যেসব কারণে ইনডেক্সিং এ সমস্যার সৃষ্টি হয়।

আমাদের কম বেশি সবার ওয়েবসাইট পেজ/পোস্ট ইনডেক্সিং নিয়ে সমস্যা হয়ে থাকে। তবে গুগলের কিছু নির্দিষ্ট কারণ আছে ইনডেক্স না হওয়ার জন্য। আমি আপনাদের সংক্ষেপে কারণ গুলো বলছি;

পেজ স্পিড

– ওয়েবসাইট /পেজ স্পিড কম হলে। বর্তমানে ওয়েবসাইট স্পিড ইস্যু এখন রাঙ্কিং ফ্যাক্টর হয়ে গেসে। আপনার ওয়েবসাইট পেজ লোডিং স্পিড কম থাকলে ইনডেক্সিং এ সমস্যা সৃষ্টি হয়ে থাকে। স্পিড চেক করবেন যেভাবে; https://developers.google.com/speed/pagespeed/insights/

রোবট দিয়ে ব্লক করলে

– রোবট ফাইল দিয়ে ব্লক করে রাখলে বা নো-ইনডেক্স ট্যাগ দিয়ে ব্লক করে রাখলে অথবা আপনার ওয়ার্ড প্রেস ডেসবোর্ড থেকে discourse serach engine টিক দেয়া থাকলে ইনডেক্সিং এ সমস্যা হয়ে থাকে। যেভাবে চেক করবেন; https://www.google.com/webmasters/tools/robots-testing-tool? বা https://www.screamingfrog.co.uk/seo-spider/

ইন্টারনাল ডুপ্লিকেট কনটেন্ট

-আপনার সাইট এ যদি ইন্টারনাল ডুপ্লিকেট কনটেন্ট থাকে। অর্থাৎ, আপনার সাইট এর কনটেন্ট যদি একটার সাথে অন্যটা মিলে যায় তবে ঐটা ইন্টারনাল ডুপ্লিকেট হিসেবে গুগল ধরবে এবং এর ফলাফল স্বরূপ আপনার সাইট এর ইনডেক্সিং করা হতে গুগল বিরত থাকবে। যে টুলস দিয়ে চেক করতে পারবেন; https://www.siteliner.com/

এক্সটার্নাল ডুপ্লিকেট কনটেন্ট

– এক্সটার্নাল কনটেন্ট ডুপ্লিকেট হচ্ছে আপনার পাবলিশড করা কনটেন্ট যদি অন্য সাইট এর সাথে মিলে যায় তবে আপনার সাইট এর ডুপ্লিকেট কনটেন্ট পেনাল্টি খাবে সাথে ইনডেক্সিং এর সমস্যায় পড়বেন। যে টুলস দিয়ে চেক করতে পারবেন; copyscape বা grammerly premium

ভ্যালু অ্যাড করতে না পারলে

– আপনার পুরা ওয়েবসাইট বা নির্দিষ্ট পেজ যদি গুগল সার্চারদের জন্য কোনো ভ্যালু অ্যাড করতে না পারে তবে ইনডেক্সিং ও রাঙ্কিং এর সমস্যায় পড়বেন। বিশেষ করে আপনার কনটেন্ট যদি কোয়ালিটি ভালো না হয় তবে ইনডেক্সিং এ সমস্যা সৃষ্টি হয়ে থাকে।

অর্ফান পেজ

– আপনার ওয়েবসাইট এ অর্ফান পেজ থাকলে। ধরুন; আপনার ওয়েবসাইট ভিসিটর আসলো কিন্তু সে আরো ইনফরমেশন পাবার জন্য অন্য কোনো পেজ এ যেতে পারলো না রিলেভেন্ট পেজ এর সাথে ইন্টারলিংক এর অভাবে। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট এর ইনডেক্সিং এ সমস্যা দেখা দিবে। চেক করবেন যেভাবে; https://www.screamingfrog.co.uk/seo-spider/

আপনার ওয়েবসাইট নতুন হলে

নতুন ওয়েবসাইট গুলা গুগল ম্যাজিক এর মতন সাথে সাথে ইনডেক্স করে না। গুগল বিভিন্ন সিগন্যাল (সোশ্যাল সিগন্যাল) ও লিংকস (বেসিক লিংকস) নিয়েই একটি নতুন ওয়েবসাইট ইনডেক্স করে থাকে। তাই নতুন ওয়েবসাইট এর ক্ষেত্রে আপনাকে ইনডেক্স এর ক্ষেত্রে সময় লাগে।

সার্ভার ইস্যু থাকলে

আপনার ওয়েবসাইট এ যদি সার্ভার ইস্যু থাকে তাহলে গুগল ইনডেক্সিং এ সমস্যার সৃষ্টি হয়। যেসব কারণে সার্ভার ইস্যু তৈরী হয়;
# স্লো পেজ লোডিং: আপনার ওয়েবসাইট যদি ৩ সেকেন্ড এর বেশি হয় তবে ইনডেক্সিং সমস্যা সৃষ্টি হতে পারে।
# ভাইরাস এটাক ও সাইবার হ্যাকিং হলে ইনডেক্সিং এ সমস্যা দেখা দেয়।
# ওয়েবসাইট ট্রাফিক ওভারলোড হলে।
# সার্ভার ক্র্যাশ করলে।

উপরের কারণগুলা ছাড়াও অন্যতম কারণ হচ্ছে আপনার ওয়েবসাইট এর ডিসাইন বার বার চেঞ্জ করার ফলে ওয়েবসাইট এর ইউআরএল চেঞ্জ হয় তখন ইনডেক্সিং এ সমস্যার সৃষ্টি হয়।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “যেসব কারণে ইনডেক্সিং এ সমস্যার সৃষ্টি হয়।”

  1. 891 of your pages were not scanned because the free scan is limited to 250 pages.
    আমার তো ৮৯১ পেজ সাইটে, সবগুলো পেজ স্কেন করতে পারবো এমন কি কোন ফ্রি টুলস আছে?

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap