গুগল এলগোরিদম আপডেটে সাইট ডাউন হলে যেই ৭ টি বিষয় নিয়ে কাজ করা উচিত এখনি

আপনার সাইট কি গুগল আপডেট ডাউন হয়? তাহলে নিচে যে বিষযগুলো আলোচনা করা হয়েছে একটু মনোযোগ দিয়ে পড়ুন আসা করি কাজে লাগবে।

আমি মূলত এই লাইন খুব বেশি দিন না।কিন্তু আমি যতো দিন কাজ করছি এর ভিতরে অনেক সাইট দেখেছি রিসার্চ করতে গিয়ে। লিস্ট করলে কয় একশো হবে।কিন্তু একটা বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করলাম সেটা হলো একটা সাইট সেম স্টাইল নাই সব ভিন্ন ভিন্ন কায়দায় সাইট গুলা তৈরি করা।চলুন তাহলে কিছু বিষয় আজ জানা যাক

ডিজাইন

প্রথম থেকে যদি শুরু করি তাহলে বলতে হয় সাইট ডিজাইন নিয়ে।সাইট ডিজাইন খুব একটা ব্যাপার না বলতে চলে। কারণ আমি যতো গুলা সাইট দেখেছি 70% সাইট ভালো ডিজাইন ছিল কিন্তু সাইট ডাউন।এই জন্য ডিজাইন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই!

স্পীড

যতো গুলা সাইট ভালো পারফরম্যান্স করে তাদের স্পীড খুব ভালো ছিলো।আপনি যদি সাইটে বেশী কাটা ছেঁড়া না করেন তাহলে আপ্নার সাইট স্পীড ভালো থাকবে। normal ভাবে যতো টুকু করা যায় সেটা বেটার।অনেক সময় দেখা যায় সাইট অনেক কিছু দিয়েছে কিন্তু সাইট স্পীড অনেক ভালো আসলে এটা ভালো না। যদি উদাহরন চান তাহলে বলবো। যেমন ধরুন আপ্নার মোবাইলে নেট খুব ভালো স্পীড সব কিছু দ্রুত লোড হয় কিন্তু এটা শুধু আপ্নার জন্য।যেকোন আপনি এই একই নেট অন্য দুই তিন জনের সাথে শেয়ার করেন দেখেন তো তখন কেমন স্পীড পান। ঠিক তেমনি আপ্নার সাইট যেকোন দিনে 1k ট্রাফিক ভিজিট করে বা কম করতে পারে তখন বিষয়টা চিন্তা করেন।আবার হা এমন টা যদি হয় আপনি নেট শেয়ার করেছে কিন্তু ইউজ করছে মাত্র একা হয় আপনি না হয় উনি সে দিক থেকে হয়তো আপনি ফলাফল পাবেন।কিন্তু ঠিক একই বিষয় টা আপ্নার সাইট দিকে যদি দেখেন তাহলে কি ওই সুযোগ টা আপ্নার আছে। আসা করি বুঝতে পেরেছেন।

আর্টিকেল – স্ট্রাকচার

যতো গুলা সাইট আপ হয়েছে তাদের আর্টিকেল দেখতে খুব নর্মাল ও সাদা সিদে ছিলো। খুব একটা অপটিমাইজ করা ছিল না। বলতে গেলে যেটা না দিলে নয় এমন কিছু জিনিস ইউজ করেছে।এবং তাদের আর্টিকেল দেখতে খুব গোছানো ছিলো। আর্টিকেল ভিতরে কোনো বাড়তি কিছু ছিল না সব কিছু ক্লিয়ার ভাবে বুঝা যায়। যেখানে যেইটা প্রয়োজন তাই দিয়েছে। যেমন h1, H2, h3, এই গুলা বেশি ইউজ করেছে।সব শেষ বলতে গেলে আর্টিকেল টা এমন ভাবে সাজাতে হবে যেনো রিডার এসে খুব সহজে বুঝতে ও পড়তে পারে কোনটার পরে কী আছে।

আর্টিকেল লেন্থ

আপ্নার আর্টিকেল কতো টুকু লম্বা করবেন এটা আপ্নার ব্যাপার কিন্তু। আপনি যদি চুইংগাম মত টেনে লম্বা করেন তাহলে তো হবে না। আমি যতো সাইট দেখলাম ভালো করেছে তাদের আর্টিকেল খুব বড়ো না কিন্তু যতো টুকু দরকার তাই দিয়েছে।আবার সেম কী ওয়ার্ড এর থেকে বড়ো আর্টিকেল রয়েছে DR অনেক বেশি ব্যাক লিঙ্ক ও বেশি কিন্তু এটা নিচে। কারণ আমি দেখলাম চুইংগাম মত লম্বা করা।সর্বশেষ যদি বলি তাহলে যেটা দাড়ায় আপনি আর্টিকেল কতো টুকু ইনফরমেশন দিতে পেরেছে সেটার উপর ভিত্তি করে গুগল আপনাকে পজিশন দিবে নট এ ওয়ার্ড।

আর্টিকেল – কোয়ালিটি

আপনি যদি মনে করেন যে আর্টিকেল দিলেন আর রেঙ্ক করে ফেলবে তাহলে আপনি বিরাট কালো মেঘের ভিতর আছেন।এটা আসলে ভুল ধারণা আপ্নার কারণ আপনি যদি রিডার কি চাই সেটা পূরণ না করতে পারেন তাহলে আপনি কি লিখেছে। যেমন দরুন আপনি লিখছেন টমেটো সস নিয়ে।এখন আপনি যদি টমেটো নিয়ে কথা বলেন তাহলে কেমন হলো। বিষয়টা এই রকম। রিডার দরকার টমেটো সস দিয়ে কি খেতে সব থেকে ভালো লাগে। এখন আপনি লিখলেন টমেটো দিয়ে আপনি ছালাত বানাতে পারবেন।টমেটো দিয়ে আপনি ভালো তরকারি রান্না করতে পারবেন। তাহলে আপ্নার আর্টিকেল টা তো দেয়ার দরকার ছিলো টমেটো নিয়ে নট এ সস। আসা করি বুঝতে পেরেছেন।মূল কথা হলো আপনি কী নিয়ে আর্টিকেল লিখবেন আগে সেটা দেখেন তার পরে শুরু করেন। আমাদের বেশির ভাগ আর্টিকেল রেঙ্ক করে না এটার কারণে কী ওয়ার্ড রিসার্চ করবেন এক আর আর্টিকেল দিবেন আরেক।

আর্টিকেল কি রাখবেন

আমি প্রায় সাইটে দেখলাম যারা গুগল ঝাড়াই ভালো কিছু করেছে সবাই আর্টিকেল ভিতরে রিলেটেড ইমেজ ভিডিও ইউজ করেছে বিশেষ করে affiliate ক্ষেত্রে।আর তারা বেচাকিনা কম ইনফরমেশন বেশি দিয়েছে। আমরা সাধারণত 3k 4k ওয়ার্ড 10 রিভিউ লিখি কিন্তু তারা 3/4/5 রিভিউ লিখেছে এই একি ওয়ার্ড ভিতরে সাথে আবার FAQ আছে।মোট কথা আর্টিকেল ভিতরে ভালো ইনফরমেশন ভালো কোয়ালিটি ইমেজ পারলে রিলেটেড ভিডিও দিবেন।

ক্যাটাগরি

আমরা সাধারণত সাইটে ক্যাটাগরি দিতে চাই না কী জন্য বলতে পারবো না। তবে আমার মনে হয় আমরা যদি এটা নিয়ে একটু চিন্তা করি তাহলে কেমন হয়।ধরুন আপনি বাজারে গেলেন বাজার করতে। এখন আপনি আজ পর্যন্ত কোনও দিন দেখেছে মাছ বাজারে কেউ একজন সবজি নিয়ে বসছে বা ডাল চাল নিয়ে আছে।সব কিছু নির্দিষ্ট একটা স্থান আছে আপনি যদি সঠিক ভাবে কাজ করতে চান তাহলে আমি মনে করি আপ্নার এটা করা উচিত।যেনো রিডার এসে সব কিছু সহজে বুঝতে ও খুঁজতে পারে।মোট কথা সাইট যতো সহজে ফ্যাসালিটি দিবেন ততো আপ্নার জন্য উপকার হবে। আপ্নার সাইট গুগল এসে সহজে সব কিছু বুঝতে পারবে রিডার এর মত।

জাদুগারি

সর্বশেষ আমি যেটা বলবো আপনি যদি রেঙ্ক দীর্ঘ দিন ধরে রাখতে চান তাহলে সবকিছু ভালো করে করা লাগবে ফাঁকি মারলে চলবে না।যেমন :আর্টিকেল দিতে হবে কোয়ালিটি সম্পূর্ন এবং যতো ইনফরমেশন দেয়া যায়।সাইট স্ট্রাকচার রাখতে হবে সাদা সিদে কোনো রকম ভাং সং করা যাবে না।বেসি অপটিমাইজ করা যাবে না নরমালি যেটা করা যায় তাই করতে হবে।স্পীড ভালো রাখার জন্য কৌশল অবলম্বন করতে হবে।সাইট ইমেজ ভিডিও ইউজ করতে হবে এবং সেটা ক্লিয়ার ও রিলেটেড হতে হবে।

এবার আসেন লিঙ্ক নিয়ে

আমি নিজে এখনও কোনও দিন লিঙ্ক করি নি শুধু ইন্টার লিঙ্ক ছাড়া। তবে রিসার্চ করতে গিয়ে যেটা পেলাম এক এক করে পড়ি চলেন।

অন পেইজ ইন্টার্নাল লিনকিং

নিজের দেহের ভিতরে পার্স পাতি যদি ঠিক না থাকে তাহলে বাহিরের লাঠি ভোর দিয়ে আপনি কী করবেন।চলুন তাহলে পার্স পাতি কোথায় আসা যাক। ব্যাক্তিগত ভাবে আমি যেটা দেখলাম লিঙ্ক বিল্ডিং হল একটা টেকনিক বিষয়। এক এক সাইটে দেখলাম এক এক রকম তবে 70% সাইটে দেখলাম নিয়ম টা একই শুধু টেকনিক টা চেঞ্জ।যেমন:আপনি একটা কন্টেন্ট দিলেন how to make juice for baby? এই রকম এখন আপনি সেম টপিক টা একটু চেঞ্জ করলেন যেমন how to make juice for old man?এখন এটার ইন্টার লিঙ্ক বিল্ডিং করেছে Make juice এটার ভিতরে লিঙ্ক দিয়েছে।আবার কিছু সাইটে দেখলাম তারা আর্টিকেল ভিতরে কোনো লিঙ্ক নেই লাস্ট পেরা শেষ হলে নতুন করে আবাররিলেটেড পোস্ট লিখে লিঙ্ক দিয়েছে যেমন:

  1. how to make juice for a baby?
  2. how to make juice for the old man?

এই রকম করে তারা লিঙ্ক করেছে। সেটা হতে পারে 5/7/10 আপ্নার যেমন টা দিলে ভালো হয়।একটা কথা বলি এটা কিন্তু কোনো প্লাগিন ইউজ করে নি মেনুয়ালি করা।মূল কথা হলো কে কি বললো সেটা দেখার দরকার নেই আপনি যেটা ভালো মনে করেন তাই করতে পারেন তবে লিমিট ভিতর। আবার ওভার করে ফেললে কিন্তু ঝামেলার শেষ নেই।

এক্সটার্নাল লিঙ্ক

এটা নিয়ে বলতে গেলে আমি খুব confused সেটা হলো দেখলাম একটা সাইট থেকে অনেক গুলা এক্সটার্নাল লিঙ্ক দেয়া বুঝলাম না বিষয় টা। এটা সব গুলা না। একটা দুইটা সাইটে দেখলাম তবে মনে হয় দুইটাই ওনার নিজের সাইট হবে সঠিক নয়।এক্সটার্নাল লিঙ্ক ধরণ এমন টা ছিলো। 1,2,3,4,5,।আবার কিছু সাইটে দেখলাম পোস্টের শেষ হলে।Resource : https//hgcguuuu.com এই রকম নেকেড লিংক দেয়া।যায় হোক যতো টুকু বুঝলাম হয়তো কোনো উপকার আছে আমি সঠিক জানি না। কেউ জানলে কমেন্ট করে বলবেন।তবে হা সাইট কিন্তু টপ আছে পজিশন হারায় নি।

অফ পেইজ লিঙ্ক

এটা নিয়ে আমার ধারণা কম কারন আজ পর্যন্ত আমি এখনো লিঙ্ক বিল্ডিং করিনি। তবে সামনে করব insallaha।যতো টুকু বুঝলাম তাই বললাম। মূলত আমি যেই কয়টা সাইটে টপ 10 ভিতরে আছে 0 থেকে 10 kd ভিতরে সব গুলা লিঙ্ক ছাড়া ধরুন 60% হবে। তাদের কোনো লিঙ্ক নেই। নেই বললে ভুল হবে আছে কিন্তু অন্য যে বড়ো সাইট গুলা তাদের তুলনায় অনেক কম যদি বলি প্রায় 1 টু 20 এই রকম 1 হল নিউ সাইট।ফাস্ট পেইজ অনেক বড়ো বড়ো সাইট রয়েছে তাদের DA:60+ কিন্তু তাদের পিছনে ফেলে আগে চলে গেছে তার কারণ আমি যেটা বুঝলাম আর্টিকেল কোয়ালিটি।আর যদি কোনো গোপন বিষয় থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে। আজ এই পর্যন্ত।

জাদুগারি

সর্বশেষ আমি যেটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে করে তা হলো আপনারা যারা নিউ আছেন সাথে আমিও সব সময় একটা কথা মাথায় রাখবেন যেমন কাজ করবেন তেমন ফল পাবেন।

আর্টিকেলটি লিখেছেন: Al-Amin

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “গুগল এলগোরিদম আপডেটে সাইট ডাউন হলে যেই ৭ টি বিষয় নিয়ে কাজ করা উচিত এখনি”

  1. অনেক সুন্দর পোস্ট। ধন্যবাদ আমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap