আপনি যদি ব্লগিং/ এফিলিয়েট সাইট করতে চান অথবা আপনি যদি সার্ভিস সাইট করতে চান সেইক্ষেত্রে আপনি যদি ওয়েব ২.০ ছাড়া ডোমেইন নিয়ে কাজ করতে চান তবে আপনাকে কিছু বিষয় মাথায় রেখে ডোমেইন সিলেকশন করতে হবে। যা যা বিষয় মাথায় রাখবেন সেইটা নিচে আলোচনা করবো;
- ডোমেইন সিলেক্ট করুন
- ডোমেইনটা কি এক্সপায়ার কিনা ?
- ডোমেইন এ স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হইসে কিনা ?
- ডোমেইনটি টপ লেভেল কিনা ?
১) ডোমেইন সিলেকশন
ডোমেইন সিলেকশন এর সময় আপনি instant domain search এ যেয়ে ডোমেইন খুঁজতে পারেন অথবা আপনি namecheap/go daddy থেকে available ডোমেইন বাছাই করে নিতে পারেন।
২) এক্সপায়ার ডোমেইন
আপনি কিভাবে বুঝবেন ডোমেইনটি এক্সপায়ার কিনা ? আপনি https://whois.domaintools.com/ এই টুলসটিতে যান তারপর আপনার সিলেক্ট করা ডোমেইনটি সার্চ বারে দিয়ে সার্চ বাটনটি চাপুন। যদি সেইটা ফ্রেশ হয় তবে আপনাকে রিপোর্টে বলেই দিবে কেউ এই ডোমেইন এখনো নেই নাই। যদি নিয়ে থাকে তবে কতবার ডোমেইনটি নেয়া হইসে সেটি দেখানো হয়ে থাকে।
৩) ডোমেইনে স্পেশাল ক্যারেক্টার
আপনার ডোমেইন এ যদি স্পেশাল ক্যারেক্টার থাকে যেমন “@” “-” “_” থাকে তাহলে সেই ডোমেইন নামটা এসইও অপ্টিমাইজ না। তাই ডোমেইন সিলেকশনে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ডোমেইনে এ যেন কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার না থাকে।
৪) ডোমেইন এক্সটেনশন
আপনার ডোমেইন এক্সটেনশন যদি টপ লেভেল ডোমেইন না হয় তবে অবশ্যই টপ লেভেল ডোমেইন নেয়ার চেষ্টা করেন। তবে এমন যদি হয় আপনি কোনো লোকাল বিসনেস করতে চান তাহলে আপনি লোকাল এক্সটেনশন নিয়ে আগাতে পারেন।
আপনি যদি আরো পরিষ্কার করে জানতে চান তবে এই ভিডিওটি দেখতে পারেন;
- ২০২৪-এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ? - June 21, 2023
- ভাইরাল মার্কেটিং: ২০২৪ সালে নতুন সাফল্যের উপায়? - June 21, 2023
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মার্কেটিং: প্রয়োজনীয়তা ও সুযোগ - June 21, 2023
আচ্ছা যদি এমন ডোমেইন পাই,যেটা কেউ পর পর দু’বার নিয়ে ও তেমন কোন কাজ করেনি।মানে ফ্রেশ ই বলা যায়,তবে কি সেটা নেয়া যায়? এটা নিয়ে কি কাজ করা যাবে?