ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ?

আমি খেয়াল করেছি যে আপনার ব্যাকলিংক ইনডেক্স  করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে আমি আজ একটি পদ্ধতি শেয়ার করছি যাতে আপনার ইনডেক্সিং ইস্যুটা থেকে মুক্তি পান।  

আপনাদের কাছে ব্যাকলিংক করাটা যতটা কঠিন মনে হয় তার থেকে বেশি সমস্যায় পড়েন ব্যাকলিংক ইনডেক্স নিয়ে। চলুন তাহলে ব্যাকলিংক ইনডেক্স করানোর গোপন টিপসটি দিয়ে দেই;   

ব্যাকলিংক ইনডেক্স করার সহজ পদ্ধতি

ধাপ-০১:
আপনাকে ক্রোম বা ফায়ারফক্স এ একটি নতুন এক্সটেনশন “ubbersuggest” ইনস্টল করতে হবে (আমি মনে করি আপনারা অনেকেই এই এক্সটেনশন এর নামটা জানেন)

ধাপ-০২:
Google এ যেয়ে আপনি সার্চ বক্সে যেয়ে সার্চ করুন: .blogspot.com + (আপনার কীওয়ার্ড)।
আমি আমার নিশ অনুযায়ী যেই কীওয়ার্ড বা যেই শব্দ বেশি ক্লিক করে তা ব্যবহার করি। যেমন আপনি যদি বেবি নিশ নিয়ে কাজ করেন cute baby photo/ Funny baby photo এংকর করতে পারেন। 

ধাপ-০৩: 
আমি যেই সব ব্লগস্পট ব্লগ খুঁজে বের করি ডিএ ১০ এর বেশি। আপনার ubbersuggest এক্সটেনশনটি  আপনাকে ডিএ ১০ এর বেশি ব্লগস্পট ব্লগ খুঁজে পেতে সাহায্য করে থাকে।

ধাপ-০৪: 
পরবর্তী নোটপ্যাড/এক্সেল শিট খুলুন এবং ঐ ব্লগের ঠিকানা কপি করে রাখুন।

ধাপ-০৫:
এখন আবার ubbersuggest ওয়েবসাইটে যান। এবং প্রতিটি ব্লগ থেকে সবচেয়ে জনপ্রিয় পোস্ট খুঁজুন।

ধাপ-০৬: 
কমেন্ট সেক্শনে আপনার ব্যাকলিংক লাগিয়ে এইচটিএমএল কোড ব্যবহার করে একটি মন্তব্য লিখুন। এংকর হিবেসে আপনি ক্লিকেবল এংকর ব্যবহার করুন। 

ধাপ-০৭: 

বেশীরভাগ ব্লগ ভিজিটর (৯০%) যারা এই মন্তব্য দেখবে তারা সেই লিঙ্কে ক্লিক করবেন এবং এটি Google-এ একটি ইতিবাচক সংকেত পাবে। 

আপনার কাজ শেষ। কয়েকদিন অপেক্ষা করুন আপনার লিংকগুলি Google-এ ইনডেক্স হয়ে যাবে। একইভাবে আপনি আপনার ইনডেক্স না হওয়া পোস্ট ইনডেক্স করতে পারেন। এছাড়াও আপনি কিছু ট্রাফিক পাবেন। 

বিঃদ্রঃ যেহেতু ব্লগার এ বেশির ভাগ নো-ফলো লিংক আর গুগল নো-ফলো থেকে একটি সিগন্যাল হিসেবে কাউন্ট করে মানে ইনডেক্সিং এ সুবিধা হয় তাই এমন লিংক নিয়ে খুব একটা সমস্যা হয় না।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ?”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap