আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে এসইও এর পার্ট কি কি ? সে সম্পরকে আলোচনা করবো । বন্ধুরা গত পর্বগুলোতে আমরা জেনেছিঃ
- এসই ও কি?
- এসই ও কেন করবেন?
- কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?
- রাঙ্কিং ফ্যাক্টর কি?
- অ্যালগোরিদম কি?
- এসই ও কত প্রকার ও কি কি?
- ব্ল্যাক হ্যাট এসই ও কি?
- হোয়াইট হ্যাট এসই ও কি?
- গ্রে হ্যাট এসই ও কি?
- অন পেজ এসইও কি?
- অফ পেজ এসইও কি ?
তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে ।
করিম তার পরের দিন গেল আইটি এক্সপার্ট ভাই এর কাছে কিওয়ার্ড রিসার্চ কি ও কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন নিয়ে জানবার জন্য ।
করিমঃ ভাই ভাল আছেন?
আইটি এক্সপার্টঃ জি ভাল আছি, আপনি ভাল আছেন তো?
করিম ভাইঃ বলেন যে মানুষ কে কিভাবে আমার ওয়েবসাইটে ট্র্যাফিক সহজে আনতে পারি ।
আইটি এক্সপার্টঃ ভাই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে সহজ কোন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে । যেই কিওয়ার্ড নিয়ে লোকজন খুব বেশি কাজ করে নাই বা করছেনা । আপনি যদি এমন কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন তবে তাহলে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য খুব সহজে ট্রাফিক নিয়ে আসতে পারবেন ।
করিমঃ ভাই আমি এমন কিওয়ার্ড কিভাবে খুঁজে পাবো, কই খুঁজে পেতে পারি?
আইটি এক্সপার্টঃ এইটা জানার আগে আপনাকে কীওয়ার্ড রিসার্চ এর প্রাথমিক ধারণা নিতে হবে। আপনি এটা খুঁজে পাবেন বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে। আমি আপনাকে কীওয়ার্ড রিসার্চ টুলস সম্পর্কে বলবো।
করিমঃ জি, ভাই আমি কীওয়ার্ড সম্পর্কে জানতে চাই।
আইটি এক্সপার্টঃ এসইও তে কীওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। যারাই ইন্টারনেট এ কিছু সার্চ করে তারা সবাই কিছু না কিছু তথ্যের জন্য আসেন। ধরুন কেউ এক জন গুগল সার্চ বাক্স এ ডেনিম জিন্স লিখে সার্চ দিলো জানার জন্য কোথায় ভালো ডেনিমের জিন্স পাবে সে সম্পর্কে খোঁজ খবর নিতে। ধরেন আপনি ডেনিমের জিন্স বিক্রেতা এখন আপনি যদি কীওয়ার্ড রিসার্চ না করেই ওয়েবসাইট, কনটেন্ট তৈরী করে ফেলেন তাহলে আপনি ওই ক্রেতার কাছে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবেন না। মানে সার্চ ইঞ্জিনে ডেনিম জিন্স লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইট বা কীওয়ার্ড গুগল সাজেস্ট করবে না। কারণ আপনার কীওয়ার্ড রিসার্চ ঠিক ছিল না।
করিম : হা ভাই বুজলাম কিন্তু কীওয়ার্ড রিসার্চ করলে আমি কি কি জানতে পারবো ?
আই টি এক্সপার্ট : খুব সহজেই আপনি বুঝবেন।
#প্রথমত, কীওয়ার্ড রিসার্চ করলে আপনি বুজতে পারবেন রিসার্চ করা কীওয়ার্ড নিয়ে আপনি আগাতে পারবেন কি না ?
#কনটেন্ট এর জন্য রিলেটেড কীওয়ার্ড খুঁজে পাবেন
#লং- টেইল বা এলএসআই কীওয়ার্ড খুঁজে পাবেন যেগুলা আপনি অনায়াসে কনটেন্ট এ ব্যবহার করতে পারেন।
#কীওয়ার্ডটা কতটা ভালো অর্থাৎ মানুষ কত বার খুঁজে ঐটা জানা যায়।
#কোনো নির্দিষ্ট দেশকে টার্গেট করে কীওয়ার্ড জানা যায়।
করিমঃ ভাই কিছু কিওয়ার্ড রিসার্চ টুলস এর নাম বলেন আর এই গুলো কি ফ্রী তে চালাইতে দেয় ভাই?
