এসইও অপ্টিমাইজ কনটেন্ট যেভাবে লিখবেন ?

নিচে পয়েন্ট আকারে কনটেন্ট এসইও অপ্টিমাইজ কনটেন্ট এর একটি চেকলিস্ট তুলে ধরছি; 

১) কনটেন্ট এর কীওয়ার্ড সম্পর্কে রিসার্চ করুন

২) কনটেন্ট আউটলাইন তৈরী করুন

৩) আউটলাইন তৈরির ক্ষেত্রে আপনার কম্পিটিটর ওয়েবসাইট গুলা খুঁজে বের করুন 

৪) আপনার টার্গেট যেই কান্ট্রি ঐ কান্ট্রি বেসড SERP রেজাল্ট লোকেশন অনুযায়ী বের করুন। 

৫) আপনার টার্গেট অডিয়েন্স এর জন্য কনটেন্ট অপ্টিমাইজ করুন

৬) আপনার টার্গেট অডিয়েন্স এর প্রশ্ন গুলোর উত্তর দিন

৭) কমপ্লিকেটেড ওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকুন

৮) ছোট ছোট পেরা করে লিখুন

৯) বুলেট পয়েন্ট, নাম্বার ব্যবহার করুন

১০) ব্যাকরণগত ভুল থাকলে ঠিক করুন

১১) যথা সম্ভব একটিভ ভয়েস ও সিম্পল সেন্টেন্স এ কনটেন্ট লিখার চেষ্টা করুন

১২) এমন ইমেজ ব্যবহার করবেন না যেইটা কপি রাইট আছে

১৩) টপিক ফোকাস করে লিখবেন

১৪) কনটেন্ট যাতে রিপিট কোনো সেন্টেন্স না থাকে বা রিপিট কথা বার্তা না থাকে।

১৫) একই সেন্টেন্স এ একই ওয়ার্ড ২ বার ব্যবহার করা থেকে বিরত থাকুন। 

১৬) কীওয়ার্ড জোর করে ব্যবহার থেকে বিরত থাকুন

১৭) লিখা শেষে কনটেন্ট রিভিউ করুন

১৮) ডুপ্লিকেট ইস্যু আছে কিনা চেক করুন

১৯) কনটেন্ট রিডেবিলিটি চেক করুন

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap