কয়েকটা কিওয়ার্ড নিয়ে আমি পুরো বিষয়টা সামারাইজ করেছি – ব্যাপারটা এমন নয়। আমি বেশ কয়েকদিন যাবতই এইটা নিয়ে কাজ করে আসছি – মানে কতোটা কাজের সেইটা খুঁজে বের করার চেষ্টা করেছি।
চলুন শোনা যাক –
আমি ব্যাক্তিগতভাবে KGR কিওয়ার্ডে বিশ্বাসী না। মানে আমার কাছে মনে হয় শুধু টাইটেল এর উপর নির্ভর করে যেই কিওয়ার্ডটাকে লো কম্পেটিটিভ মনে করা হয়, সেটা আদতে লো কম্পেটিটিভ না।
কারণ, গুগল শুধুমাত্র টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে বলেই তাকে র্যাঙ্ক করে না বরং, গুগল সার্চ ইন্টেন্ট সার্ভ করে এমন বেস্ট রেজাল্টগুলোকে র্যাঙ্ক করে।
একটা উদাহরণ দেই –
নিচের এই কিওয়ার্ডগুলো দেখুনঃ
- is content writing the same thing as copywriting
- what’s the difference between content writing and copywriting
- difference between content writing and copywriting
- content writing vs copywriting
- copywriting vs content writing
- are copywriting and content writing the same
- how is content writing different from copywriting
এই ৭টা টাইটেল অথবা কিওয়ার্ড দিয়ে যারা যারা সার্চ দিবে; তাদের সবার ইন্টেন্ট (উদ্দেশ্য, লক্ষ্য) কিন্তু একই। মানে সবাই আসলে কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর পার্থক্য জানতে চাচ্ছে। একেকজনের সার্চ দেয়ার ভঙ্গি বা ধরন একেকরকম, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু সেইম।
এখন দেখা যাক গুগল আসলে এই ৭টা কিওয়ার্ড দিয়ে সেইম টাইপের রেজাল্ট দেখায় কিনা, বা রেজাল্টের কোন ধরনের তারতম্য পাওয়া যায় কিনা।
১। https://lmgtfy.com/?q=how+is+content+writing+different+from+copywriting&s=&qtype=search&ovr=1
২। https://lmgtfy.com/?q=is+content+writing+the+same+thing+as+copywriting&s=&qtype=search&ovr=1
৩। https://lmgtfy.com/?q=content+writing+vs+copywriting&s=&qtype=search&ovr=1
৪। https://lmgtfy.com/?q=is+content+writing+the+same+thing+as+copywriting&s=&qtype=search&ovr=1
এখানে প্রথম ৫ টা সাইটের পেজ দেখুন, সব কিওয়ার্ডের জন্যেই ঐ ৫টা কন্টেন্ট পেজই ঘুরে ফিরে র্যাঙ্ক করে আছে।
এখন যদি ডিফিকাল্টি চেক করেন, তাহলে দেখুনঃ https://app.box.com/s/w4hxqjpczpz6n42ixb8j5amzv7d2nfnz
এখানে ahref অনুযায়ী একটার কেডী ৬, একটার ৫ এবং আরেকটার কেডিই নাই।
তারমানে, আপনি যদি রিসার্চ করার সময় যেই কিওয়ার্ডটার কেডি নাই সেটা যদি পিক করেন, এবং মনে করেন যে এইটা কেউ টার্গেট করছে না এবং কোন লিঙ্ক নাই, এবং KGR সূত্র অনুযায়ী কোটেশন মার্কের মধ্যে কিওয়ার্ডটা রেখে রিসার্চ করে চিন্তা করেন যে আপনি র্যাঙ্ক করতে পারবেন – পুরো রিসার্চটাই কিন্তু আসলে আপনার ভুল হবে।
কারণ, আপনার টার্গেট হচ্ছে KGR খুঁজে বের করা যেখানে আপনার কিওয়ার্ডটা কোটেশন মার্কের মধ্যে নিয়ে আপনি সার্চ দিয়ে রিসার্চ করেন। কিন্তু এই কোটেশন মার্ক যখনি আপনি ইউজ করবেন, তখনি আপনি ভিজিটরের সার্চ ইন্টেন্টকে গুরুত্ব দিয়ে রিসার্চ করতে পারবেন না। আপনার রিসার্চ হবে তখন ঐ স্পেসিফিক কিওয়ার্ড-সর্বস্ব। আর সত্যিই যারা র্যাঙ্ক করে আছে, সেগুলোকে আপনি কোটেশন মার্ক দিয়ে সার্চ করলে দেখতে পারবেন না। কারণ উপড়ে দেয়া ৪টা পেজ এর টাইটেলগুলো যদি আপনি দেখেন, দেখবেন একটা রেজাল্টের টাইটেলও আপনার ঐ ৭টা টার্গেট কিওয়ার্ডের সাথে হুবহু মিল নাই।
মানে কি বুঝলেন?
KGR মেথডে আপনি আসল সাইটগুলোকেই এখন খুঁজে পাবেন না, রিসার্চ করবেন কাদের নিয়ে? 🙂
এই ছোটখাট এনালাইসিস থেকে আমরা দুইটা জিনিশ শিখলাম।
১। গুগল এক্স্যাক্ট টার্গেটেড কিওয়ার্ড এখন টাইটেল বা ইউআরএলে আছে কিনা সেটা দেখে না একদম। বরং দেখে ইউজার আসলে কি খুঁজতে চাচ্ছে এবং কোন পেজগুলো সেটা সার্ভ করছে।
২। এক্স্যাক্টলি টাইটেলে আপনার টার্গেট কিওয়ার্ড আছে, এমন কয়টা সাইট আছে – সেটা চিন্তা করে যদি আপনি রিসার্চ করেন, তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চ ভুল হওয়ার সম্ভবনা ৯০%।
ধন্যবাদ।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
ভাইয়া, বর্তমানে আমার সাইট এর কনটেন্ট মনে হচ্ছে ১ মাস পর পর গুগোল এর মধ্যে ইনডেক্স করছে। তাও খুব অল্প সংখ্যক আর্টিকেল।
গত 20 দিন আগের একটি আর্টিকেল এখনো ইনডেক্স করে নাই। ( যদিও নতুন বাংলা ব্লগ সাইট ) এখন এমন অবস্থায় কি করতে পারি? এর যা আগে ইনডেক্স হয়েছে তাও rank করতেছে না। ( ওয়েবসাইট অপশন এর মধ্যে লিংক দেওয়া আছে যদি একটু দেখতেন)