐরকম হয়ে থাকে।
5) SEO activities
এসইও এক্টিভিটিস এর মধ্যে আপনি যেইগুলা অবশ্যই অবশ্যই করতে হবে তার একটি চেকলিস্ট নিচে দিয়ে দিচ্ছি;
১) কীওয়ার্ড রিসার্চ
২) সাইট সেটআপ
৩) কনটেন্ট রাইটিং ও কনটেন্ট অডিট
৪) অন পেজ এসইও
৫) অফ পেজ এসইও
৬) সাইট অডিট
এসইও তে সমস্যা থাকলে আপনার ওয়েবসাইটে এমনিতেই ট্রাফিক কম আসবে তাই SEO এক্টিভিটিস অত্যাবশক।
6) Content optimization
আপনাকে কনটেন্ট এর মধ্যে খেয়াল রাখতে হবে আপনি টার্গেটেড কীওয়ার্ড ফোকাস করে ইনডেপ্থ কনটেন্ট লিখেছেন বা লিখিয়ে নিয়েছেন কিনা ?
কনটেন্ট এর মধ্যে মেইন কীওয়ার্ড ঠিক মতন বসাইসেন কিনা? কীওয়ার্ড স্তুফিং করেছেন কিনা? মেটা ডেসক্রিপশন, eye-catchy টাইটেল ট্যাগ ব্যবহার করেছেন কিনা ? এবং অবশ্যই রিলেভেন্ট লিংক কনটেন্ট এ ব্যবহার করেছেন কিনা সেইটা ভালো করে চেক করবেন।
7) Targeting long-tail keywords
লং টেইল কীওয়ার্ড গুলা ৩ থেকে ৫ শব্দের মধ্যে হয়ে থাকে। এইগুলা জেনেরিক কীওয়ার্ড থেকেও আরো স্পেসিফিক হয়ে থাকে তাই লং টেইল কীওয়ার্ড গুলা কম কম্পিটেটিভ হয়ে থাকে। আর এই কীওয়ার্ড গুলা আপনার সাইট এর ট্রাফিক বাড়াতে সাহায্য করে থাকে যেহেতু খুব সহজেই রাঙ্ক করা যায়।
8) Guest blogging
গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্ট হচ্ছে আপনি অন্য একটি সাইট এ পোস্ট করবেন তাদের নিয়ম অনুযায়ী এবং সেই পোস্ট থেকে আপনি একটি বা দুইটি লিংক নিতে পারবেন। যদি গেস্ট পোস্ট সাইটটি বেশ ভালো হয় তাহলে চান্স থাকে যে আপনার লিংক ধরে ট্রাফিক আসার।
9) Seeking referral traffic
রেফারাল ট্রাফিক বলতে আপনি যেই মাধ্যমে ট্রাফিক নিতে পারেন তার মধ্যে নিচে মাধ্যম গুলা দেয়া হলো
১) অনলাইন ডিরেক্টরিস
২) ফোরাম এ অংশগ্রহণ করুন
৩) প্রশ্ন উত্তর সাইট গুলা যেমন quora তে একটিভ থাকুন।
৪) ব্লগ কমেন্ট
৫) সোশ্যাল মিডিয়া যেমন: ফেইসবুক/টুইটার/Reddit ইত্যাদি
10) Posting content on LinkedIn
লিংকডইন একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া যেখান থেকে আপনি পার্টিসিপেট করে টার্গেটেড ট্রাফিক আপনার ওয়েবসাইট এ নিয়ে আসতে পারেন।
11) Linking Internally
একটি পোস্ট থেকে অন্য পোস্টে ইন্টারনাল লিংক করার মাধ্যমে আপনার এক পেজ এর ট্রাফিক আপনি অন্য পেজ বা পোস্ট এ নিয়ে যেতে পারেন। এর মাধ্যমে আপনার সাইট এর dwell টাইম বৃদ্ধি করতে পারে।
উপরে উল্লেখিত পয়েন্ট গুলা ছাড়াও ই-মেইল মার্কেটিং ও বেশ কাযকর একটি উপায় ট্রাফিক বাড়ানোর ক্ষেত্রে।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023