কিভাবে বুঝবেন আপনার কনটেন্ট কপি করছে ও কিভাবে তা ক্লেম করে রিমুভ করাতে পারেন।

অনেক সময় শুনা যায় অনেকের কনটেন্ট চুরি হতে সেইক্ষেত্রে কারো এমন হলে আসলে আপনি তখন কি করবেন? বা কিভাবে বুঝবেন আপনার কনটেন্ট চুরি হয়েছে? কিভাবে আগে থেকেই প্রটেকশন নিতে পারেন ?

প্রথম ধাপ:

প্রথমেই, আপনি যেভাবে আগে থেকেই সতর্ক থেকে চুরি থেকে কিছুটা হলেও নিজেকে বাঁচাতে পারেন !! কিছুটা বললাম এইজন্য যে এই পদ্ধতি আপনাকে পুরাপুরি চুরি বন্ধ করতে সক্ষম নয় তবে আপনি ৮০% নিরাপদ থাকতে পারবেন। আপনার ব্লগ / এফিলিয়েট সাইট এ DMCA প্রটেকশন ব্যাজ সার্টিফিকেট করে নেন। তার জন্য আপনাকে https://www.dmca.com/badges.aspx তে যেয়ে তা করে নিতে হবে। 

দ্বিতীয় ধাপ

চুরি হয়েই গেলো তাহলে এখন কিভাবে বুঝবেন আসলেই চুরি হয়েছে ? এই সময় আপনার এমন সন্দেহ হলে আপনি copyscape/quetext দিয়ে চেক দিয়ে বের করতে পারেন।
আচ্ছা বের তো করলেন এখন কিভাবে আপনি কনটেন্ট অরিজিনালিটি ক্লেম করে রিমুভ করার ব্যবস্থা করবেন?

চূড়ান্ত ধাপ

এইটাই আসল ধাপ, এই ধাপে আপনি প্রথমেই গুগলে রিপোর্ট করবেন নির্দিষ্ট যেই পেজ/পোস্টটি কপি করা হইসে। রিপোর্ট লিংক: https://support.google.com/legal/answer/3110420?visit_id=637482630592969701-595471864&rd=1
তারপর আপনি ঐ ওয়েবসাইট owner কে মেইল করে পেজ/পোস্টটি রিমুভ করে দিতে বলবেন কিন্তু তাতে যদি কোনো সাড়া না মিলে তখন আপনি ঐ সাইট এর হোস্টিং প্রোভাইডারকে নক করবেন তার জন্য আপনাকে হোস্টিং প্রোভাইডার বের করতে হবে তাই আপনি এই মাধ্যমে গুলা ব্যবহার করতে পারেন;  https://hostingchecker.com/https://who.is/ ; http://whois.net/ 
সর্বশেষে আপনি সকল প্রমানাদি দিয়ে ইমেইল করবেন [email protected]
আশাকরি যেই আপনার কনটেন্ট চুরি করেছে, তার সাইটটি পারমানেন্টলি ডাউন হয়ে যাবে।  

আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “কিভাবে বুঝবেন আপনার কনটেন্ট কপি করছে ও কিভাবে তা ক্লেম করে রিমুভ করাতে পারেন।”

  1. অনেক ধন্যবাদ ভাই, আপনাকে গুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap