আমাজন এফিলিয়েট প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন?

কীওয়ার্ড নির্বাচনের এরপর আপনাকে কনটেন্ট লিখানোর আগে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এই প্রোডাক্ট সিলেকশনের উপর সেল ও তার কনভার্সন নির্ভর করে থাকে। তাই এফিলিয়েট করতে হলে আপনাকে প্রোডাক্ট সিলেকশন ভালো ভাবে জানতে হবে। 

প্রোডাক্ট রেটিং

আমাজন প্রোডাক্ট সিলেক্ট করার সময় অবশ্যই প্রোডাক্ট রেটিং দেখবেন। প্রোডাক্ট রেটিং যেন ৪ বা তার বেশি হয়।

প্রোডাক্ট রিভিউ

আমাজন প্রোডাক্ট কাস্টমার রিভিউ কমপক্ষে ১০টা বা তার অধিক আছে কিনা ? ওই রিভিউ গুলাতে কেমন ফিডব্যাক দেয়া তা দেখা। 

প্রোডাক্ট প্রাইস

আমরা অবশ্যই এমন প্রোডাক্ট নির্বাচণ করবো না যার প্রাইস অনেক বেশি যেমন ৩/৪ হাজার ডলার বা যার মূল্য একদম কম। মানে ১০/২০ ডলার বা তার কম। 

বেস্ট সেলার/আমাজন চয়েস

আপনার কীওয়ার্ড এর যারা বেস্ট সেলার/ আমাজন চয়েস প্রোডাক্ট ঐ গুলা নির্বাচনের সময় অগ্রাধিকার দিবেন। 

কীওয়ার্ড কম্পিটিটর ওয়েবসাইট

আপনার কীওয়ার্ড এর টপ ১০ কম্পিটিটর ওয়েবসাইট গুলার প্রোডাক্ট গুলা দেখবেন যদি তার থেকে ভালো কিছু পান তবে ভালো তা নির্বাচন করবেন। 

প্রোডাক্ট এভেইল্যাবলিটি 

প্রোডাক্ট এভেইল্যাবলিটি আছে কিনা তা দেখা। অনেক সময় দেখা যায় আমাদের আইপি এড্রেস এর জন্য ডেলিভারি বাংলাদেশ দেখায় যার কারণে অনেক প্রোডাক্ট স্টক আউট দেখায় তাই আপনি অবশ্যই ডেলিভারি কান্ট্রি USA দিয়ে নিবেন।

নোট: আমরা সব সময় কম্পিটিটর ওয়েবসাইট প্রোডাক্ট দেখে  নির্বাচন করে ফেলি কিন্তু আরো ভালো প্রোডাক্ট থাকতে পারে তার জন্য রিসার্চ আমরা করি না, এইটা একদম করবেন না। রিসার্চ করুন যাতে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে কনটেন্ট কভার করতে পারেন।

       

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap