অনলাইনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। কারণ অনলাইন এ কাজ করতে গেলেই আপনাকে ভিন-দেশি মানুষদের সাথে কথোপকথন করতে হবে সেইটা মেইল হোক বা ভয়েস কল হোক। তাই অনলাইন এ কাজ করতে হলে আপনাকে ইংলিশে কিছুটা হলেও দক্ষতা অর্জন করতে হবে। আপনার যদি ইংরেজিতে দক্ষতার অভাব থাকে তাহলে চলুন জেনে নেই কিভাবে তা দূর করতে পারবেন।
ওয়েবসাইট মাধ্যমে
১) engvid
একটি জনপ্রিয় ইংলিশ ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইট থেকে TOFEL/IELTS সহ সব ধরণের ইংলিশ ভাষায় কম্পিটেটিভ পরীক্ষার রিসোর্স ও টেকনিক পাবেন। যেহেতু আপনি এই ওয়েবসাইট এ IELTS এর রিসোর্স পাচ্ছেন তাই লিসেনিং ও রাইটিং ইম্প্রোভ করে নিতে পারেন।
২) English Central
এটি একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি রেজিস্ট্রেশন এর মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল থেকে ইংলিশ শিখতে পারবেন। কিভাবে কথা বলতে হবে এমন কিছু ভিডিও নিয়েই তারা ভিডিও টিউটোরিয়াল গুলা বানিয়েছে।
৩) lang-8
আরো একটি ফ্রি ওয়েবসাইট ইংলিশ শিখার জন্য। আপনি একজন ল্যাঙ্গুয়েজ পার্টনার খুঁজে নিবেন আপনার ইংলিশ কমিউনিকেশন ভালো করার জন্য এবং প্রাকটিস করতে থাকবেন।
৪) BBC Learning English
ইংলিশ শিখার ধরুন একটি মাধ্যম। BBC Learning English ওয়েবসাইট থেকে আপনি গ্রামার, ভোকাবুলারি, উচ্চারণ, বিভিন্ন কুইজ ও পডকাস্ট এর মাধ্যমে আপনি ইংলিশ শিখতে পারেন।
৫) abaenglish
এটি ফ্রি একটি প্লাটফর্ম যার মাধ্যমে আপনি ইংলিশ কোর্স করতে পারেন ফ্রীতে এনরোল করে গ্রামার ও বেসিক ইংলিশ সম্পর্কে শিখতে পারবেন। এটি মূলত ভিডিও ও কনটেন্ট বেসড হয়ে থাকে।
৬) British Council
আপনি যদি শিখতে আগ্রহী হয়ে থাকেন তবে ব্রিটিশ কাউন্সিলের ফ্রি ওয়েবসাইটের সাহায্যেও ইংলিশ শিখতে পারেন। সাইটটিতে প্রায় ১০০ পেজের অডিও, টেক্সট এবং ভিডিও কনটেন্ট আছে। সেই সাথে ২০০০ এর মতো প্রশ্ন রয়েছে অনুশীলন এর জন্য । রেজিস্ট্রেশন করে সদস্য হয়ে যেতে পারেন আপনিও আর অন্য ব্যবহারকারীদের সাথে আলোচনা এবং ফ্রি রিসোর্সেস ডাউনলোডের মাধ্যমে আপনি ইংরেজি শিখে নিতে পারেন।
ইউটিউব ভিডিও
১) EnglishClass101.com
এই ইউটিউব চ্যানেলটি বেশ জনপ্রিয় ইংলিশ শিখাতে আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রয়োগসহ ভিডিও পাবেন।
২) Anglo-Link
এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনি জেনারেল ও বিসনেস ইংলিশসহ লিসিনিং, প্রনোউনসিয়েশন ইম্প্রোভ করতে সহায়তা করবে সাথে TOFEL/IELTS পরীক্ষার জন্য আপনাকে সহায়তা করবে।
গেমসের মাধ্যমে ইংলিশ শেখা
আপনি গেমস বা জোকসের মাধ্যমেও ইংলিশ শিখতে পারেন। সব ধরণের গেমস থেকে আপনার ইংরেজি শিখার উপযোগী গেমস খুঁজে বের করতে হবে যা আপনাকে আনন্দ দিতে দিতে শেখাবে। আপনার খেলা বা শেখার জন্য এখানে প্রায় একশোর উপরে জোকস আছে।
ABC Countdown
ABC Countdown এর মাধ্যমে আপনি খুব সহজেই সহজেই ইংলিশ শিখতে পারেন। শুধু আলফাবেট এ ক্লিক করে গেম খেলার মাধ্যমে আপনি ইংলিশ শিখতে পারেন।
FluentU
