দেখুন AI দিয়ে লিখা কনটেন্ট গুলা সব সময় যেই কাজ করে সেইটা হচ্ছে AI টুলস গুলা SERP রেজাল্টস থেকে ইনফো গুলা নিয়ে আপনাকে আউটপুট দেয়। কিন্তু দেখা যায় এই ইনফো গুলার মধ্যে সচারাচর অপ্রাসঙ্গিক তথ্য দেয়া থাকে। তাই আপনি যদি AI টুলস ব্যবহার করেই থাকেন তবে অবশ্যই আপনাকে প্রতিটা ডাটা ক্রস চেক করে দেখতে হবে। মানে আপনাকে AI সঠিক ডাটা দিলো কিনা ?
গুগলের প্রথম পেজে আসা সম্ভব কিনা ?
আপনি যদি AI কনটেন্ট গুলা ফ্যাক্টস ও ইনফরমেশন গুলা ক্রস চেক করে হিউমান টাচ দিয়ে ভালো ভাবে অপ্টিমাইজ করে লিখান মানে কনটেন্ট যাতে কোয়ালিটি ঠিক থাকে তাহলে অবশ্যই রাঙ্ক করবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যাতে কনটেন্ট এর ফ্লো নষ্ট না হয় ও প্রাসঙ্গিক ফেক্টসগুলা যাতে থাকে।
গুগল এলগরিদম আপডেট এর ফলে আর্টিকেল ডাউন হওয়ার কোন সম্ভাবনা আছে কী ?
কনটেন্ট যদি কোয়ালিটি ও ইনডেপ্থ মানে ইউসাররা যা চাইছে তা যদি না পেয়ে থাকে তাহলে গুগল আপডেট কেন এমনিতেই রাঙ্ক করবে না। গুগল আপডেট এ অনেক সময় দেখা যায় কোয়ালিটি কনটেন্ট রাঙ্ক হারালেও আপডেট শেষে ঠিকই রাঙ্ক পায়। আপনি গুগল আপডেট এর কথা মাথায় না রেখে চিন্তা করবেন কনটেন্ট কোয়ালিটি এর কথা।
Ai কনটেন্ট এর সুবিধা
– রাইটার ছাড়া নিজেই একটা কনটেন্ট জেনারেট করা যায়
– সময় ও শ্রম সাশ্রয়ী
– রাইটার পেমেন্ট এর পেরা নাই
Ai কনটেন্ট এর অসুবিধা
– অনেক অপ্রাসঙ্গিক ডাটা দেয়
– নিশ সম্পর্কে আইডিয়া রাখতে হবে
– প্রচুর কারেকশন করতে হয়
– লো কম্পিটেটিভ কীওয়ার্ড হলে AI টুলস গুলা আউটপুট দিতে পারে না।
– হিউমান টাচ এর প্রয়োজন হয়
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023