ধরেন গুগল এর আপডেট দেয়ার পর গুগল কোনো প্রকার টুইট বা তাদের ফোরাম বা ব্লগ এ কোনো প্রকার কথা বার্তা দিলো না সব কিছুই অন্ধকারে থাকলো। তাহলে আমরা কি করে বুঝতাম আসলে কখন কোন আপডেট চলছে বা কি নিয়ে আপডেট আসছে ?
গুগল যদি আমাদের সবাইকে অন্ধকারে রাখতো তাহলে কিন্তু আমাদের এসইও করাটাই প্রায় অসম্ভব হতো। গুগল এর আপডেট এর সাথে সাথে টুইট এর মাধ্যমে জানানো ও কি নিয়ে আপডেট দিচ্ছে সেইটা জানানো কিন্তু একধরণের সাপোর্ট আমাদের জন্য।
আমরা কিন্তু গুগল থেকে আপডেট সম্পর্কে জানার পর ঐ particular বিষয় নিয়ে কাজ করে থাকি।
আচ্ছা এইবার অন্য ভাবে চিন্তা করি, ধরনে আপনি এসইও করেন তো আপনি খুঁটিনাটি অনেক কিছুতেই আটকে যেতে পারেন। তার জন্য আপনি কিন্তু SEO কমিউনিটি যেমন ফেইসবুক গ্রুপ গুলাতে আপনি প্রশ্ন করতে পারেন ও হেল্প নিতে পারেন। কিন্তু যদি SEO কমিউনিটি / ফেইসবুক গ্রুপ গুলাই না থাকতো ? তাহলে চিন্তা করেন তো আপনাকে কত কষ্ট করতে হতো প্রশ্নের উত্তর গুলা পেতে ? হয় যেটা ১ দিনেই পাচ্ছেন বা কয়েক ঘন্টায় পাচ্ছেন সেইটা পেতে হয়তো ১ মাস বা অনেক সময় উত্তর না পেয়ে আপনি হতাশ হয়ে যেতেন।
অন্যদিকে আমাদের মধ্যে অনেকেই কমিউনিটির বড় ভাইদের নক দেই কোনো সমস্যায় পড়লে। যদি ফেইসবুক গ্রুপ নাই থাকতো তাহলে হয়তো তাদের চিনাও হতো না, নকও দেয়া হতো না আর কোথায় আটকে গেলে হেল্পও পেতেন না। তাই আপনি যদি অনলাইন ক্যারিয়ার এ সাপোর্ট না পান তবে আপনি কোনো ভাবেই বেশি দূর আগাতে পারবেন না উল্টা আপনি demotivated হয়ে এই সেক্টর ছেড়ে চলে যাবেন।
তাই আপনি যদি অনলাইন এ ক্যারিয়ার গড়তে চান তবে অবশ্যই নিরিবিছিন্ন সাপোর্ট লাগবেই। SEO তে সাপোর্ট আরো বেশি লাগে কারণ SEO অনলাইন জগতে সব থেকে বেশি চেঞ্জ হচ্ছে।
এইসব কথা চিন্তা করেই NshamimPRO কোর্সে লাইফটাইম সাপোর্ট ও লাইফটাইম আপডেট রাখা হইসে।
- ২০২৪-এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ? - June 21, 2023
- ভাইরাল মার্কেটিং: ২০২৪ সালে নতুন সাফল্যের উপায়? - June 21, 2023
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মার্কেটিং: প্রয়োজনীয়তা ও সুযোগ - June 21, 2023