আপনি ওয়ার্ড এ ক্লিক এর মাধ্যমে গেমটি শুরু হবে সঠিক উত্তর না দিতে পারলে গেমটি নিজে থেকেই স্টপ হবে এবং সঠিক ওয়ার্ডটি প্রদর্শন করবে। প্রতিটা লেভেল কমপ্লিট করে যেতে হবে এবং লেভেল গুলায় ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ থাকবে।
Word Whomp
এই গেম দিয়ে আপনার রাইটিং ও স্পেলিং স্কিল ডেভেলপ করতে পারবেন। বিভিন্ন মজার মজার টেকনিক এপলাই করে আপনার ভোকাবুলারি সমৃদ্ধ করবে এই গেমটি।
Bananagrams
এই গেমটি দিয়ে আপনি পাজেলের মাধ্যমে স্পেলিং স্কিল ডেভেলপ করতে পারেন। তার সাথে আপনি এই গেমটি আপনি রিডিং, রাইটিং,স্পেলিং এর জন্য সুবিধা হতে পারে।
ফুটবলের মাধ্যমে ইংলিশ শেখা
যদি আপনি ইংরেজি শিখছেন ও আপনার ফুটবলের প্রতি আগ্রহও আছে , তাহলে আপনি প্রিমিয়ার স্কিলস ইংলিশ আপনাকে সাহায্য করবে ইংরেজি শিখতে এবং পাশাপাশি প্রিমিয়ার লিগ ক্লাব ও খেলোয়াড়দের বাপারে জানার মাধ্যমে আপনার ইংলিশ লার্নিং প্রসেস সহজ করে তুলবে। ম্যাচ এবং প্রেমিয়ার লিগ নিয়মাবলী সহ জানতে পারবেন, খেলতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন নানান কুইজে নিচের লিংক থেকে।
https://premierskillsenglish.britishcouncil.org/
মোবাইল app এর মাধ্যমে ইংলিশ শিখা
বর্তমানে পিসি তুলনায় মোবাইল বেশি ব্যবহার করা হয়। ডিজিটাল যুগে আমাদের যে কোনও স্থানে ইন্টারনেটের সাথে যোগাযোগ এবং ব্যবহার করা যাচ্ছে। যার ফলস্বরূপ, স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের চাহিদা বেড়েছে দিনকে দিন। ইংলিশ শিখার জন্য আপনি বিশেষ অ্যাপ্লিকেশান আপনার স্মার্ট ফোন নামাতে পারেন।
Duolingo
নিশ্চিতভাবে একটি সুপরিচিত অ্যাপস।এই অ্যাপস এর মাধ্যমে আপনি ভিডিও গেম মত দ্রুত হয়ে উঠতে পারেনaddict , প্রতিটি সঠিক উত্তর, অনুশীলনের সঙ্গে পয়েন্ট অর্জন করুন এবং সংক্ষিপ্ত, কার্যকর পাঠের সাথে পরবর্তী স্তরে যাবেন।
এপস লিংক: https://play.google.com/store/apps/details?id=com.duolingo
Hello English
গ্রামার ও স্পোকেন ইংলিশ এর জন্য এই এপসটি বেশ জনপ্রিয়। এর রেটিং খুবই ভালো ৪.৬। CultureAlley হ্যালো ইংলিশ এপসটি বের করেছে এবং এটি বেশ জনপ্রিয় এডুকেশনাল একটি এপস ইংলিশ শিখার জন্য।
রিডিং, ট্রান্সলেটিং, স্পেলিং, গ্রামার, ভোকাবুলারি সাথে বিভিন্ন টিপস তো পাচ্ছেন।
এপস লিংক:https://play.google.com/store/apps/details?id=com.CultureAlley.japanese.english
HelloTalk
গুগল এডিডিটর চয়েসে আইটি অ্যাওয়ার্ড উইনিং ২০১৭,২০১৮ তে। এর রেটিং খুবই ভালো ৪.৩ রিডিং, ট্রান্সলেটিং, স্পেলিং, গ্রামার, ভোকাবুলারি ও স্পিকিং সাথে বিভিন্ন টিপস এই এপপ্স এর মাধ্যমে পাবেন।
এপস লিংক: https://play.google.com/store/apps/details?id=com.hellotalk
Simply Learn American English
ফ্রি এডুকেশনাল আরো একটি ভালো এপস। যার রেটিং ৪.৬। আপনি এর মাধ্যমে ফ্রীতেই নেটিভ আমেরিকান ইংলিশ শিখতে পারবেন।
হাই-কোয়ালিটি অডিও
আলাদা লার্নিং সিস্টেম
কুইজ এর মাধ্যমে আপনার স্কিল রিভিউ করা
লার্নিং প্রসেস ট্র্যাক করা।
এপস লিংক: https://play.google.com/store/apps/details?id=simply.learn.english
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023