আইটি এক্সপার্টঃ আমি আপনাকে কিছু টুলস এর নাম বলছি সাথে ফ্রী নাকি টাকা দিয়ে চালাতে হবে তাও বলছি ।
- গুগল কিওয়ার্ড প্লানার (https://adwords.google.com/ko/KeywordPlanner/Home?): ফ্রী ।
- সেমরাস (https://www.semrush.com/): পেইড ।
- আহ্রেফ(https://ahrefs.com/) :পেইড ।
- কিওয়ার্ড ফাইনডার (https://kwfinder.com/) :পেইড ।
- স্পাইফু (https://www.spyfu.com/) :পেইড ।
- গুগল ট্রেনড (https://trends.google.com/trends/) : ফ্রী ।
- ম্যাজেসটিক (https://majestic.com/):পেইড।
- লং টেল প্রো (https://longtailpro.com/):পেইড।
- মার্কেট সামুরাই (http://www.marketsamurai.com/):পেইড।
- কিওয়ার্ড এভরিহ্যায়ার (https://keywordseverywhere.com/): পেইড।
এছাড়াও আপনি ফ্রি এক্সটেনশন্স ব্যবহার করতে পারেন যেগুলা দিয়ে আপনি সহজেই আপনার কীওয়ার্ড রিসার্চ কাজ গুলো চালাতে পারবেন।
- Keyword Surfur (https://chrome.google.com/webstore/detail/keyword-surfer/bafijghppfhdpldihckdcadbcobikaca?hl=en)
- WMS Everywhere (https://chrome.google.com/webstore/detail/wms-everywhere/chbmoagfhnkggnhbjpoonnmhnpjdjdod?hl=en)
- Ubersuggest chrome extention (https://chrome.google.com/webstore/detail/ubersuggest/nmpgaoofmjlimabncmnmnopjabbflegf)
করিমঃ ভাই কি দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম জানলাম কিন্তু কিভাবে করবো যদি একটা টুলস দিয়ে দেখিয়ে দিতেন ?
আইটি এক্সপার্টঃ আচ্ছা আমি আপানাকে গুগল কিওয়ার্ড প্লানার দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন তার জন্য কিছু প্রাইমারী আইডিয়া দিচ্ছি ।
স্টেপ ০১- প্রথমে https://adwords.google.com/ko/KeywordPlanner/Home? ঠিকানায় যাবেন
আপনার সামনে নিচের ছবির মতন একটা উইন্ডো ওপেন হবে ।

স্টেপ ০২– তারপর আপনি নিচের ছবি টা থেকে আমার লাল কালি দেয়া সাইন এর প্রথমটায় যেকোন কিওয়ার্ড লিখে সার্চ করে তার সার্চ ভলিয়ম জানতে পারবেন।

আমার দেখানো দ্বিতীয় বক্স এর সাইন এর জাইগা থেকে আপনি সার্চ ভলিয়ুম জানতে পারবেন যদি আপনার কাছে কোন কিওয়ার্ড এর লিস্ট থাকে বা আপনি চান এক সাথে দশ থেকে বিশ টা কিওয়ার্ড এর সার্চ করতে চান তাহলে এই অপশন ইউস করতে পারেন ।
আমার দেখানো তৃতীয় বক্স এর সাইন এর জাইগা থেকে আপনি সার্চ ভলিয়ুম জানতে পারবেন যদি আপনার কাছে কোন কিওয়ার্ড এর একাধিক লিস্ট থাকে ।
স্টেপ ০৩– চলেন আমরা একটা কিওয়ার্ড সার্চ করে তার সম্পর্কে কিছু ইনফোরমেশন নেই ও এই টার কিছু খুঁটিনাটি জানি ।

উপরের ছবি এর mango ধরুন আমার কিওয়ার্ড
তারপর আসুন হাতের বাম দিকে তাকাই প্রথম সাইন এর জাইগা থেকে আপনি কোন জাইগার কিওয়ার্ড খুঁজতে চান বলে দিতে পারবেন।
দ্বিতীয় সাইন এর প্লেস থেকে কি ভাষার কিওয়ার্ড সার্চ করতে চান বলে দিতে পারবেন
তৃতীয় সাইন এর জাইগা থেকে আপনি কোন কোন সার্চ ইঞ্জিন এর কিওয়ার্ড চান বলে দিতে পারবেন ।
চতুর্থ সাইন দিয়ে চাইলে বলে দিতে পারেন আপনার এমন কিওয়ার্ড লাগবেনা । যেমন আমি যদি বলি ফ্রী আমার নেগেটিভ ওয়ার্ড তাহলে লিস্টে ফ্রী দিয়ে কোন কিওয়ার্ড আসবে না।
স্টেপ ০৪– নিচের ছবির এর দিকে লক্ষ করুন ।

প্রথম প্লেস থেকে আপনি আপনার সার্চ করা লিস্ট কে ফিল্টার করতে পারবেন ।
দ্বিতীয় প্লেস থেকে আপনি চাইলে আপনার কিওয়ার্ড এর লিস্ট এর সাথে যে কোন ওয়ার্ড অ্যাড করা সার্চ ভলিয়ুম দেখতে পারবেন ।
তৃতীয় প্লেস থেকে আপনি আপনার মাসিক গড় সার্চ ভলিয়ুম দেখতে পারবেন ।
চতুর্থ প্লেস থেকে আপনি গ্লোবাল সার্চ ভলিয়ুম দেখতে পারবেন ।
পঞ্চম প্লেস টা থেকে যারা গুগল অ্যাডওয়ার্ড এ অ্যাড দিবে তাদের অ্যাড এর কম্পিটিশন দেখায় ।
চাইলে আপনি এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন ।
এই ভাবে চাইলে আপনি আপনার অনলাইন দোকানের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ।
করিমঃ ভাই বুঝতে পারছি আজকে আপনি যা যা দেখালেন তাই বাসায় একটু প্র্যাকটিস করি পরে আবার না বুঝলে আসবো ।
আইটি এক্সপার্টঃ ওকে ভাই আল্লাহ হাফেজ ।
করিমঃ আল্লাহ হাফেজ ।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
লংটেইল প্র তে কিওয়ার্ড ডিফিকাল্টি কত হলে কাজ করা যাবে?
semrush a keyword deficulty kmon hole safe?
আমি মোবাইল থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি?
আমার সাইট http://gganbitan.com
লিখাটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম । অনেক অনেক ধন্যবাদ ভাই ।
আমি ব্লগ সাইট খুলেছি। সাহিত্যের ওপর। কিন্তু কি লিখে কিওয়ার্ড রিসার্চ করব সেটাই তো বুঝলাম না।
nice article very helpful
সবই বুঝলাম, কিন্তু আমি যখন অনেকগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করব সেক্ষেত্রে করনীয় কি? মনে করুন আমার একটি ব্লগ আছে, এখন এই ব্লগে আমি নিউজ, গল্প, জব রিলেটেড তথ্য এবং ইসলামীক বিষয়বস্তু নিয়ে পোস্ট করে থাকি। এক্ষেত্রে কিওয়ার্ডটা কিভাবে নির্বাচিত হবে?
আপনি তখন গল্পের জন্যে আলাদা কিওয়ার্ড, জবের জন্যে আলাদা কিওয়ার্ড এবং ইসলামিক বিষয়বস্তুর জন্যে আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করবেন। তবে একটা ব্লগে গল্প, জব এবং ইসলামিক বিষয় একসাথে দেয়া ঠিক হবে না। আপনি শুধু জবের জন্যে বা গল্পের জন্যে আলাদা আলাদা ব্লগ বানাবেন।
প্রিন্ট করার কোন অপশন দিলে ভালো হতো।
অনেক গুরুত্বপূর্ন তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। আপনার টিপস গুলো
আমার ব্লগের জন্য খুবই উপকারী হবে।
বস আমি মনে করি আপনি হলেন বাংলাদেশের ১ নাম্বার এস ই ও মাস্টার ।
সত্যিই আপনি বাংলাদেশের একজন ভালো প্রশিক্ষক।
please accept my comment sir