ইন্টারনাল লিঙ্কিং ইন এসইও | প্রশ্ন এবং উত্তর

আমাদের NShamimPRO গ্রুপে একজনের করা ইন্টারনাল লিঙ্ক নিয়ে কিছু প্রশ্ন এবং আমার উত্তর!

প্রশ্নসমূহ

১। একটি নতুন সাইটে কতটি পোস্ট করার পর ইন্টারলিংকিং শুরু করা যেতে পারে? 

২। একটি সিংগেল পোস্টে সর্বোচ্চ কতটি ইন্টারলিংকিং করা সম্ভব?

৩। সাইটে ইন্টারলিংকিং এর ক্ষেত্রে রিভিউ পোস্ট থেকে ইনফো, নাকি রিভিউ থেকে রিভিউ, ইনফো থেকে রিভিউ নাকি ইনফো থেকে ইনফো তে লিংক করা বেটার? 

৪। ধরুন কোন পোস্টের ইন্টার লিংক করার ২/৩ মাস পরে ওই লিংক ডিলিট করে নতুন কোন রিলিভেন্ট পোস্টে যদি নতুন করে ইন্টারলিংকিং করা হয় তবে কি কোন সমস্যা হবে ?

৫। ইন্টার লিংকিং করার জন্য পোস্টের প্রথমে, মাঝামাঝি,নাকি শেষের দিকে লিংক করা উচিৎ? নাকি পোস্টের শেষে করা উচিৎ? যেমনঃ

More band saw related posts:

Bench top band saws – Are they worth it?

Which portable band saw is right for my needs?

Crucial tips to buying a band saw on a budget

৬। পোস্টের ভিতর ইন্টারলিংকিং করার সময় #এনকর_টেস্কট

কিভাবে করলে বেটার হয়। 

৭। আমি আমার কিছু কম্পিটিটর সাইটের কনটেন্ট পড়েছি যাদের কনটেন্টে ভিতর কোন ইন্টার লিংকিং করা এনকর টেস্কট দেখি নাই। কিন্তু তাদের কে সেই কিওয়ার্ড নিয়ে খুব ভালো পজিশন দেখা যায়। এটার কারণ কি হতে পারে?

উত্তর সমূহ

১। একদম প্রথম দিন থেকেই ইন্টারনাল লিঙ্ক শুরু করতে পারেন। সমস্যা নাই। 

২ এবং ৩ । উইকিপেডিয়া দেখেন। প্রত্যেক লাইনেই ওরা ইন্টারনাল লিঙ্ক করে। আপনার ক্ষেত্রে আপনি যত বেশি পারেন। এখানেও কোন লিমিটেশন নেই। তবে আপনার মানি পেজ থেকে ইনফো পেজে খুব বেশি ইন্টারনাললিঙ্ক করবেন না। বরং, ইনফো আর্টিকেল থেকে মানি পেজে যত বেশি সম্ভব ইন্টারনাল লিঙ্ক করেন। 

৪। এটা বেশি জটিল প্রসেস। একবার লিঙ্ক হয়ে গেলে সেটা ডিলিট না করাই বেটার। 

৫। যে কোন জায়গায়। কোন নির্দিষ্ট সেকশন নেই। যেখানেই রিলিভেন্ট কিছু লিঙ্ক করার মতো পাবেন, সেখান থেকেই ইন্টারনাল লিঙ্ক করবেন। তবে মানি পেজে প্রথম দিকে না করাই ভালো। কনভারসন কমে যেতে পারে। 

৬। রিলেটেড কিওয়ার্ড অথবা ওই পোস্টের টাইটেল ইউজ করতে পারেন। 

৭। যেই পোস্ট র‍্যাঙ্ক করে আছে ওই পোস্টের মধ্যে ইন্টারনাল লিঙ্ক খুঁজলে আপনি আসল বিষয় ধরতে পারবেন না। বরং ওই রেঙ্কড পোস্ট অন্যান্য পোস্ট থেকে কতগুলো ইন্টারনাল লিঙ্ক পেয়েছে সেটা খুঁজে বের করুন। :)আশা করি তখন পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap