EAT কি রাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে ?

## EAT কি রাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে ?

EAT যদিও রাঙ্কিং ফ্যাক্টর না, তারপরেও এটি আপনার সার্চ রেজাল্টস এর আপনার ওয়েবসাইট উপরে ও নিচে নিতে সাহায্য করে থাকে। গুগল রাঙ্কিং এর মূল্যায়ন পদ্ধতি রিপ্রেসেন্ট EAT সিগন্যাল বেশ তাৎপর্যপূর্ণ। তাই আপনি যখন ওয়েবসাইট তৈরী করবেন EAT এর ব্যাপারটা খেয়াল করবেন।  

## গুগল এর কয়টি রাঙ্কিং ফ্যাক্টর আছে ?

আপনি হয়তো জানেন যে গুগল গুগল তার এলগোরিদম এর ২০০ এর উপর রাঙ্কিং ফ্যাক্টর বিবেচনা করে থাকে। 

এই লিংক থেকে পরে নিতে পারেন গুগল এর ২০০ র্যাংকিং ফ্যাক্টর গুলো; https://backlinko.com/google-ranking-factors

## সাইটের ডিএ পিএ বাড়ানোর উপায় কি?

কনটেন্ট কোয়ালিটি সাথে প্রপার ইন্টারনাল লিংক ও আপনি হাই কোয়ালিটি ব্যাকলিংক করবেন যেমন গেস্ট পোস্ট, প্রেস রিলিজ, HARO এই গুলা। আজে বাজে লিংক থেকে দূরে থাকুন।   

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap