১) সাইটের পোস্ট কপি করা রোধে কি করনীয়, আমার মাল নিয়া, আমার সাথেই কম্পিটিশন করতেছে
Any solution?

১) থিম এর মধ্যে কোড ইনপুট দিয়ে
২) প্লাগিন ব্যবহার করে
থিম এর কাস্টোমাইজে যেয়ে আপনি যেভাবে করতে পারবেন;
আপনি থিম এর কাস্টোমাইজ এ যেয়ে Additional CSS এ যাবেন তারপর এই কোডটি পেস্ট করে দেন;
* {
-webkit-touch-callout: none; /* iOS Safari */
-webkit-user-select: none; /* Safari */
-khtml-user-select: none; /* Konqueror HTML */
-moz-user-select: none; /* Old versions of Firefox */
-ms-user-select: none; /* Internet Explorer/Edge */
user-select: none; /* Non-prefixed version, currently supported by Chrome, Opera and Firefox */
}
প্লাগিন ব্যবহারের মাধ্যমে:
অন্য আরো একটি পদ্ধতি হচ্ছে আপনি চাইলে প্লাগিন use করতে পারেন। সেইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগিন দিয়ে টেক্সট কপি বন্ধ করতে পারবেন। তার জন্য অপিনি WP Content Copy Protection প্লাগিন ব্যবহার করতে পারেন।
এর পরেও যদি আপনার কনটেন্ট স্ক্রাপ /চুরি হয়ে থাকে বা সম্ভাবনা থাকে। তাহলে আগে ভাগেই DMCA করে ফেলেন। তারপর যদি দেখেন চুরি হচ্ছে তাহলে আগে ঐ ওয়েবসাইট এর হোস্টিং কোম্পানি কোনটা সেইটা খুঁজে বের করেন তারপর সেই হোস্টিং কোম্পানিকে DMCA takedown notice সেন্ড করেন। আশাকরি আপনার কাজ হয়ে যাবে।
তবে সবথেকে ভালো সল্যুশন হচ্ছে কনটেন্ট দেয়ার সাথে সাথে যাতে ইনডেক্স হয়ে যায় সেইদিকে লক্ষ্য রাখা। তাহলে কপি করেও লাভ হবে না আশা করা যায়। এই পোস্টটি পড়ে ফেলুন; https://tinyurl.com/arjbykek
ইনডেক্সিং দ্রুত হবার জন্য আপনি instant index API প্লাগিন use করতে পারেন বা গুগল নিউস অপপ্রভাল নিতে পরনে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেন পোস্ট করার সাথে সাথেই।
২) একটা লং টেইল কিওয়ার্ড এর সার্চ ভলিউম ২০০। প্রথম পেজে যারা আছে আছে তাদের কারোরই টাইটেল / H1 এ কিওয়ার্ড নাই। বাট তারা Rank করে আছে। এবং সবারই DA 60+.
এক্ষেত্রে কি করনীয়?
কম্পিটিটর এর কি কি মাথায় রেখে কিওয়ার্ড সিলেক্ট করবো?

কীওয়ার্ড নিয়ে আপনি এই পোস্টটি পড়ে ফেলুন; https://tinyurl.com/m44csp4j
কীওয়ার্ড রিসার্চ ভিডিও লিংক:
১) https://www.youtube.com/watch?v=dO-PsEF3r7g
২) https://www.youtube.com/watch?v=23SkSJxMGuk
এখন আসেন আপনার DR নিয়ে একটা ভুল ধারণা আছে সেই ভুল ধারণা ভাঙ্গাই; আমরা এখন আর DR/DA কীওয়ার্ড রিসার্চ এর সময় দেখি না কেন দেখি না তার জন্য আপনাকে Nasir Uddin shamim ভাই এর #misconception পর্বের এই আর্টিকেলটি পরে নিতে হবে; https://tinyurl.com/2p8ahmjm
৩) Recently আমার সাইটে Crawled – currently not indexed এর পরিমাণ বাড়ছে। বুঝতে পারছি না কেন।

- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022